জাতিসংঘের কোন সংস্থা The World Investment Report প্রকাশ করে?
A
World Bank
B
WTO
C
MIGA
D
UNCTAD
উত্তরের বিবরণ
UNCTAD বা জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (United Nations Conference on Trade and Development) হলো জাতিসংঘের একটি বিশেষ সংস্থা, যা ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি সাধারণ পরিষদের অধীনে গঠিত এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ও টেকসই উন্নয়নে ন্যায্যতা নিশ্চিতকরণে কাজ করে। সংস্থার সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত এবং বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৫। UNCTAD বার্ষিকভাবে বিশ্ব বিনিয়োগসহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশ করে।
-
সংস্থার নাম: United Nations Conference on Trade and Development (UNCTAD)
-
প্রতিষ্ঠিত: ১৯৬৪
-
ধরন: জাতিসংঘের একটি বিশেষ সংস্থা
-
সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫
-
কার্যক্রম: অর্থনীতি, টেকসই উন্নয়ন ও উন্নয়নশীল দেশগুলোর ন্যায্যতা নিশ্চিতকরণ
-
প্রকাশিত প্রতিবেদনসমূহ:
-
The Trade and Development Report
-
The Trade and Environment Review
-
The World Investment Report
-
The Least Developed Countries Report
-
The Technology and Innovation Report
-
Digital Economy Report
-
সূত্র:

0
Updated: 16 hours ago
জাতিসংঘের মূল সংস্থাগুলোর মধ্যে কোনটি নেই?
Created: 1 week ago
A
B
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
C
আন্তর্জাতিক বিচার আদালত
D
আন্তর্জাতিক অপরাধ আদালত
আন্তর্জাতিক অপরাধ আদালত বা ICC হলো একটি স্বাধীন আন্তর্জাতিক সংস্থা, যা জাতিসংঘের কোনো প্রধান সংস্থার অংশ নয় এবং তাদের সঙ্গে এর কাঠামোগত কোনো প্রত্যক্ষ সম্পর্ক নেই।
তথ্যগুলো নিচে দেওয়া হলো
-
জাতিসংঘের প্রধান সংস্থা ছয়টি, যা জাতিসংঘ সনদ অনুযায়ী গঠিত এবং সংস্থার কার্যক্রম পরিচালনায় মূল ভূমিকা পালন করে।
-
এই ছয়টি সংস্থা হলো সাধারণ পরিষদ (General Assembly), নিরাপত্তা পরিষদ (Security Council), অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council – ECOSOC), ট্রাস্টিশিপ কাউন্সিল (Trusteeship Council), আন্তর্জাতিক বিচার আদালত (International Court of Justice – ICJ) এবং সেক্রেটারিয়েট (Secretariat)।
-
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) জাতিসংঘের কোনো অঙ্গ নয় এবং এর সঙ্গে জাতিসংঘের কোনো আনুষ্ঠানিক কাঠামোগত সংযোগ নেই।
-
এটি একটি সম্পূর্ণ স্বাধীন আন্তর্জাতিক আদালত, যার কাজ জাতিসংঘের কার্যক্রম থেকে আলাদা।

0
Updated: 1 week ago
জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এর সদস্য রাষ্ট্র কতটি? [ সেপ্টম্বর, ২০২৫]
Created: 1 week ago
A
৫৪টি
B
৫৫টি
C
৫৬টি
D
৫৩টি
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC) হল জাতিসংঘের একটি প্রধান সংস্থা যা মূলত অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রমের তদারকি এবং সমন্বয় সাধন করে। এটি বিশ্বব্যাপী উন্নয়ন, মানবাধিকার এবং আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
প্রতিষ্ঠিত: ১৯৪৫ সালে।
-
সদস্য সংখ্যা: ৫৪টি (সেপ্টেম্বর, ২০২৫ অনুযায়ী)।
-
প্রথমে সদস্য সংখ্যা ছিল ১৮টি।
-
সদস্য নির্বাচন: সদস্য দেশগুলো ৩ বছরের জন্য নির্বাচিত হয়।
-
নির্বাচন প্রক্রিয়া: প্রতিবছর ১৮টি সদস্য রাষ্ট্র তিন বছরের মেয়াদের জন্য নির্বাচিত হয় এবং মেয়াদ শেষ হওয়া ১৮টি রাষ্ট্রের স্থান পূরণ করে নতুন ১৮টি রাষ্ট্র।
-
সিদ্ধান্ত গ্রহণ: সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়।
-
বর্তমান প্রেসিডেন্ট: বব রে (৮০তম প্রেসিডেন্ট)।

0
Updated: 1 week ago
In which year will Bangladesh exit from the LDC category?
Created: 1 month ago
A
2025
B
2028
C
2026
D
2030
বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণ
মূল তথ্য
-
বাংলাদেশ ১৯৭৫ সালে এলডিসি (Least Developed Country) তে অন্তর্ভুক্ত হয়।
-
২০২6 সালে বাংলাদেশ এলডিসি থেকে সম্পূর্ণভাবে উত্তীর্ণ হবে।
-
এ সিদ্ধান্ত জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট (CDP) গ্রহণ করে।
-
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
-
২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রস্তুতিকালীন সময় নির্ধারণ করা হয়েছে।
অতিরিক্ত সুবিধা
-
ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ সালের পর আরও ৩ বছর (অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত) শুল্কমুক্ত ও কোটামুক্ত সুবিধা ভোগ করবে।
সূত্র: UN ওয়েবসাইট ও প্রথম আলো

0
Updated: 1 month ago