অপুষ্পক উদ্ভিদ নিচের কোনটি?
A
জবা
B
মস
C
কাঁঠাল
D
শাপলা
উত্তরের বিবরণ
অপুষ্পক উদ্ভিদ হলো সেই সকল উদ্ভিদ যেখানে ফুল বা ফল উৎপন্ন হয় না। এরা প্রজননের জন্য স্পোর বা রেণু ব্যবহার করে এবং অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না।
-
উদাহরণ: অ্যাগারিকাস, স্পাইরোগাইরা, মস, ফার্ন
সপুষ্পক উদ্ভিদ হলো সেই উদ্ভিদ যেখানে ফুল উৎপন্ন হয়। এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত থাকে। কিছু উদ্ভিদ ফল উৎপন্ন করে, আবার কিছু অনাবৃত বীজ উৎপন্ন করে।
-
প্রধান দুই প্রকার: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ
-
উদাহরণ: আম, কাঁঠাল, শাপলা, জবা
-
বৈশিষ্ট্য: দেহে উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে
সূত্র:

0
Updated: 16 hours ago