Samuel Taylor Coleridge is the composer of-
A
Queen Mab
B
Kubla Khan & Dejection: An Ode
C
Correct Answer: b
D
The Solitary Reaper
উত্তরের বিবরণ
Samuel Taylor Coleridge ছিলেন Kubla Khan কবিতার রচয়িতা এবং একজন প্রভাবশালী ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক। তিনি রোমান্টিক যুগের সাহিত্যকে সমৃদ্ধ করেছেন এবং পরবর্তী অনেক কবির ওপর তার প্রভাব বিস্তৃত।
-
Kubla Khan:
-
কবিতার পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream
-
এটি একটি Romantic poem।
-
Coleridge নিজে বলেছেন, রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন এবং অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্টভাবে পেয়েছিলেন।
-
কিছু সাহিত্য গবেষকের মতে, কবিতার মূল বিষয় হলো Nature of human genius।
-
Kublai Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং পঞ্চম খাগান-সম্রাট, যিনি ১২৬০–১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।
-
-
Samuel Taylor Coleridge (1772-1834):
-
তিনি ইংরেজ কবি, সমালোচক ও দার্শনিক।
-
তার কবিতায় সুরুচিপূর্ণ লিরিকাল স্টাইল প্রতিফলিত হয়েছে, যা পরবর্তী অনেক কবির মধ্যে প্রতিধ্বনিত হয়েছে।
-
William Wordsworth-এর সঙ্গে মিলিত হয়ে তিনি Lyrical Ballads (১৭৯৮) রচনা করেন, যার মধ্যে রয়েছে বিখ্যাত কবিতা The Rime of the Ancient Mariner এবং Frost at Midnight, যা ইংরেজি রোমান্টিসিজমের সূচনা হিসেবে বিবেচিত হয়।
-
তিনি Biographia Literaria, ২ খণ্ড (১৮১৭) রচনা করেন, যা রোমান্টিক যুগের গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনার কাজ।
-
-
বিশিষ্ট রচনা:
-
Biographia Literaria (book)
-
Christabel (poem)
-
Dejection: An Ode (poem)
-
Frost at Midnight (poem)
-
Kubla Khan (poem)
-
Lyrical Ballads (book)
-
On the Constitution of the Church and State (book)
-
Source:

0
Updated: 17 hours ago
Who says "Et tu, Brute?" in Shakespeare’s play?
Created: 3 weeks ago
A
Julius Caesar
B
Macbeth
C
Othello
D
Cassius
Julius Caesar
-
রচনা: William Shakespeare, Historical Play & Tragedy
-
লেখা: 1599–1600, প্রকাশ: 1623 (First Folio)
-
মূল বিষয়: রাজনৈতিক ষড়যন্ত্র ও Caesar-এর হত্যা
-
ঘটনা: Brutus সহ ষড়যন্ত্রকারীরা Caesarকে March-এর Ides-এ হত্যা করে
-
Famous line: "Et tu, Brute?" (“তুমিও, Brutus?”)
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon; মৃত্যু: 23 April 1616
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon
-
মোট রচনা: 37 plays, 154 sonnets
Notable Works
-
Tragedy: Hamlet, Othello, King Lear, Macbeth, Julius Caesar, Antony and Cleopatra
-
Comedy: As You Like It, The Tempest, Twelfth Night, A Midsummer Night’s Dream
-
Poems: Sonnet 18, The Rape of Lucrece, Venus and Adonis
Other Famous Quotes
-
"Cowards die many times before their death."
-
"The greatest enemy will hide in the last place you would ever look."

0
Updated: 3 weeks ago
Identify the misspelled word. If all are correctly spelled, choose option E.
Created: 2 weeks ago
A
Guardian
B
Indescretion
C
Hallucination
D
Forfeit
• The misspelled word is — খ) Indescretion
-
The correct spelling is Indiscretion.
• Indiscretion (Noun)
-
English Meaning: Lack of care in saying or doing things that should be kept secret, or an act or statement that shows such lack of care
-
Bangla Meaning: অসাবধান/অসতর্ক আচরণ; অসতর্কতা; অসাবধানতা; অবৈচক্ষণ্য; অবিচারণা
• Other options:
-
ক) Guardian (Noun) — তত্ত্বাবধায়ক; অভিভাবক
-
গ) Hallucination (Noun) — দৃষ্টিভ্রম; অবর্তমান বা কল্পিত কিছু দেখার প্রক্রিয়া বা দৃষ্টান্ত
-
ঘ) Forfeit (Noun, Verb, Adjective) — বাজেয়াপ্ত করা; খেসারত; মাসুল; দণ্ড
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Merriam-Webster Dictionary

0
Updated: 2 weeks ago
Who is the central character of The Taming of the Shrew?
Created: 1 week ago
A
Cordelia
B
Katharina
C
Portia
D
Rosalind
he Taming of the Shrew – Central Character
১. Central Character
-
Katharina (Kate)
-
William Shakespeare-এর The Taming of the Shrew নাটকে Katharina হলেন কেন্দ্রীয় চরিত্র।
-
তাকে প্রায়শই “shrew” বলা হয়।
-
Katharina পরিচিত দৃঢ় ব্যক্তিত্ব, তীক্ষ্ণ ভাষা, এবং বিবাহের প্রতি প্রতিরোধের কারণে।
-
২. About the Play
-
Title: The Taming of the Shrew
-
Author: William Shakespeare
-
Genre: Comedy
-
Acts: 5
-
Date: Written between 1590–1594; first printed in First Folio (1623)
-
Plot Overview:
-
নাটকটি Katharina এবং Petruchio-এর মধ্যে volatile courtship-এর গল্প বলে।
-
Petruchio দৃঢ়প্রতিজ্ঞ যে Katharina-এর রাগ নিয়ন্ত্রণ করবে এবং তাকে বশীভূত করবে।
-
নাটকটি বিবাহ, আধিপত্য, এবং সম্পর্কের জটিলতা নিয়ে হাস্যরসাত্মক প্রেক্ষাপট প্রদর্শন করে।
-
৩. Summary
-
Katharina একজন দৃঢ়চেতা নারী, সমাজের নারীদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করতে অস্বীকার করে।
-
Petruchio বিয়ে করে Katharina-এর ওপর নিয়ন্ত্রণ স্থাপন করার চেষ্টা করে অসাধারণ এবং ধান্ধাবাজি পদ্ধতিতে।
-
নাটকটি একাধিক পরীক্ষা, ভুল বোঝাবুঝি, এবং হাস্যকর পরিস্থিতির মধ্য দিয়ে সম্পর্ক ও আধিপত্যের সংগ্রাম তুলে ধরে।
৪. Main Characters
-
Katharina (Kate)
-
Petruchio
-
Bianca
-
Baptista Minola
-
Lucentio
-
Hortensio & Gremio
৫. Note on Other Characters
-
Cordelia → King Lear
-
Portia → The Merchant of Venice
-
Rosalind → As You Like It

0
Updated: 1 week ago