বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত -
A
সেন্টমার্টিন
B
দক্ষিণ তালপট্টি
C
কোনটি নয়
D
নিঝুম দ্বীপ
উত্তরের বিবরণ
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত একটি প্রবালদ্বীপ, যা বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে স্থাপিত। এটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল থেকে ৮ কিলোমিটার পশ্চিমে, নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপটিতে প্রচুর নারিকেল পাওয়া যায়, যার কারণে স্থানীয়রা একে নারিকেল জিঞ্জিরাও বলে থাকে।
-
সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত।
-
অবস্থান: ৯২°১৮´ থেকে ৯২°২১´ পূর্ব দ্রাঘিমাংশ এবং ২০°৩৪´ থেকে ২০°৩৯´ উত্তর অক্ষাংশ।
-
কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিমি দক্ষিণে।
-
মায়ানমারের উপকূল থেকে ৮ কিমি পশ্চিমে।
-
প্রচুর নারিকেল পাওয়া যায়, স্থানীয়ভাবে “নারিকেল জিঞ্জিরা” নামে পরিচিত।
বাংলাদেশের ভৌগোলিক সীমানা:
-
সর্বপূর্বের স্থান: আখাইনঠং
-
সর্ব উত্তরের স্থান: বাংলাবান্ধা
-
সর্ব দক্ষিণের স্থান: ছেঁড়া দ্বীপ/সেন্টমার্টিন
-
সর্ব পশ্চিমের স্থান: মনাকষা
সূত্র:

0
Updated: 16 hours ago
২০২৫-২৬ অর্থবছরে, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্র কত?
Created: 22 hours ago
A
৭.৫ শতাংশ
B
৫.৫ শতাংশ
C
৬.৯ শতাংশ
D
৬.৫ শতাংশ
বাজেট ২০২৫-২৬ ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, যেটির শিরোনাম হলো ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের মোট পরিমাণ: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি): ২,৩০,০০০ কোটি টাকা
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা: ৫,৬৪,০০০ কোটি টাকা
-
বাজেটে ঘাটতি: বাজেটের ৩.৬২%
-
পরিচালন ব্যয়: ৫,৬০,০০০ কোটি টাকা
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্য: ৫.৫%
-
মূল্যস্ফীতির লক্ষ্য: ৬.৫%
-
করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্তি: "জুলাই যোদ্ধা"
-
উন্নয়ন বাজেটে বরাদ্দ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
পরিচালন বাজেটে বরাদ্দ: ৫,৪৪,৩৯১ কোটি টাকা
-
সামাজিক অবকাঠামো বরাদ্দ: ২,০৭,৬২৯ কোটি টাকা
উৎস:

0
Updated: 22 hours ago
যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয় তাদেরকে কী বলা হয়?
Created: 3 weeks ago
A
আইসোমার
B
আইসোটোপ
C
আইসোটোন
D
আইসোবার
আইসোবার
-
যে সকল নিউক্লিয়াসের ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোবার বলা হয়।
আইসোমার
-
যে সকল নিউক্লিয়াসের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা সমান, তাদেরকে আইসোমার বলা হয়।
আইসোটোন
-
যে সকল নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান, তবে ভর সংখ্যা সমান নয়, তাদেরকে আইসোটোন বলা হয়।
আইসোটোপ
-
যে সকল নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান, কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলা হয়।
উৎস: রসায়ন, নবম–দশম শ্রেণি

0
Updated: 3 weeks ago
বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে?
Created: 1 week ago
A
গাজীপুর
B
শরীয়তপুর
C
রাজবাড়ি
D
চাঁদপুর
কর্কটক্রান্তি রেখা:
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- বাংলাদেশের মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কর্কটক্রান্তি রেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করেছে।

0
Updated: 1 week ago