What disease imagery is used for modern society in “The Waste Land”?
A
Rats and decay
B
Fever and plague
C
Broken bones
D
Drought and hunger
উত্তরের বিবরণ
“The Fire Sermon” অংশে Eliot শহরের নিচে লুকানো ইঁদুরের কথা বলেন। ইঁদুর হলো পচন, রোগ আর নোংরার প্রতীক। শহরের ভেতরে যেমন বাহ্যিকভাবে সভ্যতা আছে, ভেতরে তেমনি পচন লুকানো। Eliot এর মাধ্যমে আধুনিক সভ্যতার ভেতরের নৈতিক অবক্ষয় বোঝানো হয়েছে।
0
Updated: 1 month ago
Which saint’s confession is paired with Buddha’s Fire Sermon in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
St. Augustine
B
St. Paul
C
St. Francis
D
St. Jerome
Eliot “To Carthage then I came” লাইনটি Augustine–এর সাথে Buddha–র Fire Sermon জুড়ে দিয়েছেন "The Waste Land" কবিতায় । দুজনেই কামনা আর ভোগের আগুন নিয়ে কথা বলেছেন। Eliot এই সংযোগ ব্যবহার করে পূর্ব ও পশ্চিমের আধ্যাত্মিক মিল তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
What phrase from St. Augustine is quoted in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“To Carthage then I came”
B
“City of God eternal”
C
“My heart is restless”
D
“The flame shall consume”
Eliot St. Augustine–এর Confessions থেকে “To Carthage then I came” লাইন এনেছেন। এটি কামনা আর ভোগের আগুনে জ্বলা জীবনের প্রতীক। Augustine পরবর্তীতে আধ্যাত্মিক মুক্তি পান, কিন্তু তার স্বীকারোক্তি Eliot–এর Waste Land–এ ভোগবাদী জীবনের ধ্বংস বোঝাতে ব্যবহৃত হয়।
4
Updated: 1 month ago
What is the role of Tiresias in observing the typist’s scene in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Witness of both genders’ experience
B
Judge of moral righteousness
C
Narrator of historical truth
D
Prophet of divine punishment
Tiresias–কে Eliot বলেছেন কবিতার কেন্দ্রীয় চরিত্র। সে একইসাথে পুরুষ ও নারীর অভিজ্ঞতা লাভ করেছে। তাই typist আর কেরানির যৌন সম্পর্ক দেখার ক্ষেত্রে সে উভয়ের অনুভূতি বুঝতে পারে।
Eliot Tiresias–এর মাধ্যমে আধুনিক যৌনতার শূন্যতা, আবেগহীনতা ও যান্ত্রিকতাকে তুলে ধরেছেন। Tiresias কেবল দর্শক নয়, বরং অভিজ্ঞতার সাক্ষী, যে সমাজের পতন স্পষ্টভাবে অনুভব করে।
0
Updated: 1 month ago