বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত -
A
সেন্টমার্টিন
B
দক্ষিণ তালপট্টি
C
কোনটি নয়
D
নিঝুম দ্বীপ
উত্তরের বিবরণ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবালদ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে স্থাপিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে প্রচুর নারিকেল পাওয়া যায়, যার কারণে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে থাকে।
-
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত।
-
অবস্থান: ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশ।
-
কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিমি দক্ষিণে।
-
মায়ানমারের উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে।
-
প্রচুর নারিকেল পাওয়া যায়, স্থানীয়ভাবে “নারিকেল জিঞ্জিরা” নামে পরিচিত।
বাংলাদেশের ভৌগোলিক সীমানা:
-
সর্বপূর্বের স্থান: আখাইনঠং
-
সর্ব উত্তরের স্থান: বাংলাবান্ধা
-
সর্ব দক্ষিণের স্থান: ছেঁড়া দ্বীপ/সেন্টমার্টিন
-
সর্ব পশ্চিমের স্থান: মনাকষা
সূত্র:
0
Updated: 1 month ago
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়?
Created: 1 month ago
A
প্যারিস চুক্তি
B
মাসট্রিট চুক্তি
C
জেনেভা কনভেনশন
D
রোম চুক্তি
ইউরোপীয় ইউনিয়ন (EU) হলো বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক জোট, যা ইউরোপীয় দেশগুলোকে একত্রিত করেছে।
-
প্রতিষ্ঠিত: ১ নভেম্বর, ১৯৯৩, ম্যাসট্রিচট চুক্তি অনুযায়ী।
-
সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
-
বর্তমান চেয়ারম্যান: উরসুলা ভন ডার লিয়েন (জার্মানি)।
-
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
-
EU দেশের নামসমূহ:
অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন। -
সর্বশেষ অন্তর্ভুক্ত দেশ: ক্রোয়েশিয়া (২০১৩ সালে)।
-
ক্রোয়েশিয়া শেনজেন এবং ইউরো মুদ্রা গ্রহণ করেছে ১ জানুয়ারি, ২০২৩ সালে।
0
Updated: 1 month ago
কোনটি একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন?
Created: 1 month ago
A
রংধনু
B
গ্রিনপিস
C
রেইনপিস
D
নার্কস
গ্রিনপিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন, যা বিশ্বজুড়ে পরিবেশ সংরক্ষণ, পারমাণবিক অস্ত্রের বিরোধিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের প্রচারে কাজ করে। এটি মূলত পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারণে প্রভাব ফেলতে সক্রিয় ভূমিকা পালন করে।
• গ্রিনপিস (Greenpeace) হলো নেদারল্যান্ডসের আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
• সংগঠনটি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক পরীক্ষা প্রতিরোধের আন্দোলনের অংশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
• প্রতিষ্ঠার বছর: ১৯৭১ সাল।
• প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
• সদস্যসংগঠন: বিশ্বের ২৭টি দেশ ও আঞ্চলিক সংগঠন এতে যুক্ত।
• কার্যক্রমের বিস্তৃতি: বর্তমানে গ্রিনপিস ৫৫টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
• সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।
0
Updated: 1 month ago
নিচের কোন অঞ্চলে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি রয়েছে?
Created: 2 months ago
A
সুনামগঞ্জ
B
সিলেট
C
মৌলভীবাজার
D
উপরের সবগুলো
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র দেশ সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি।
- এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
- পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদীসহ অসংখ্য উপনদী এবং শাখানদী জালের ন্যায় সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
- বন্যার সঙ্গে বাহিত পলিমাটি সঞ্চিত হয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় এই প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে।
- এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার।
- এ অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা অসংখ্য জলাভূমি ও নিম্নভূমি। স্থানীয়ভাবে এগুলোকে বিল, ঝিল ও হাওড় বলে।
- রাজশাহী অঞ্চলের চলনবিল, ঢাকার আড়িয়াল বিল, গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহ এবং শেরপুর জেলার হাওড় ও বিল উল্লেখযোগ্য।
- মেঘনা নদীর মোহনায় হাতিয়া, সন্দ্বীপ, শাহবাজপুর এবং ভোলা জেলায় বেশ কিছু দ্বীপ অবস্থিত। এছাড়া দক্ষিণ উপকূলে আরও কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে।
0
Updated: 2 months ago