Which prophet is indirectly referenced through the dry bones image in the poem "The Waste Land"?
A
Ezekiel
B
Isaiah
C
Jeremiah
D
Daniel
উত্তরের বিবরণ
Dry bones–এর কাহিনি এসেছে Book of Ezekiel থেকে। ঈশ্বর সেই শুকনো হাড়ে প্রাণ আনেন।
Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের মৃতপ্রায় অবস্থাকে বোঝাতে। আধ্যাত্মিক শক্তি হারিয়ে মানুষ কেবল হাড়ের মতো পড়ে আছে। পুনর্জন্মের সম্ভাবনা থাকলেও Eliot দেখিয়েছেন সেটি অনিশ্চিত।

0
Updated: 12 hours ago
What is the meaning of “Shantih” repeated at the end of the poem "The Waste Land"?
Created: 1 week ago
A
Peace beyond understanding
B
Eternal fire of desire
C
Endless cycle of war
D
Silence of despair
শেষে Eliot লিখেছেন “Shantih shantih shantih।” এটি উপনিষদ থেকে নেওয়া, যার অর্থ এমন শান্তি যা মানুষের বোঝার বাইরে। Eliot কবিতার শেষে এই শব্দ ব্যবহার করেছেন, যাতে পাঠক আধ্যাত্মিক আশার দিকে তাকাতে পারে। ধ্বংস ও হতাশার মাঝেও শান্তির সম্ভাবনা থেকে যায়।

0
Updated: 1 week ago
"Gerontion" is a poem by-
Created: 1 month ago
A
T.S. Eliot
B
W.B.Yeats
C
Mathew Arnold
D
Robert Browning
'Gerontion' কবিতাটি লিখেছেন T. S. Eliot
এই কবিতায় যুদ্ধকে একটি প্রধান বিষয় হিসেবে দেখানো হয়েছে। এর পাশাপাশি ধর্ম ও রাজনৈতিক পরিবর্তনের কথাও উঠে এসেছে।
এই কবিতায় ১৯১৯ সালের বিভিন্ন ঘটনার প্রভাব রয়েছে এবং Eliot তাঁর নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে যুদ্ধ, ধর্ম ও রাজনীতিকে জটিলভাবে তুলে ধরেছেন।
এই কবিতাটি আটটি স্তবকে (stanza) বিভক্ত, তবে প্রতিটি স্তবকে পঙ্ক্তির সংখ্যা সমান নয়।
• T. S. Eliot বিংশ শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ সাহিত্যিক হিসেবে পরিচিত।
তিনি ১৯৪৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে রয়েছে:
– The Waste Land (1922)
– Four Quartets
– The Hollow Men
– Ash Wednesday ইত্যাদি।
• তাঁর বিখ্যাত নাটকগুলোর মধ্যে রয়েছে:
– Murder in the Cathedral
– The Cocktail Party
– The Trail of a Judge ইত্যাদি।
Source: Britannica, An ABC of English Literature (Dr. M. Mofizar Rahman), poemanalysis.com

0
Updated: 1 month ago
What creature’s singing does Prufrock imagine near the sea in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Mermaids
B
Sirens
C
Fairies
D
Angels
Prufrock কল্পনা করে mermaid–রা গান করছে। কিন্তু সে ভাবে, তারা তার জন্য গান গাইবে না। Mermaid এখানে সৌন্দর্য ও স্বপ্নের প্রতীক, যা Prufrock–এর কাছে অপ্রাপ্য। Eliot দেখিয়েছেন, আধুনিক মানুষ স্বপ্ন দেখে, কিন্তু তার নাগাল পায় না। Prufrock জানে, সৌন্দর্যের এই জগৎ তার জন্য নয়।

0
Updated: 1 week ago