ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
A
যুক্তরাজ্য
B
সুইডেন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
উত্তরের বিবরণ
Transparency International (TI) হল একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন পিটার ইজেন এবং সদর দপ্তর বার্লিন, জার্মানিতে অবস্থিত।
-
সংস্থার নাম: Transparency International (TI)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা
সূত্র:

0
Updated: 16 hours ago
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম -
Created: 16 hours ago
A
বঙ্গ
B
পুন্ড্র
C
বরেন্দ্র
D
গঙ্গারিডাই
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো 'পুন্ড্র', যা প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ জনপদগুলোর মধ্যে একটি। পুন্ড্ররা ‘জন’ বা জাতি দ্বারা গঠিত ছিল এবং বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখত।
-
জনপদ: পুন্ড্র
-
রাজধানী: পুন্ড্রনগর (বর্তমান বগুড়া শহরের নিকটে করতোয়া নদীর তীরে, পরবর্তীতে মহাস্থানগড় নামে পরিচিত)
-
পুন্ড্রদের বিস্তৃতি: বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর অঞ্চলে
-
ইতিহাস: সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি.পু. ২৭৩-২৩২ অব্দ) পুন্ড্র রাজ্য স্বাধীনতা হারায়
-
পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল
প্রাচীন বাংলার অন্যান্য জনপদসমূহ:
-
বঙ্গ
-
বরেন্দ্র
-
সমতট
-
হরিকেল
-
রাঢ়
-
চন্দ্রদ্বীপ
-
তাম্রলিপ্ত
-
গঙ্গারিডাই
-
গৌড়
সূত্র:

0
Updated: 16 hours ago
What is the role of a central bank?
Created: 2 weeks ago
A
Accepting deposits from the public
B
Running commercial businesses
C
Providing microloans only
D
Issuing currency and controlling monetary policy
কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা:
- কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা হলো মুদ্রা ইস্যু করা এবং দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার নীতি নিয়ন্ত্রণ করা।
- কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান কাজ হলো বৈধ মুদ্রা ইস্যু করা এবং বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণ করা।
- এছাড়াও এটি সুদের হার, ব্যাংক রিজার্ভ এবং অন্যান্য আর্থিক হাতিয়ার ব্যবহার করে মুদ্রাস্ফীতি ও অর্থনীতির স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য “ব্যাংকের ব্যাংক” হিসেবে কাজ করে, তাদের জমাকৃত রিজার্ভ সংরক্ষণ করে এবং প্রয়োজনে ঋণ প্রদান করে।
- এটি সরকারের আর্থিক লেনদেন পরিচালনা করে এবং সরকারি তহবিল নিয়ন্ত্রণে সহায়তা করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিময় হার স্থিতিশীল রাখা-ও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অন্যদিকে, জনসাধারণ থেকে আমানত গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম চালানো, মাইক্রো ঋণ প্রদান —এসব কার্যক্রম সাধারণত বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংকের কাজ।
সূত্র: Investopedia ও পত্রিকা রিপোর্ট।

0
Updated: 2 weeks ago
৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত ব্রিগেড ফোর্স কোনটি?
Created: 6 days ago
A
এম ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
জেড ফোর্স
ব্রিগেড ফোর্স সম্পর্কিত তথ্য নিম্নরূপ:
মুক্তিযুদ্ধের সময় মোট ৩টি ব্রিগেড ফোর্স গঠন করা হয়:
-
জেড ফোর্স
-
কে ফোর্স
-
এস ফোর্স
জেড ফোর্স
-
নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান।
-
‘জেড ফোর্স’ নামে পরিচিত প্রথম নিয়মিত ব্রিগেড জুলাই মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে গঠিত।
এস ফোর্স
-
নেতৃত্বে ছিলেন কে.এম. সফিউল্লাহ।
-
‘এস ফোর্স’ নামে পরিচিত দ্বিতীয় নিয়মিত ব্রিগেড অক্টোবর মাসে গঠিত হয়।
-
ব্রিগেডটি দ্বিতীয় ও একাদশ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকদের নিয়ে গঠিত।
কে ফোর্স
-
নেতৃত্বে ছিলেন খালেদ মোশাররফ।
-
‘কে ফোর্স’ গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে।

0
Updated: 6 days ago