ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা?
A
যুক্তরাজ্য
B
সুইডেন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
উত্তরের বিবরণ
Transparency International (TI) হল একটি জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা, যা ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন পিটার ইজেন এবং সদর দপ্তর বার্লিন, জার্মানিতে অবস্থিত।
-
সংস্থার নাম: Transparency International (TI)
-
প্রতিষ্ঠিত: ১৯৯৩
-
প্রতিষ্ঠাতা: পিটার ইজেন
-
সদর দপ্তর: বার্লিন, জার্মানি
-
কার্যক্রম: প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করা
সূত্র:
0
Updated: 1 month ago
বাংলাদেশের উত্তরে ভারতের কোন রাজ্য রয়েছে?
Created: 1 month ago
A
পশ্চিমবঙ্গ ও মিজোরাম
B
ত্রিপুরা ও মিজোরাম
C
মেঘালয় ও আসাম
D
আসাম ও ত্রিপুরা
বাংলাদেশের সীমানা:
- বাংলাদেশের সর্বমোট সীমারেখা ৪,৭১১ কিলোমিটার।
- এর মধ্যে ভারত-বাংলাদেশের সীমারেখার দৈর্ঘ্য ৩,৭১৫ কিলোমিটার।
- বাংলাদেশ-মিয়ানমার সীমারেখার দৈর্ঘ্য ২৮০ কিলোমিটার
- বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম রাজ্য;
- পূর্বে আসাম, ত্রিপুরা, মিজোরাম রাজ্য ও মিয়ানমার;
- দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে হাড়িয়াভাঙ্গা নদী এবং দক্ষিণ-পূর্বে নাফ নদী ভারত ও মিয়ানমারের সীমানায় অবস্থিত।
0
Updated: 1 month ago
How many major physiographic regions are there in Bangladesh?
Created: 1 month ago
A
3
B
4
C
5
D
6
বাংলাদেশ একটি বৃহৎ নদীবিধৌত ব-দ্বীপ, যার ভৌগোলিক গঠন উত্তর থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে বিস্তৃত। দেশের প্রায় সব এলাকা নদীবিধৌত পলল দ্বারা গঠিত সমভূমি, যা প্রায় ১৮-২২ কিলোমিটার পুরু। বাংলাদেশের ভূ-প্রকৃতি তার বৈচিত্র্যের উপর ভিত্তি করে তিনটি ভাগে বিভক্ত করা যায়: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
-
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ
-
টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় সৃষ্ট পাহাড়গুলোকে এই নামে পরিচিত।
-
এই যুগের সময়কাল প্রায় ২০ লক্ষ বছর পূর্বে।
-
রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়সমূহ এই যুগের।
-
এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলা হয়।
-
টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।
-
এগুলোকে দক্ষিণ-পূর্বাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চল হিসেবে দুইভাগে ভাগ করা যায়।
-
-
প্লাইস্টোসিনকালের সোপানসমূহ
-
প্রায় ২৫,০০০ বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিনকাল বলা হয়।
-
মাটির রঙ লাল ও ধূসর।
-
দেশের উত্তর-পশ্চিমাংশের বরেন্দ্রভূমি, মধ্যভাগের মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড় বা উচ্চভূমি এর অন্তর্ভুক্ত।
-
ধারণা করা হয় যে এই উচ্চভূমিগুলো প্লাইস্টোসিনকালে গঠিত হয়েছে।
-
-
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি
-
টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত দেশের সমগ্র এলাকা সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত।
-
এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
-
পদ্মা, মেঘনা, যমুনা সহ অসংখ্য উপনদী এবং শাখানদী সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
-
বন্যার সঙ্গে বাহিত পলিমাটি জমে এই সমভূমি সৃষ্টি হয়েছে।
-
আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
-
অঞ্চলের বিশেষ বৈশিষ্ট্য হলো বিস্তীর্ণ জলাভূমি ও নিম্নভূমি, যা স্থানীয়ভাবে বিল, ঝিল ও হাওড় নামে পরিচিত।
-
উল্লেখযোগ্য বিল ও হাওড়: রাজশাহীর চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ ও শেরপুর জেলার হাওড় ও বিল।
-
মেঘনা নদীর মোহনায় অবস্থিত প্রধান দ্বীপগুলো: হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর ও ভোলা। এছাড়া দক্ষিণ উপকূলে আরও ছোট দ্বীপ রয়েছে।
-
0
Updated: 1 month ago
What is the role of a central bank?
Created: 2 months ago
A
Accepting deposits from the public
B
Running commercial businesses
C
Providing microloans only
D
Issuing currency and controlling monetary policy
কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা:
- কেন্দ্রীয় ব্যাংকের মূল ভূমিকা হলো মুদ্রা ইস্যু করা এবং দেশের অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার নীতি নিয়ন্ত্রণ করা।
- কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের সর্বোচ্চ আর্থিক কর্তৃপক্ষ, এটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং মুদ্রানীতি নিয়ন্ত্রণ করতে দায়িত্বপ্রাপ্ত।
- এর প্রধান কাজ হলো বৈধ মুদ্রা ইস্যু করা এবং বাজারে টাকার সরবরাহ নিয়ন্ত্রণ করা।
- এছাড়াও এটি সুদের হার, ব্যাংক রিজার্ভ এবং অন্যান্য আর্থিক হাতিয়ার ব্যবহার করে মুদ্রাস্ফীতি ও অর্থনীতির স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য “ব্যাংকের ব্যাংক” হিসেবে কাজ করে, তাদের জমাকৃত রিজার্ভ সংরক্ষণ করে এবং প্রয়োজনে ঋণ প্রদান করে।
- এটি সরকারের আর্থিক লেনদেন পরিচালনা করে এবং সরকারি তহবিল নিয়ন্ত্রণে সহায়তা করে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণ ও বিনিময় হার স্থিতিশীল রাখা-ও কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
অন্যদিকে, জনসাধারণ থেকে আমানত গ্রহণ, ব্যবসায়িক কার্যক্রম চালানো, মাইক্রো ঋণ প্রদান —এসব কার্যক্রম সাধারণত বাণিজ্যিক বা বিশেষায়িত ব্যাংকের কাজ।
সূত্র: Investopedia ও পত্রিকা রিপোর্ট।
0
Updated: 2 months ago