What historical bridge is mentioned in the “Unreal City” passage of the poem "The Waste Land"?
A
London Bridge
B
Waterloo Bridge
C
Westminster Bridge
D
Tower Bridge
উত্তরের বিবরণ
Eliot লিখেছেন, “London Bridge is falling down falling down falling down.” এটি একটি পুরোনো ইংরেজি নার্সারি রাইম থেকেও নেওয়া। এখানে সেতুটি আধুনিক সভ্যতার ভাঙন ও পতনের প্রতীক। London Bridge একসময় বাণিজ্য ও জীবনের কেন্দ্র ছিল, কিন্তু Eliot–এর চোখে তা এখন ভাঙছে, যেমন ভাঙছে মানুষের আধ্যাত্মিক শক্তি।
0
Updated: 1 month ago
What phrase shows Prufrock’s concern with outward appearance in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“My morning coat, my collar mounting firmly to the chin”
B
“My voice echoing across the hollow night”
C
“My shoes polished bright with silver light”
D
“My hat shading the weary eyes within”
Prufrock তার পোশাক ও সাজসজ্জা নিয়ে অতি সচেতন। সে ভাবে, তার morning coat আর collar মানুষ কীভাবে লক্ষ্য করবে। এই ক্ষুদ্র বাহ্যিকতা নিয়ে তার চিন্তা আসলে তার গভীর অনিশ্চয়তার প্রতীক।
জীবনের বড় প্রশ্ন থেকে দূরে সরে, সে ক্ষুদ্র বাহ্যিকতা নিয়েই ব্যস্ত হয়ে থাকে। Eliot এই চিত্র দিয়ে আধুনিক মানুষের ভেতরের ভঙ্গুরতা ও আত্মবিশ্বাসের অভাব তুলে ধরেছেন।
0
Updated: 1 month ago
In T.S. Eliot’s poem The Waste Land, what does the phrase “Unreal City” symbolise?
Created: 1 month ago
A
A literal city
B
A perfect society
C
London, representing modern urban alienation
D
A place of spiritual fulfillment
The Waste Land কবিতায়, “Unreal City” লন্ডনকে নির্দেশ করে, যেখানে মানুষদের জীবন নিস্পৃহ, বিচ্ছিন্ন এবং অস্থির। Eliot নগরায়ণ, আধুনিক জীবন এবং অস্থিরতার মাধ্যমে মানুষের মানসিক এবং আধ্যাত্মিক বিচ্ছিন্নতার প্রতিফলন করেছেন। এটি শহরের ভীড় এবং মানুষের অভ্যন্তরীণ শূন্যতার প্রতীক।
0
Updated: 1 month ago
What insect-like image conveys Prufrock’s humiliation in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 month ago
A
“Pinned and wriggling on the wall”
B
“Flying away into the night”
C
“Caught in the spider’s web”
D
“Buried beneath the leaves”
Prufrock নিজেকে এমন এক পতঙ্গের সাথে তুলনা করেছেন, যাকে পিন দিয়ে দেয়ালে আটকানো হয়েছে। এই চিত্র তার অসহায়তা ও লজ্জা প্রকাশ করে। অন্যদের চোখের সামনে সে কুঁকড়ে যায়, পালাতে পারে না।
Eliot এখানে দেখিয়েছেন, সমাজের সমালোচনার সামনে আধুনিক মানুষ কেমনভাবে পরাধীন ও ভীত হয়ে পড়ে। পতঙ্গের মতো অসহায় অবস্থায় Prufrock নিজেকে দেখে, যা তার আত্মবিশ্বাসহীনতা ও আত্ম-সন্দেহকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলে।
0
Updated: 1 month ago