মূল্যবােধের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি?
A
পরিবর্তনশীলতা
B
বিভিন্নতা
C
আপেক্ষিকতা
D
উপরের সবগুলাে
উত্তরের বিবরণ
মূল্যবোধ হলো মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড, যা স্থান, কাল ও প্রেক্ষাপট অনুযায়ী বিভিন্ন রূপ ধারণ করে এবং পরিবর্তনশীল।
মূল্যবোধের বৈশিষ্ট্যসমূহ:
সামাজিক মাপকাঠি:
-
মানুষের কর্মকাণ্ডের ভালো-মন্দ বিচার করার ভিত্তি হলো মূল্যবোধ।
-
এটি মানুষের আচার-ব্যবহার, ধ্যান-ধারণা, চাল-চলন ইত্যাদি নিয়ন্ত্রণ করার মাপকাঠি হিসেবে কাজ করে।
যোগসূত্র ও সেতুবন্ধন:
-
মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যবদ্ধ করে।
-
একই রীতি-নীতি, আচার-অনুষ্ঠান ও আদর্শের ভিত্তিতে সমাজের সদস্যরা পরস্পরের সঙ্গে মিলিত ও সংঘবদ্ধ হয়ে জীবনযাপন করে।
নৈতিক প্রাধান্য:
-
মূল্যবোধ আইন নয় এবং এর বিরোধিতা বেআইনি নয়।
-
এটি মূলত সামাজিক নৈতিকতার অংশ।
-
সমাজে মানুষের শ্রদ্ধাবোধের কারণে মানুষ মূল্যবোধকে মেনে চলে।
বিভিন্নতা:
-
মূল্যবোধ সমাজ, দেশ, জাতি ও প্রকৃতিভেদে বিভিন্ন রকমের হয়ে থাকে।
-
স্থান, কাল ও প্রেক্ষাপট অনুযায়ী মূল্যবোধে পার্থক্য দেখা যায়।
-
উদাহরণ: পাশ্চাত্য দেশে যে ধরনের পোশাক মেয়েরা পরে, তা আমাদের দেশে সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।
বৈচিত্র্য ও আপেক্ষিকতা:
-
মূল্যবোধ বৈচিত্র্যময় ও আপেক্ষিক।
-
আজ যা মূল্যবোধ হিসেবে গণ্য হয়, কাল তা সেভাবে বিবেচ্য নাও হতে পারে।
পরিবর্তনশীলতা ও নৈর্ব্যক্তিকতা:
-
মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্য হলো এর পরিবর্তনশীলতা।
-
সমাজ নিয়মিত পরিবর্তনশীল, এবং এর সাথে সাথে সমাজ অনুসৃত মূল্যবোধও পরিবর্তিত হয়।
-
অতীতের অনেক মূল্যবোধ বর্তমানে অর্থহীন, যেমন: বাল্যবিবাহ ও সতীদাহ প্রথা।
-
বর্তমানের অনেক মূল্যবোধ ভবিষ্যতে নাও থাকতে পারে।
-
মূল্যবোধ নৈর্ব্যক্তিক।
সূত্র:
0
Updated: 1 month ago
মায়া সভ্যতা বিরাজমান ছিল কোন অঞ্চলে?
Created: 1 month ago
A
ইউরোপে
B
মধ্য আমেরিকা
C
আফ্রিকা
D
এশিয়া
মায়া সভ্যতা হলো আমেরিকার প্রাচীন তিনটি সভ্যতার মধ্যে একটি, যা মধ্য আমেরিকায় বিরাজমান ছিল।
-
মায়া সভ্যতা মূলত গুয়েতেমালা ও মেক্সিকোর পূর্বাঞ্চলে অবস্থিত সমৃদ্ধ জনপদে বিরাজমান ছিল।
-
তাদের লিখিত ভাষার রূপ ছবি বা চিহ্ন ব্যবহার করায় অনেকটা হায়ারোগ্লিফিক ধাঁচের ছিল।
-
প্রায় ৮০০টির বেশি ছবি ব্যবহার করে তারা এই লিপির প্রচলন ঘটিয়েছিল।
-
তারা গাছের বাকল দিয়ে তৈরি করা কাগজ থেকে কোডেক্স নামের বই বানাতো।
উৎস:
0
Updated: 1 month ago
According to the National Budget 2025-26, what is the GDP growth rate?
Created: 1 month ago
A
4.2%
B
5.5%
C
6.1%
D
7.2%
জাতীয় বাজেট ২০২৫-২৬ হলো বাংলাদেশের ৫৪তম বাজেট (অন্তবর্তীকালীনসহ ৫৫তম) এবং এর শিরোনাম ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’। বাজেট ড. সালেহউদ্দিন আহমেদ (অর্থ উপদেষ্টা) উত্থাপন করেন। এটি ২ জুন, ২০২৫ উত্থাপিত হয়, ২২ জুন, ২০২৫ অনুমোদিত হয় এবং ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়।
-
জিডিপির আকার: ৬২,৪৪,৫৭৮ কোটি টাকা
-
জিডিপি প্রবৃদ্ধির হার: ৫.৫%
-
বাজেটের আকার: ৭,৯০,০০০ কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২,২৬,০০০ কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২,৩০,০০০ কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন?
Created: 1 month ago
A
ড. আনিসুজ্জামান
B
ড. মনিরুজ্জামান মিয়া
C
ড. কুদরত-ই-খুদা
D
ড. রঙ্গলাল সেন
বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন ১৯৭২ সালে গঠিত হয় এবং দেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
-
প্রতিষ্ঠা: ১৯৭২ সালের ২৬ জুলাই, জাতীয় শিক্ষা কমিশন গঠিত।
-
চেয়ারম্যান: বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ড. কুদরাত-ই-খুদা।
-
নাম: চেয়ারম্যানের নামানুসারে কমিশনকে কুদরাত-ই-খুদা কমিশন হিসেবেও পরিচিত।
-
কার্যপদ্ধতি:
-
শিক্ষিত এলিট শ্রেণীর লোকদের মতামত সংগ্রহ করা।
-
সংগৃহীত মতামত সতর্কতার সঙ্গে যাচাই-বাছাই করা।
-
প্রণীত রিপোর্টে দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্বিন্যাস ও উন্নতির সুপারিশ প্রদান।
-
-
রিপোর্ট জমা: কমিশন ১৯৭৪ সালের ৩০ মে সরকারের নিকট রিপোর্ট পেশ করে।
0
Updated: 1 month ago