Lady Catherine de Bourgh is Darcy’s-
A
First wife
B
Mother
C
Sister
D
Aunt
উত্তরের বিবরণ
Jane Austen এর Pride and Prejudice উপন্যাসে Lady Catherine de Bourgh হলেন Mr. Fitzwilliam Darcy–এর খালা (maternal aunt)। এই পারিবারিক সম্পর্ক শুধু সামাজিক অবস্থান নয়, কাহিনির অগ্রগতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের সম্পর্ক ও প্রভাবকে নিচেরভাবে বোঝা যায়ঃ
-
Sisterhood: Lady Catherine de Bourgh এবং Lady Anne Darcy দুজন বোন ছিলেন। তারা একজন Earl–এর কন্যা হওয়ায় তাদের নামের আগে Lady উপাধি ছিল।
-
Maternal Line: Lady Anne Darcy ছিলেন Mr. Darcy–এর মা। তিনি Elder Mr. Darcy–কে বিয়ে করেন যিনি ধনী হলেও কোন aristocratic title পাননি। এ কারণে Lady Catherine সরাসরি Darcy–র খালা।
-
Cousins: এই সম্পর্কের ফলে Mr. Darcy এবং Lady Catherine–এর একমাত্র কন্যা Anne de Bourgh পরস্পরের first cousins।
-
Family Ambitions: Lady Catherine দীর্ঘদিন ধরে তার অসুস্থ–দুর্বল কন্যা Anne–কে Darcy–র সাথে বিয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করতেন। তিনি দাবি করেন এটি ছিল তার এবং তার প্রয়াত বোন Lady Anne–এর শৈশব থেকে করা পরিকল্পনা, যাতে তাদের দুই বড় পরিবারের সম্পত্তি একত্র হয়।
এই সম্পর্ক কাহিনিতে কয়েকভাবে গুরুত্বপূর্ণ। Lady Catherine–এর social pride, তার তাচ্ছিল্যপূর্ণ ও আধিপত্যশীল স্বভাব Elizabeth Bennet–এর জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়ায়।
শেষের দিকে তার নাটকীয় উপস্থিতি—যখন তিনি Longbourn এ গিয়ে Elizabeth–কে Darcy–র প্রস্তাব প্রত্যাখ্যান করতে বাধ্য করতে চান—উল্টোভাবে Elizabeth এবং Darcy–র বাগদানকে দ্রুততর করে।
0
Updated: 1 month ago
What does it mean that Mr Bennet’s property is “entailed”?
Created: 1 month ago
A
Lady Catherine de Bourgh gave it to him
B
It can only be inherited by a male
C
It comes from his wife’s family
D
He rents from Sir William Lucas
The fact that Mr. Bennet's property is entailed মানে এটি কেবল একজন male heir-এর মাধ্যমেই উত্তরাধিকারী হতে পারে। এটি একটি legal restriction যা পূর্বের মালিক প্রোপার্টি-তে বসিয়েছিলেন যাতে estate টা intact থাকে এবং পরিবারের male line-এর মধ্যে থাকে।
এই entailment গল্পের plot-এর একটি মূল চালিকা শক্তি এবং Bennet পরিবারের financial insecurity-এর মূল কারণ। যেহেতু Mr. এবং Mrs. Bennet-এর পাঁচটি মেয়ে আছে কিন্তু ছেলে নেই,
Mr. Bennet-এর মৃত্যুর পরে তার estate, Longbourn, তার সন্তানদের কাছে যাবে না। পরিবর্তে, এটি তার closest male relative, Mr. Collins-এর কাছে যাবে।
What the entail meant for the Bennet family
-
Disinheritance of the Daughters: এই entail-এর কারণে Mr. Bennet তার property তার মেয়েদের কাছে দিতে পারবে না, যার ফলে তাদের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ভালভাবে বিয়ে করার উপর নির্ভরশীল।
-
Preservation of the Estate: Entail-এর উদ্দেশ্য ছিল প্রোপার্টি ভাঙা না হওয়া এবং এটি একমাত্র male descendant-এর কাছে যাওয়া যাতে পরিবার ধন-সম্পদ এবং social standing ধরে রাখতে পারে।
-
Mr. Bennet's Limited Control: Mr. Bennet-এর শুধুমাত্র "life interest" আছে Longbourn-এ, অর্থাৎ তিনি সেখানে থাকতে পারেন এবং এর আয় ব্যবহার করতে পারেন, কিন্তু এটি বিক্রি করতে পারবেন না বা পরে কে উত্তরাধিকারী হবে তা ঠিক করতে পারবেন না।
-
The Heir Presumptive: Mr. Collins হলেন "heir presumptive," অর্থাৎ যতক্ষণ Mr. Bennet-এর কোনো ছেলে নেই, তিনি legal heir। যদি Mr. Bennet-এর ছেলে হয়, সেই ছেলে সরাসরি heir হয়ে Mr. Collins-এর স্থান নেবে।
0
Updated: 1 month ago
Which Bennet daughter elopes with Wickham?
Created: 2 months ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Kitty
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বেপরোয়া মেয়ে। তার বয়স কম, কিন্তু সে ফ্লার্ট এবং বাহুল্য জীবন ভালোবাসে। Wickham-এর সঙ্গে পালিয়ে গিয়ে সে পুরো পরিবারের সম্মান নষ্ট করে। Austen দেখাতে চান—অভিভাবকের অবহেলা (Mr. Bennet-এর দায়িত্বহীনতা, Mrs. Bennet-এর বোকামি) কীভাবে বিপদ ডেকে আনে। শেষ পর্যন্ত Darcy অর্থ ও প্রভাব খাটিয়ে Wickham-কে বিয়ে করতে বাধ্য করে। এতে Bennet পরিবারের মান রক্ষা হয়। Lydia–Wickham-এর বিয়ে দেখায় irresponsible marriage।
0
Updated: 2 months ago
Who first tells Elizabeth about Darcy’s role in separating Jane and Bingley?
Created: 2 months ago
A
Darcy himself
B
Colonel Fitzwilliam
C
Caroline Bingley
D
Mrs. Gardiner
Colonel Fitzwilliam Elizabeth-কে বলে যে Darcy এক বন্ধুকে “অসুবিধাজনক” সম্পর্ক থেকে বাঁচিয়েছে। Elizabeth বুঝে ফেলে সে Jane–Bingley-এর কথা বলছে। এতে Elizabeth Darcy-র প্রতি আরও রেগে যায়। Austen এখানে দেখান—অসম্পূর্ণ তথ্য ভুল ধারণা তৈরি করে। পরে Darcy নিজেই চিঠিতে সত্য ব্যাখ্যা করে।
1
Updated: 2 months ago