ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন -
A
স্যার সৈয়দ আহমেদ
B
নওয়াব স্যার সলিমুল্লাহ
C
নওয়াব আবদুল লতিফ
D
উপরের কেউ নন
উত্তরের বিবরণ
নওয়াব স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জন্য রমনা এলাকায় নিজের জমি দান করেন।
-
বঙ্গভঙ্গের পর ঢাকায় ‘সর্বভারতীয় মুসলিম শিক্ষা সম্মেলন’ এবং ‘পূর্ববঙ্গ ও আসাম প্রাদেশিক শিক্ষা সমিতির’ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাকে আরও জোরদার করে।
-
১৯০৫ সাল থেকে নওয়াব সলিমুল্লাহ সরকারের ওপর চাপ দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য।
-
১৯১২ সালের ২৯ জানুয়ারি লর্ড হার্ডিঞ্জ ঢাকায় এসে তিন দিন অবস্থান করেন।
-
৩১ জানুয়ারি, নওয়াব সলিমুল্লাহর নেতৃত্বে ১৯ সদস্যের মুসলিম প্রতিনিধি দল বড়লাটের সঙ্গে দেখা করে পূর্ববঙ্গের মুসলমানদের স্বার্থ সংরক্ষণের জন্য মানপত্র প্রদান করে।
-
১৯১২ সালের ২ ফেব্রুয়ারি ভারত সরকার একটি ইশতেহার জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ ঘোষণা করে।
-
১৯২১ সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে পাঠদান শুরু হয়।
সূত্র:

0
Updated: 16 hours ago
'MERCOSUR' is a trade bloc of which region?
Created: 1 day ago
A
Africa
B
Europe
C
North America
D
South America
MERCOSUR হলো দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী, যা ২৬ মার্চ, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর মন্টিভিডিও, উরুগুয়ে অবস্থিত। প্রতিষ্ঠাকালীন চুক্তি হলো ‘Treaty of Asuncion’, যা প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়নে স্বাক্ষরিত হয়।
-
প্রতিষ্ঠাকালীন সদস্যরা ছিলেন আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
-
বর্তমান সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৫টি: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া।
-
ভেনেজুয়েলার সদস্যপদ বর্তমানে স্থগিত।
-
সহযোগী সদস্য সংখ্যা (আগস্ট ২০২৫) ৭টি।
তথ্যসূত্র:

0
Updated: 1 day ago
নিচের কোনটি মানব সৃষ্ট দুর্যোগ?
Created: 1 week ago
A
নদীভাঙন
B
ঘূর্ণিঝড়
C
রাসায়নিক দূষণ
D
খরা
- রাসায়নিক দূষণ মানব সৃষ্ট দুর্যোগ।
প্রাকৃতিক দুর্যোগঃ
- প্রাকৃতিক দুর্যোগ বলতে প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, টর্নেডো, ভূমিকম্প, খরা, নদীভাঙন, সুনামি, আগ্নেয়গিরির, ইত্যাদি।
• মানব- সৃষ্ট দুর্যোগ:
- মানব-সৃষ্ট দুর্যোগ বলতে মানব কর্মকান্ডের ফলে সংঘটিত দুর্যোগসমূহকে বুঝায়।
- যেমন: জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, রাসায়নিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, সাম্প্রদায়িক দাঙ্গা,
বনাঞ্চল ধ্বংস, পরিবেশ দূষণ, মরুকরণ, অগ্নিকাণ্ড ইত্যাদি।

0
Updated: 1 week ago
Which day is celebrated internationally as ‘World Refugee Day’?
Created: 2 weeks ago
A
October 1
B
August 12
C
August 12
D
June 20
- বিশ্ব শরণার্থী দিবস (World Refugee Day) প্রতি বছর ২০ জুন তারিখে জাতিসংঘের উদ্যোগে পালিত হয়, বিশ্বজুড়ে শরণার্থীদের অধিকার, সুরক্ষা ও মানবিক সহায়তার বিষয়ে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে।
বিশ্ব শরণার্থী দিবস:
- ২০০১ সালের ২০ জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়।
- ২০০০ সালের ডিসেম্বরের আগে দিবসটি আফ্রিকা শরণার্থী দিবস হিসেবে পালিত হতো।
- ১৯৫১ সালে শরণার্থীদের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের সনদটি গৃহীত হয়।
গুরত্বপূর্ণ কিছু দিবস:
- আন্তর্জাতিক পরিবেশ দিবস ৫ জুন;
- আন্তর্জাতিক প্রাণী দিবস পালিত হয় ৪ অক্টোবর;
- বিশ্ব মানবাধিকার দিবস ১০ ডিসেম্বর;
- আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ১৫ সেপ্টেম্বর।
- আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ১৩ অক্টোবর;
- আন্তর্জাতিক ওজোন দিবস পালিত হয় ১৬ সেপ্টেম্বর;
- আন্তর্জাতিক বিশ্ব ধরিত্রী দিবস পালিত হয় ২২ এপ্রিল;

0
Updated: 2 weeks ago