Which prophet is indirectly referenced through the dry bones image in the poem "The Waste Land"?
A
Ezekiel
B
Isaiah
C
Jeremiah
D
Daniel
উত্তরের বিবরণ
Dry bones–এর কাহিনি এসেছে Book of Ezekiel থেকে। ঈশ্বর সেই শুকনো হাড়ে প্রাণ আনেন।
Eliot এই প্রতীক ব্যবহার করেছেন আধুনিক ইউরোপের মৃতপ্রায় অবস্থাকে বোঝাতে। আধ্যাত্মিক শক্তি হারিয়ে মানুষ কেবল হাড়ের মতো পড়ে আছে। পুনর্জন্মের সম্ভাবনা থাকলেও Eliot দেখিয়েছেন সেটি অনিশ্চিত।
0
Updated: 1 month ago
Who delivers the “Fire Sermon” in Buddhist tradition in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Buddha
B
Krishna
C
Christ
D
Zoroaster
Buddha–র “Fire Sermon” থেকে Eliot অনুপ্রেরণা নিয়েছেন। এখানে বলা হয়েছিল, সবকিছু কামনা ও আসক্তির আগুনে জ্বলছে। Eliot এটি ব্যবহার করেছেন আধুনিক সমাজের যৌনতা, লোভ আর ভোগবাদের আগুন বোঝাতে। Buddhist প্রেক্ষাপট কবিতায় আধ্যাত্মিক বিকল্প তৈরি করে।
0
Updated: 1 month ago
What figure is described with “pearls that were his eyes” in the poem "The Waste Land"?
Created: 1 month ago
A
Drowned sailor
B
Fisher King
C
Eugenides
D
Tiresias
“Those are pearls that were his eyes” লাইনটি The Tempest থেকে উদ্ধৃত, যা ডুবে যাওয়া নাবিককে বোঝায়। Eliot এটি "The Waste Land" কবিতায় ব্যবহার করেছেন মৃত্যু ও রূপান্তরের প্রতীক হিসেবে। মৃত শরীর সৌন্দর্যে রূপ নেয়, কিন্তু জীবনের অনুপস্থিতি ভয়াবহ থাকে।
0
Updated: 1 month ago
What is the significance of the “yellow fog” in T. S. Eliot’s poem “The Love Song of J. Alfred Prufrock”?
Created: 1 month ago
A
It signifies romantic desire
B
It represents clarity and enlightenment
C
It symbolises urban decay and moral ambiguity
D
It is a literal weather phenomenon
The Love Song of J. Alfred Prufrock কবিতায় “yellow fog” শহরের অবক্ষয়, নৈতিক অস্পষ্টতা এবং আধুনিক জীবনের অস্থিরতা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
কবি Eliot ধোঁয়ার মাধ্যমে নগরের এক নিঃসঙ্গ এবং বিষণ্ণ পরিবেশ চিত্রিত করেছেন, যা প্রুফ্রকের অস্থিরতা এবং আতঙ্কের সঙ্গে সম্পর্কিত। এই ধোঁয়া তাকে নিজের মানসিক বিভ্রান্তি এবং অনিশ্চয়তার মধ্যে আরও আটকে রাখে।
1
Updated: 1 month ago