পারমাণবিক সংখ্যা কী নির্দেশ করে?
A
পরমাণুর নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা
B
পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা
C
পরমাণুর ভর সংখ্যা
D
পারমাণবিক সংখ্যা কী নির্দেশ করে?
উত্তরের বিবরণ
পারমাণবিক সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা। এটি ঐ মৌলের মৌলিক ধর্ম নির্ধারণ করে এবং Z দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, হাইড্রোজেনের পরমাণুতে ১টি প্রোটন থাকায় এর পারমাণবিক সংখ্যা ১, আর কার্বনের পরমাণুতে ৬টি প্রোটন থাকায় পারমাণবিক সংখ্যা ৬।
ভর সংখ্যা হলো কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যা। ইলেকট্রনের ভর প্রায় শূন্য ধরা হয়। ভর সংখ্যা A দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ, সোডিয়ামের পরমাণুতে ১১টি প্রোটন এবং ১২টি নিউট্রন থাকায় এর ভর সংখ্যা ২৩।
সূত্র:
0
Updated: 1 month ago
পারমাণবিক সংখ্যা কী নির্দেশ করে?
Created: 1 month ago
A
ইলেকট্রনের সংখ্যা
B
নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা
C
পরমাণুর ভর
D
নিউট্রনের সংখ্যা
পারমাণবিক সংখ্যা হলো একটি মৌলের নিউক্লিয়াসে থাকা প্রোটনের সংখ্যা।
-
কোন মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকে, সেই সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়।
-
পারমাণবিক সংখ্যা সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়।
-
উদাহরণস্বরূপ:
-
সোডিয়ামের নিউক্লিয়াসে 11টি প্রোটন থাকে, তাই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা Z = 11।
-
ক্লোরিনের পারমাণবিক সংখ্যা Z = 17।
-
-
মৌলের রাসায়নিক ধর্ম পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে।
-
রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে এবং ইলেকট্রন সংখ্যার পরিবর্তন ঘটে, কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা পরিবর্তিত হয় না।
0
Updated: 1 month ago