The famous opening line is a classic example of what?
A
Metaphor
B
Irony
C
Simile
D
Paradox
উত্তরের বিবরণ
Jane Austen-এর Pride and Prejudice উপন্যাসের বিখ্যাত প্রথম লাইন— “It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife”—একটি ক্লাসিক irony-এর উদাহরণ হিসেবে ধরা হয়।
এখানে লেখক সরাসরি যা বলেছেন তার আসল মানে একেবারেই ভিন্ন, আর সেটিই তৈরি করেছে এর ব্যঙ্গাত্মক সৌন্দর্য।
-
Irony হলো এমন একটি literary device যেখানে কোনো বক্তব্যের আক্ষরিক অর্থ আর আসল উদ্দেশ্য আলাদা বা একেবারেই বিপরীত হয়।
-
Austen এখানে কথাটিকে একটি “truth universally acknowledged” বা সর্বজনস্বীকৃত সত্য হিসেবে উপস্থাপন করেছেন। কিন্তু পরবর্তী অংশে দেখা যায় এই “সত্য” আদতে ধনবান অবিবাহিত পুরুষদের ধারণা নয়, বরং তাদের বিয়ে দিতে আগ্রহী মায়েরা ও কন্যাদের দৃষ্টিভঙ্গি।
-
আসল ironic twist হলো এই যে, সমাজ ধনবান পুরুষদের উপর বিয়ের চাপ সৃষ্টি করে, বিশেষত Bennet পরিবারের মতো অবিবাহিত কন্যাদের পরিবার। ধনবান পুরুষ নিজে হয়তো স্ত্রী চাওয়ার তাড়না অনুভব করেন না, কিন্তু সমাজ তাকে সম্ভাব্য স্বামী হিসেবে আগেই ধরে নেয়।
-
এই লাইন পুরো উপন্যাসের satirical and witty tone তৈরি করে। এটি পাঠককে শুরুতেই বুঝিয়ে দেয় যে উপন্যাসের কাহিনী এগোবে সমাজের বিবাহকেন্দ্রিক চাপ, প্রত্যাশা ও চালচিত্রের মধ্য দিয়ে।
-
সর্বোপরি, এই বাক্যটি কোনো আন্তরিক ঘোষণা নয়, বরং Regency era marriage market নিয়ে একটি তীব্র ব্যঙ্গ। আসলে উল্টো কথাটাই সত্য, আর এটাই হলো irony-এর মূল বৈশিষ্ট্য।
0
Updated: 1 month ago
What is the symbolic role of letters in the novel?
Created: 2 months ago
A
They are decorative only
B
They reveal truth and feelings
C
They create misunderstandings
D
They represent wealth
উপন্যাসে একাধিক চিঠি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। Darcy-র চিঠি Elizabeth-কে সত্য জানায়। Lydia-র পালানোর খবর আসে চিঠির মাধ্যমে। Gardiner-এর চিঠিতে Elizabeth Darcy-র সহায়তার খবর পায়। Austen দেখান—চিঠি হলো সত্য প্রকাশ ও সম্পর্ক বোঝার মাধ্যম। তাই এটি পুরো কাহিনিতে প্রতীকী ভূমিকা পালন করে।
0
Updated: 2 months ago
Where do the Bingleys and Darcy go for the winter?
Created: 1 month ago
A
Pemberley
B
London
C
Netherfield
D
France
In Pride and Prejudice, Bingleys এবং Mr. Darcy Netherfield Park থেকে চলে যান এবং শীতকাল কাটাতে London এ যান। এই পরিবর্তন নাভেলের প্লটের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
London এর social whirl বা সামাজিক বৃত্ত fashionable এবং wealthy চরিত্রদের জন্য preferred winter destination।
তাদের শহরে চলে যাওয়া effectively থামিয়ে দেয় Jane Bennet এবং Charles Bingley এর budding romance।
-
London এ থাকাকালীন, Darcy এবং নিজের বোনদের প্রভাবের কারণে, Bingley বিশ্বাস করতে শুরু করে যে Jane তার প্রতি indifferent, যা misunderstanding এবং heartache এর একটি সময় সৃষ্টি করে।
-
এই separation এবং পরবর্তীতে London এ ঘটে যাওয়া ঘটনা গল্পের central relationships এর development এর জন্য crucial।
-
এর ফলে, Jane এবং Bingley এর সম্পর্কে tension এবং emotional conflict তৈরি হয়, যা নাভেলের subsequent events এ প্রভাব ফেলে।
0
Updated: 1 month ago
"Elizabeth Bennet" is a famous character created by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Jane Austen
C
John Keats
D
Percy Bysshe Shelley
Elizabeth Bennet
-
বিখ্যাত চরিত্র Jane Austen-এর সৃষ্টি।
-
উপস্থিত উপন্যাস: Pride and Prejudice।
-
কাহিনী ও চরিত্র:
-
Romantic period-এর ক্লাসিক English novel।
-
Fitzwilliam Darcy হলো Elizabeth-এর প্রেমের আগ্রহ।
-
Bennet পরিবারের সদস্যরা: Mrs. Bennet, Mr. Bennet, Elizabeth, Mary, Jane, Catherine, Lydia।
-
অন্যান্য চরিত্র: Charles Bingley, George Wickham।
-
-
সংক্ষেপে গল্প:
-
১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে কাহিনী শুরু।
-
Bennet পরিবারের পাঁচ কন্যার মধ্যে Elizabeth-এর সম্পর্ক গড়ে ওঠে Darcy-র সঙ্গে।
-
তাদের প্রেমে বাঁধা আসে পূর্ব ধারণা ও সামাজিক পার্থক্যের কারণে।
-
-
বিখ্যাত উক্তি:
-
"It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife."
-
Jane Austen (1775–1817)
-
ইংরেজ লেখিকা, Romantic period-এর একজন গুরুত্বপূর্ণ novelist।
-
সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতা তার উপন্যাসে ফুটে উঠেছে।
-
উপন্যাসগুলো ছিল “Novel of Manners” ধারা এবং কালজয়ী ক্লাসিক।
উল্লেখযোগ্য রচনা:
-
Emma, Lady Susan, Mansfield Park, Northanger Abbey, Persuasion, Pride and Prejudice, Sense and Sensibility
0
Updated: 1 month ago