What cultural reference is made with the line “Et O ces voix d’enfants” in the poem "The Waste Land"?
A
Wagner’s opera Tristan und Isolde
B
Dante’s Purgatorio
C
Milton’s Paradise Lost
D
Homer’s Odyssey
উত্তরের বিবরণ
“Et O ces voix d’enfants” এসেছে Wagner–এর Tristan und Isolde থেকে। এটি ভালোবাসা ও মৃত্যু–সংক্রান্ত অপেরা। Eliot এটি ব্যবহার করেছেন, যাতে আধুনিক সমাজের ভাঙা সম্পর্ক আর ব্যর্থ প্রেম প্রতিফলিত হয়। অপেরার রোমান্টিক সুর Waste Land–এর হতাশা আর মৃত্যুর পরিবেশে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে।
0
Updated: 1 month ago
What phrase describes the state of the Earth in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
“A heap of broken images”
B
“A field of golden flowers”
C
“A stream of endless joy”
D
“A garden of eternal spring”
"The Waste Land" কবিতায় Eliot জমিকে বর্ণনা করেছেন — “A heap of broken images।” আধুনিক সভ্যতা জ্ঞানের ভাঙা টুকরোয় ভরে গেছে। ঐক্য নেই, অর্থ নেই। কেবল ভাঙা প্রতীক, ভাঙা স্মৃতি। এই লাইন Waste Land–এর আধ্যাত্মিক ও সাংস্কৃতিক শূন্যতাকে গভীরভাবে প্রতিফলিত করে।
0
Updated: 1 month ago
What phrase reveals Prufrock’s hesitation to propose love in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“It is impossible to say just what I mean!”
B
“It is time to walk into the silent sea!”
C
“It is always better to speak of dreams!”
D
“It is clear that I will never fall!”
Prufrock মনে করে, তার মনের কথা স্পষ্ট করে বলা অসম্ভব। ভালোবাসা প্রকাশ করার সাহস তার নেই। সে ভয় পায়, ভুলভাবে বোঝা পড়বে, অথবা তার কথা সমাজ গ্রহণ করবে না।
Eliot এখানে মানুষের আত্ম-সন্দেহ এবং ব্যর্থতার ভয় দেখিয়েছেন, যা আধুনিক জীবনে সাধারণ। Prufrock তার ভালোবাসার স্বপ্ন প্রকাশ করতে না পেরে চুপ করে থাকে।
1
Updated: 1 month ago
In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
Created: 1 month ago
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago