What cultural reference is made with the line “Et O ces voix d’enfants” in the poem "The Waste Land"?
A
Wagner’s opera Tristan und Isolde
B
Dante’s Purgatorio
C
Milton’s Paradise Lost
D
Homer’s Odyssey
উত্তরের বিবরণ
“Et O ces voix d’enfants” এসেছে Wagner–এর Tristan und Isolde থেকে। এটি ভালোবাসা ও মৃত্যু–সংক্রান্ত অপেরা। Eliot এটি ব্যবহার করেছেন, যাতে আধুনিক সমাজের ভাঙা সম্পর্ক আর ব্যর্থ প্রেম প্রতিফলিত হয়। অপেরার রোমান্টিক সুর Waste Land–এর হতাশা আর মৃত্যুর পরিবেশে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে।

0
Updated: 12 hours ago
What German composer is referenced in “The Waste Land”?
Created: 12 hours ago
A
Richard Wagner
B
Ludwig van Beethoven
C
Johann Sebastian Bach
D
Franz Schubert
Wagner–এর Tristan und Isolde থেকে লাইন উদ্ধৃত হয়েছে। অপেরাটি ভালোবাসা ও মৃত্যুর কাহিনি। Eliot এই অপেরা ব্যবহার করেছেন আধুনিক প্রেমের ব্যর্থতা বোঝাতে। রোমান্টিক সঙ্গীত Waste Land–এর শূন্যতার প্রেক্ষিতে ব্যঙ্গাত্মক হয়ে ওঠে। যা "The Waste Land" কবিতার অংশ।

0
Updated: 12 hours ago
What sound interrupts the loveless encounter of the typist in the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
The sound of the gramophone
B
The ringing of church bells
C
The whistle of a train
D
The barking of a dog
Typist–এর যৌন সম্পর্ক শেষে gramophone বাজতে শুরু করে। এটি একেবারে যান্ত্রিক ও শূন্য প্রতীক। সম্পর্কটা যেভাবে আবেগহীন, গানও সেভাবেই যান্ত্রিকভাবে বাজছে। Eliot এর মাধ্যমে দেখিয়েছেন, আধুনিক জীবনে ভালোবাসা কেবল যান্ত্রিক আনন্দে সীমাবদ্ধ হয়ে গেছে।

1
Updated: 1 week ago
Which myth is recalled in the lines about the transformation of Philomel in the poem "The Waste Land"?
Created: 2 days ago
A
Rape and silencing of Philomela
B
Death of Orpheus
C
Love of Pyramus and Thisbe
D
Flight of Daedalus
Philomela তার ধর্ষকের হাতে কণ্ঠ হারায়, কিন্তু পরে সে পাখি হয়ে গান গাইতে থাকে। Eliot এই মিথ ব্যবহার করেছেন নারীর কষ্ট আর নির্যাতনের প্রতীক হিসেবে। “A Game of Chess” অংশে এই উল্লেখ আধুনিক সম্পর্কের ভাঙন আর যৌন হতাশাকে আরও গাঢ় করে তোলে।

0
Updated: 2 days ago