A
harsh
B
modest
C
clever
D
rude
উত্তরের বিবরণ
Rude ও Harsh দুটিই Gentle এর বিপরীত শব্দ, দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• Gentle:
English meaning: calm, kind, or soft.
Bangla meaning: অমায়িক; নম্র; মৃদু; শান্ত; সতর্ক।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
- modest: not usually talking about or making obvious your own abilities and achievements: বিনয়ী; অনুদ্ধত; নিরহংকার।
- clever: showing intelligence, but not sincere, polite, or serious: চালাক; চতুর; দক্ষ।
- rude: not polite; offensive or embarrassing: অভদ্র; অমার্জিত; রূঢ়।
- harsh: unpleasant, unkind, cruel, or more severe than is necessary: রূঢ়; কর্কশ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 2 months ago
Choose the correct form (passive) of - 'Who will do the work?'
Created: 1 day ago
A
Who will be done the work?
B
Who will done the work?
C
By whom will the work be done?
D
Whom will the work be done?
Active Voice থেকে Passive Voice এ ‘Who’ যুক্ত প্রশ্ন করার নিয়ম:
উদাহরণ:
Active: Who will do the work?
Passive: By whom will the work be done?
নিয়ম:
-
Passive Voice এ প্রশ্ন করার সময় “By whom” দিয়ে শুরু করতে হবে।
-
তারপর আসবে Auxiliary verb (যেমন: is, are, has, have, will ইত্যাদি) — এটি মূল বাক্যের টেন্স অনুযায়ী।
-
তার পর subject এবং verb এর past participle (third form)।
-
যদি Auxiliary verb দুইটা হয়, তবে একটি subject এর আগে এবং অপরটি পরে বসবে।
আরেকটি উদাহরণ:
Active: Who has broken the glass?
Passive: By whom has the glass been broken?
সূত্র: A passage to the English Language by S.M. Zakir Hussain

0
Updated: 1 day ago
The correct sentence of the followings-
Created: 1 month ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 month ago
Identify the correct sentence
Created: 2 weeks ago
A
she had faith in and hopes for the future.
B
She had faith and hopes for the future.
C
she had faith and hopes in the future.
D
she had faith and hopes in future.
• সঠিক উত্তর হবে - She had faith in and hopes for the future.
- Faith এর সাথে appropriate preposition হচ্ছে in আর hope এর সাথে appropriate preposition হিসেবে for বসে।
• Faith in
English Meaning: Great trust or confidence in something or someone
Bangla Meaning: কোন কিছুতে বিশ্বাস রাখা।
• Hope for
English Meaning: to hope that something will be successful or happen in the way you want, even if it seems unlikely.
Bangla Meaning: কোন বিষয়ে আশা প্রকাশ করা।

0
Updated: 2 weeks ago