What does it mean that Mr Bennet’s property is “entailed”?
A
Lady Catherine de Bourgh gave it to him
B
It can only be inherited by a male
C
It comes from his wife’s family
D
He rents from Sir William Lucas
উত্তরের বিবরণ
The fact that Mr. Bennet's property is entailed মানে এটি কেবল একজন male heir-এর মাধ্যমেই উত্তরাধিকারী হতে পারে। এটি একটি legal restriction যা পূর্বের মালিক প্রোপার্টি-তে বসিয়েছিলেন যাতে estate টা intact থাকে এবং পরিবারের male line-এর মধ্যে থাকে।
এই entailment গল্পের plot-এর একটি মূল চালিকা শক্তি এবং Bennet পরিবারের financial insecurity-এর মূল কারণ। যেহেতু Mr. এবং Mrs. Bennet-এর পাঁচটি মেয়ে আছে কিন্তু ছেলে নেই,
Mr. Bennet-এর মৃত্যুর পরে তার estate, Longbourn, তার সন্তানদের কাছে যাবে না। পরিবর্তে, এটি তার closest male relative, Mr. Collins-এর কাছে যাবে।
What the entail meant for the Bennet family
-
Disinheritance of the Daughters: এই entail-এর কারণে Mr. Bennet তার property তার মেয়েদের কাছে দিতে পারবে না, যার ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভালভাবে বিয়ে করার উপর নির্ভরশীল।
-
Preservation of the Estate: Entail-এর উদ্দেশ্য ছিল প্রোপার্টি ভাঙা না হওয়া এবং এটি একমাত্র male descendant-এর কাছে যাওয়া যাতে পরিবার ধন-সম্পদ এবং social standing ধরে রাখতে পারে।
-
Mr. Bennet's Limited Control: Mr. Bennet-এর শুধুমাত্র "life interest" আছে Longbourn-এ, অর্থাৎ তিনি সেখানে থাকতে পারেন এবং এর আয় ব্যবহার করতে পারেন, কিন্তু এটি বিক্রি করতে পারবেন না বা পরে কে উত্তরাধিকারী হবে তা ঠিক করতে পারবেন না।
-
The Heir Presumptive: Mr. Collins হলেন "heir presumptive," অর্থাৎ যতক্ষণ Mr. Bennet-এর কোনো ছেলে নেই, তিনি legal heir। যদি Mr. Bennet-এর ছেলে হয়, সেই ছেলে সরাসরি heir হয়ে Mr. Collins-এর স্থান নেবে।
0
Updated: 1 month ago
Why does Mr. Darcy initially consider Elizabeth “not handsome enough”?
Created: 2 months ago
A
He prefers wealth over beauty
B
He compares her to Jane
C
He is blinded by his pride
D
He dislikes her wit
প্রথম নাচের আসরে Darcy Elizabeth-কে “not handsome enough” বলে প্রত্যাখ্যান করে। আসলে Darcy-র অহংকার তার সামাজিক মর্যাদা থেকে আসে। সে মনে করে Elizabeth তার তুলনায় নিচু শ্রেণির মেয়ে। Austen এখানে দেখান কীভাবে social pride আসল সৌন্দর্যকে অন্ধ করে দেয়। পরে Darcy বুঝতে পারে Elizabeth-এর আসল আকর্ষণ তার বুদ্ধি, চোখের প্রাণশক্তি ও নৈতিক শক্তিতে। এভাবেই তার দৃষ্টিভঙ্গি বদলায় এবং Pride থেকে Humility-তে যাত্রা শুরু হয়।
1
Updated: 2 months ago
What is the final resolution of the novel?
Created: 2 months ago
A
Lydia reforms completely
B
Darcy marries Caroline
C
Elizabeth and Darcy marry
D
Wickham gains wealth
উপন্যাসের সব দ্বন্দ্ব শেষে Elizabeth Darcy-এর দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করে। তাদের বিয়ে Pride ও Prejudice উভয়ের জয়। পাশাপাশি Jane–Bingley-এর বিয়েও ঘটে। Austen উপন্যাসের শেষাংশে দেখান—প্রেম ও আত্মসংশোধনের মাধ্যমে সামাজিক বাধা অতিক্রম করা যায়। এভাবেই সুখী সমাপ্তি ঘটে।
0
Updated: 2 months ago
Why does Charlotte Lucas agree to marry Mr. Collins?
Created: 2 months ago
A
Love and admiration
B
Social ambition
C
Security and stability
D
To please Elizabeth
Charlotte Lucas উপন্যাসের অন্যতম বাস্তববাদী চরিত্র। বয়স বেড়ে যাওয়ায় (২৭ বছর) ও সীমিত আর্থিক অবস্থার কারণে সে জানে, ভালোবাসার জন্য বিয়ে করলে হয়তো নিরাপত্তা পাবে না। তাই সে Mr. Collins-এর প্রস্তাব গ্রহণ করে।
Collins হাস্যকর হলেও তার আর্থিক নিশ্চয়তা আছে কারণ সে Longbourn-এর উত্তরাধিকারী এবং Lady Catherine-এর আশীর্বাদপ্রাপ্ত। Austen এখানে বিয়েকে শুধু রোমান্টিক দিক থেকে নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠা হিসেবেও তুলে ধরেন। Elizabeth তার বিপরীতে, ভালোবাসা ছাড়া বিয়ে প্রত্যাখ্যান করে।
1
Updated: 2 months ago