What disease imagery is used for modern society in “The Waste Land”?
A
Rats and decay
B
Fever and plague
C
Broken bones
D
Drought and hunger
উত্তরের বিবরণ
“The Fire Sermon” অংশে Eliot শহরের নিচে লুকানো ইঁদুরের কথা বলেন। ইঁদুর হলো পচন, রোগ আর নোংরার প্রতীক। শহরের ভেতরে যেমন বাহ্যিকভাবে সভ্যতা আছে, ভেতরে তেমনি পচন লুকানো। Eliot এর মাধ্যমে আধুনিক সভ্যতার ভেতরের নৈতিক অবক্ষয় বোঝানো হয়েছে।

0
Updated: 12 hours ago
What ancient religion influences Eliot’s view of fire and desire in the poem "The Waste Land"?
Created: 12 hours ago
A
Buddhism
B
Hinduism
C
Judaism
D
Islam
"The Waste Land" কবিতায় Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রাণিত। সেখানে বলা হয়েছিল, সব ইন্দ্রিয় কামনার আগুনে জ্বলছে। Eliot আধুনিক যৌনতা ও ভোগবাদকে সেই আগুনের প্রতীক করেছেন। Buddhist শিক্ষা তাকে আধ্যাত্মিক বিকল্প দিয়েছে।

0
Updated: 12 hours ago
What symbol reflects Prufrock’s habit of postponement in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
“There will be time”
B
“The world ends tomorrow”
C
“The door is forever closed”
D
“The night is without end”
Prufrock বারবার মনে করিয়ে দেয় নিজেকে — “There will be time।” এই লাইন তার দ্বিধা আর কালক্ষেপণের প্রতীক। সে মনে করে, ভালোবাসা প্রকাশ করার, কাজ করার বা সাহস দেখানোর জন্য প্রচুর সময় আছে।
কিন্তু এই অজুহাতই তাকে স্থবির করে রাখে। Eliot এখানে আধুনিক মানুষের অভ্যাস দেখিয়েছেন — কাজ ফেলে রাখা, পরে করার অজুহাত খোঁজা। কিন্তু শেষ পর্যন্ত সময় ফুরিয়ে যায়, আর কিছুই করা হয় না।

0
Updated: 1 week ago
What occupation is associated with Mr. Eugenides in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Smyrna merchant
B
German banker
C
French soldier
D
English lawyer
“The Fire Sermon” অংশে Mr. Eugenides নামের একজন ব্যবসায়ীর উল্লেখ আছে, যিনি Smyrna থেকে আসা। সে প্রলোভন আর ব্যবসার প্রতীক। Eliot তাকে ব্যবহার করেছেন আধুনিক জীবনের ভোগবাদ আর বাণিজ্যকেন্দ্রিক মানসিকতা বোঝাতে। সে আর্ট বা আধ্যাত্মিকতার সাথে যুক্ত নয়, বরং শুধু ব্যবসা ও যৌন আকাঙ্ক্ষায় ব্যস্ত।

0
Updated: 1 week ago