What historical bridge is mentioned in the “Unreal City” passage of the poem "The Waste Land"?
A
London Bridge
B
Waterloo Bridge
C
Westminster Bridge
D
Tower Bridge
উত্তরের বিবরণ
Eliot লিখেছেন, “London Bridge is falling down falling down falling down.” এটি একটি পুরোনো ইংরেজি নার্সারি রাইম থেকেও নেওয়া। এখানে সেতুটি আধুনিক সভ্যতার ভাঙন ও পতনের প্রতীক। London Bridge একসময় বাণিজ্য ও জীবনের কেন্দ্র ছিল, কিন্তু Eliot–এর চোখে তা এখন ভাঙছে, যেমন ভাঙছে মানুষের আধ্যাত্মিক শক্তি।

0
Updated: 12 hours ago
What mythical figure does Prufrock imagine he is not, in the poem’s conclusion in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Prince Hamlet
B
Hercules
C
King Arthur
D
Odysseus
কবিতার শেষের দিকে Prufrock বলে, “No! I am not Prince Hamlet, nor was meant to be.” এখানে Eliot বোঝাতে চেয়েছেন যে Prufrock নিজেকে কোনো মহৎ নায়ক হিসেবে দেখে না।
Hamlet ছিলেন Shakespeare–এর একটি জটিল চরিত্র, যিনি সিদ্ধান্ত নিতে দেরি করতেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি এক গুরুত্বপূর্ণ ট্র্যাজেডির কেন্দ্রীয় চরিত্র। Prufrock নিজেকে এমনকি Hamlet–এর মতো গুরুত্বপূর্ণও মনে করে না।
বরং সে মনে করে, সে কেবল এক “attendant lord” — অর্থাৎ গল্পের পাশে থাকা গৌণ চরিত্র, যাকে কেউ মনে রাখে না। অন্য অপশনগুলো যেমন Hercules, King Arthur বা Odysseus — এরা সবাই নায়কোচিত চরিত্র, যারা সাহস আর বীরত্বের প্রতীক। Prufrock জানে সে এদের মতো নয়।
সে Hamlet–এর মতোও নয়, বরং আরও গৌণ, দুর্বল এবং ভীত চরিত্র। এই স্বীকারোক্তি তার আত্মমর্যাদা বোধের অভাবকে সবচেয়ে গভীরভাবে প্রকাশ করে। তাই সঠিক উত্তর হলো (a)।

0
Updated: 1 week ago
What sea image closes the poem before Prufrock wakes to reality in the poem "The Love Song of J. Alfred Prufrock"?
Created: 1 week ago
A
Drowning in human voices
B
Sailing across bright waves
C
Floating above golden waters
D
Fishing by the quiet shore
কবিতার শেষে Prufrock কল্পনা করে যে সে mermaid–দের গান শুনছে, কিন্তু হঠাৎই মানবকণ্ঠ তাকে বাস্তবে ফিরিয়ে আনে। সে বলে, “Till human voices wake us, and we drown.” এই সমুদ্র ও ডুবে যাওয়ার চিত্রকল্পটি অত্যন্ত প্রতীকী। এখানে সমুদ্র হলো স্বপ্ন ও কল্পনার জগৎ, যেখানে Prufrock নিজেকে নিরাপদ মনে করে।
কিন্তু বাস্তব সমাজের কণ্ঠস্বর তাকে টেনে আনে, আর সেই বাস্তবেই সে ডুবে যায়। Eliot এভাবে আধুনিক মানুষের স্বপ্ন ও বাস্তবের সংঘর্ষ তুলে ধরেছেন।

0
Updated: 1 week ago
What literary period does The Waste Land belong to?
Created: 1 month ago
A
Modernism
B
Romanticism
C
Victorianism
D
Renaissance

0
Updated: 1 month ago