১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা:
A
২/৩৩
B
১/২১
C
১/২২
D
১/৬৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: ১ থেকে ৪২০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
সমাধান:
১ থেকে ৪২০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪২০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৫৬, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০} = মোট ২০টি
∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪২০
= ১/২১
0
Updated: 1 month ago
একজন শিক্ষক প্রতিদিন ক্লাস নিলে ৮০০ টাকা পান। যদি কোনো দিন অনুপস্থিত থাকেন তবে সেই দিনের জন্য ২০০ টাকা করে মোট বেতন থেকে কেটে নেওয়া হয়। ২০২৫ সালের আগস্ট মাসে তিনি মোট ২০,৮০০ টাকা বেতন পেলেন। তিনি কতদিন ক্লাস নিয়েছিলেন?
Created: 1 month ago
A
২৭ দিন
B
২৪ দিন
C
২৯ দিন
D
২৬ দিন
শ্ন: একজন শিক্ষক প্রতিদিন ক্লাস নিলে ৮০০ টাকা পান। যদি কোনো দিন অনুপস্থিত থাকেন তবে সেই দিনের জন্য ২০০ টাকা করে মোট বেতন থেকে কেটে নেওয়া হয়। ২০২৫ সালের আগস্ট মাসে তিনি মোট ২০,৮০০ টাকা বেতন পেলেন। তিনি কতদিন ক্লাস নিয়েছিলেন?
সমাধান:
মনে করি,
উপস্থিত ছিলেন = ক দিন
অনুপস্থিত ছিলেন = (৩১ - ক) দিন [আগস্ট মাস = ৩১ দিন]
প্রশ্নমতে,
৮০০ক - ২০০(৩১ - ক) = ২০৮০০
⇒ ৮০০ক - ৬২০০ + ২০০ক = ২০৮০০
⇒ ১০০০ক = ২০৮০০ + ৬২০০
⇒ ১০০০ক = ২৭০০০
⇒ ক = ২৭০০০/১০০০
⇒ ক = ২৭
অর্থাৎ তিনি ঐ মাসে ২৭ দিন উপস্থিত ছিলেন।
0
Updated: 1 month ago
একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
Created: 1 month ago
A
২০ দিন
B
৩০ দিন
C
৩৫ দিন
D
৪০ দিন
প্রশ্ন: একটি সেনা ছাউনিতে ২০০ জন সৈন্যের ৪০ দিনের খাদ্য আছে। ১০ দিন পর ৫০ জন সৈন্য ছাউনি ত্যাগ করে চলে গেলে অবশিষ্ট খাদ্যে বাকি সৈন্যদের কতদিন চলবে?
সমাধান:
১০ দিন পর ৫০ জন সৈন্য চলে গেলে,
অবশিষ্ট দিন = ৪০ - ১০ = ৩০ দিন
অবশিষ্ট সৈন্য = ২০০ - ৫০ = ১৫০ জন
অবশিষ্ট খাদ্যে,
২০০ জন সৈন্যের চলবে = ৩০ দিন
∴ ১ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০) দিন
∴ ১৫০ জন সৈন্যের চলবে = (৩০ × ২০০)/১৫০ = ৪০ দিন
সুতরাং অবশিষ্ট খাদ্যে ৪০ দিন চলবে।
0
Updated: 1 month ago
A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
Created: 1 month ago
A
60 টি
B
31 টি
C
63 টি
D
83 টি
প্রশ্ন: A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30} হলে, A এর প্রকৃত উপসেট সংখ্যা কত?
সমাধান:
দেওয়া আছে, A = {x : x, মৌলিক সংখ্যা এবং 10 < x ≤ 30}
তাহলে, A = {11, 13, 17, 19, 23, 29}
এখানে, A সেটের উপাদান সংখ্যা, n = 6
আমরা জানি, কোনো সেটের প্রকৃত উপসেট সংখ্যা = 2n - 1
∴ A এর প্রকৃত উপসেট সংখ্যা = 26 - 1
= 64 - 1
= 63
উল্লেখ্য,
• কোনো সেটের উপসেট (Subset) সংখ্যা হয় 2n যেখানে n হলো সেটের সদস্য সংখ্যা।
প্রকৃত (proper) উপসেট বলতে সেই উপসেট বোঝায়, যেটি মূল সেটটি নিজে নয়। অর্থাৎ, মোট উপসেট থেকে ১ (অর্থাৎ সম্পূর্ণ সেট) বাদ দিতে হবে।
0
Updated: 1 month ago