Where do the Bingleys and Darcy go for the winter?
A
Pemberley
B
London
C
Netherfield
D
France
উত্তরের বিবরণ
In Pride and Prejudice, Bingleys এবং Mr. Darcy Netherfield Park থেকে চলে যান এবং শীতকাল কাটাতে London এ যান। এই পরিবর্তন নাভেলের প্লটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
London এর social whirl বা সামাজিক বৃত্ত fashionable এবং wealthy চরিত্রদের জন্য preferred winter destination।
তাদের শহরে চলে যাওয়া effectively থামিয়ে দেয় Jane Bennet এবং Charles Bingley এর budding romance।
-
London এ থাকাকালীন, Darcy এবং নিজের বোনদের প্রভাবের কারণে, Bingley বিশ্বাস করতে শুরু করে যে Jane তার প্রতি indifferent, যা misunderstanding এবং heartache এর একটি সময় সৃষ্টি করে।
-
এই separation এবং পরবর্তীতে London এ ঘটে যাওয়া ঘটনা গল্পের central relationships এর development এর জন্য crucial।
-
এর ফলে, Jane এবং Bingley এর সম্পর্কে tension এবং emotional conflict তৈরি হয়, যা নাভেলের subsequent events এ প্রভাব ফেলে।

0
Updated: 14 hours ago
Who is described as having “fine eyes” in the novel “Pride and Prejudice”?
Created: 3 weeks ago
A
Jane Bennet
B
Elizabeth Bennet
C
Lydia Bennet
D
Mary Bennet
Elizabeth-এর সৌন্দর্য আলাদা করে তোলা হয় তার “fine eyes”-এর মাধ্যমে। Darcy প্রথমে Elizabeth-কে তেমন সুন্দর মনে না করলেও, পরে তার চোখের সৌন্দর্য ও বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি তাকে আকর্ষণ করে। Austen এখানে দেখাতে চেয়েছেন বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চোখের বুদ্ধি, প্রাণশক্তি ও চরিত্র অনেক গুরুত্বপূর্ণ। Elizabeth-এর চোখ Darcy-র দৃষ্টি আকর্ষণের মাধ্যম হলেও, পাঠকের কাছে এটি তার স্বাধীনতা, আত্মবিশ্বাস ও চিন্তাশক্তির প্রতীক।

2
Updated: 3 weeks ago
Who accompanies Elizabeth on her visit to Pemberley?
Created: 3 weeks ago
A
Jane
B
Lydia and Kitty
C
The Gardiners
D
Charlotte Lucas
Elizabeth তার খালা-খালু Mr. and Mrs. Gardiner-এর সঙ্গে Pemberley ভ্রমণ করে। এখানে সে Darcy-র প্রকৃত চরিত্র দেখে। গৃহপরিচারিকা Mrs. Reynolds Darcy-র দয়ার কথা বলে, আর Elizabeth দেখে Darcy কেমন ভদ্রভাবে Gardiner-দের গ্রহণ করছে। এই ভ্রমণ Elizabeth-এর দৃষ্টিভঙ্গি বদলায়। Austen বোঝাতে চেয়েছেন—বাস্তব অভিজ্ঞতা ও প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রথম ধারণার ভুল ভাঙতে সাহায্য করে।

1
Updated: 3 weeks ago
"Pride and Prejudice" is a novel was written by-
Created: 2 days ago
A
William Makepeace Thackrey
B
Charles Dickens
C
Emily Bronte
D
Jane Austen
‘Pride and Prejudice’ একটি রোমান্টিক উপন্যাস যা লিখেছেন Jane Austen। এটি ১৮১৩ সালে anonymously তিন খণ্ডে প্রকাশিত হয়। প্রাথমিকভাবে উপন্যাসটির নাম ছিল ‘First Impressions’। বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর চমৎকার উপস্থাপনা ও বর্ণনার কারণে এটি ইংরেজি সাহিত্যে একটি classic হিসেবে বিবেচিত।
উপন্যাসের কাহিনি Bennet পরিবারের সদস্যদের, বিশেষ করে বড় মেয়ে Elizabeth Bennet এবং জমিদার Fitzwilliam Darcy-র সম্পর্ককে কেন্দ্র করে এগোয়। Elizabeth এবং Darcy একে অপরের প্রেমে পড়ে, কিন্তু সম্পর্ককে বাধা দেয় যুক্তিহীন কিছু পূর্ব ধারণা। উপন্যাসে তাদের ক্রমান্বয়ে গড়ে উঠা প্রেমের সম্পর্ক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।
Main Characters:
-
Mrs. Bennet
-
Mr. Bennet
-
Elizabeth Bennet
-
Mary Bennet
-
Jane Bennet
-
Catherine Bennet
-
Lydia Bennet
-
Charles Bingley
-
Fitzwilliam Darcy
-
George Wickham
বিখ্যাত উক্তি:
-
“It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
Jane Austen (1775-1817)
-
Romantic যুগের একজন বিশিষ্ট ইংরেজি ঔপন্যাসিক।
-
সমাজের মধ্যবিত্ত শ্রেণির জীবন ও নারীদের অবস্থানকে ব্যঙ্গাত্মক ও বাস্তবধর্মীভাবে উপস্থাপন করেছেন।
-
লেখার শৈলী তীক্ষ্ণ পর্যবেক্ষণ, সূক্ষ্ম কৌতুক এবং সম্পর্কের জটিলতা তুলে ধরার জন্য প্রসিদ্ধ।
-
আজও তাঁর সাহিত্যকে বিশ্ব সাহিত্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।
-
বিখ্যাত উপন্যাস: Pride and Prejudice, Sense and Sensibility, Emma, Persuasion।
Notable Works:
-
Emma
-
Lady Susan
-
Persuasion
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Northanger Abbey
-
Sense and Sensibility

0
Updated: 2 days ago