Why does Jane’s visit to the Bingleys end up lasting for days?
A
She gets soaked in a rainstorm and becomes ill
B
Mr Bingley proposes to her
C
Mrs. Bennet forgets to send a carriage to bring her home
D
Jane is hoping to make Mr. Darcy fall in love with her
উত্তরের বিবরণ
Jane-এর Netherfield-এ Bingley পরিবারের কাছে যাওয়া কয়েকদিন ধরে দীর্ঘ হয় মূলত তার মা Mrs. Bennet-এর পরিকল্পনার কারণে, যার ফলে Jane অসুস্থ হয়ে পড়ে। ঘটনাটি ঘটে Pride and Prejudice উপন্যাসের Chapter 7-এ, যখন Caroline Bingley Jane-কে আমন্ত্রণ জানায়।
তখন Mrs. Bennet ইচ্ছে করে তাকে carriage-এর বদলে horseback-এ পাঠান। তার যুক্তি ছিল—বৃষ্টি নামলে Jane সেদিন ফিরতে পারবে না এবং রাতটুকু ওখানেই থাকতে হবে।
-
Mrs. Bennet বলেন: "No, my dear, you had better go on horseback, because it seems likely to rain; and then you must stay all night."
-
সত্যিই কিছুক্ষণের মধ্যেই প্রবল বৃষ্টি নামল। উপন্যাসে বলা হয়েছে: "Jane had not been gone long before it rained hard. Her sisters were uneasy for her, but her mother was delighted."
-
এর ফলে Jane ফিরতে পারল না এবং বৃষ্টি সারারাত চলল।
পরদিন সকালে Jane Elizabeth-কে একটি নোট লিখে জানাল যে সে অসুস্থ বোধ করছে। সে লেখে—"I find myself very unwell this morning, which, I suppose, is to be imputed to my getting wet through yesterday. My kind friends will not hear of my returning till I am better."
-
Mrs. Bennet ভেতরে ভেতরে খুশি হলেন, কারণ Jane-এর অসুখ গুরুতর নয়, তবে সেরে উঠতে সময় লাগবে।
-
তিনি Mr. Bingley-কে বলেন: "She is a great deal too ill to be moved... We must trespass a little longer on your kindness."
ফলাফল হলো, Jane কিছুদিনের জন্য Netherfield-এই থেকে গেল এবং Mr. Bingley-এর কাছাকাছি থাকার সুযোগ পেল। এটাই ছিল Mrs. Bennet-এর আসল উদ্দেশ্য।
0
Updated: 1 month ago
What change in Darcy impresses Elizabeth most at Pemberley?
Created: 2 months ago
A
His new wealth
B
His politeness and humility
C
His dislike for Wickham
D
His sympathy for Collins
Elizabeth অবাক হয় দেখে Darcy কীভাবে Gardiner পরিবারকে ভদ্রভাবে গ্রহণ করছে। Mrs. Reynoldsও Darcy-কে দয়ালু বলে বর্ণনা করেন। এখানে Darcy আর আগের অহংকারী মানুষ নয়, বরং বিনয়ী ও উদার। এই পরিবর্তন Elizabeth-কে প্রভাবিত করে। Austen দেখাতে চান—ভালোবাসা ও সম্পর্কের জন্য আত্মসংশোধন জরুরি।
0
Updated: 2 months ago
Which character is most associated with irony in dialogue?
Created: 2 months ago
A
Mr. Bennet
B
Mr. Darcy
C
Wickham
D
Jane Bennet
Mr. Bennet ব্যঙ্গাত্মক স্বভাবের জন্য পরিচিত। তিনি প্রায়ই Mrs. Bennet-এর বোকামি নিয়ে রসিকতা করেন। তার irony পাঠককে আনন্দ দেয়, কিন্তু তার দায়িত্বহীনতা পরিবারের জন্য ক্ষতিকর হয়। Austen তার মাধ্যমে দেখান—ব্যঙ্গ বুদ্ধিদীপ্ত হলেও বাস্তব দায়িত্ব এড়িয়ে গেলে সমস্যা তৈরি হয়।
2
Updated: 2 months ago
Why does Darcy stop Bingley from marrying Jane at first?
Created: 2 months ago
A
He dislikes Jane’s beauty
B
He doubts Jane’s affection
C
He wants Jane for himself
D
He is pressured by Lady Catherine
Darcy মনে করেছিল Jane Bennet আসলে Bingley-কে ভালোবাসে না, বরং সামাজিক কারণে আগ্রহী। এছাড়া Bennet পরিবারের হাস্যকর ও লজ্জাজনক আচরণ (Mrs. Bennet, Lydia, Kitty-এর বেপরোয়া স্বভাব) Darcy-কে বিরক্ত করে। তাই সে Bingley-কে লন্ডনে নিয়ে যায় এবং Jane-এর সঙ্গে সম্পর্ক ভেঙে দেয়। তবে Darcy পরে নিজের ভুল স্বীকার করে এবং Jane–Bingley-এর পুনর্মিলন ঘটায়। এতে বোঝা যায় Darcy নিজের pride অতিক্রম করে ন্যায়পরায়ণ হতে শেখে।
2
Updated: 2 months ago