Usually, he doesn't mind _____ out with the cooking, but he is not going to wash the dishes.
A
help
B
for helping
C
to help
D
helping
উত্তরের বিবরণ
Complete sentence: সাধারণত, তিনি রান্নায় সাহায্য করতে আপত্তি করেন না, কিন্তু তিনি বাসন ধোবেন না।
-
mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
-
mind এর পরে ক্রিয়ার মূল রূপে 'ing' যোগ করতে হয়।
-
Structure: Subject + mind + verb+ing + object
-
-
উদাহরণ:
-
Do you mind me smoking?
-
Would you mind turning your radio down a little, please?
-
-
এছাড়াও worth, cannot help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি present form + ing আকারে ব্যবহৃত হয়।
Source:
0
Updated: 1 month ago
Choose the correct spelling:
Created: 2 months ago
A
Caffine
B
Caffeine
C
Cafeine
D
Ceffain
The correct answer is খ) Caffeine
Explanation:
-
Caffeine is a natural stimulant found in coffee beans, tea leaves, and some soft drinks.
-
It increases alertness and reduces drowsiness.
Bangla Meaning:
চায়ের পাতা এবং কফিবীজে বিদ্যমান জৈব যৌগ; ক্যাফিন।
Example Sentences:
-
Too much caffeine can cause restlessness and insomnia.
-
She drinks coffee every morning to get her daily dose of caffeine.
Source:
-
Oxford Learner's Dictionaries
-
Accessible Dictionary
0
Updated: 2 months ago
Who attacked poetry in The School of Abuse?
Created: 5 months ago
A
Edmund Spenser
B
Stephen Gosson
C
Aristotle
D
John Milton
Philip Sidney তাঁর An Apology for Poetry গ্রন্থটি লিখেছিলেন কাব্য রক্ষার উদ্দেশ্যে। ১৬শ শতকে Stephen Gosson-এর মতো কিছু সমালোচক কবিতাকে ক্ষতিকর ও অনর্থক বলে আক্রমণ করছিল। Sidney এই লেখার মাধ্যমে কবিতার গুণ, সামাজিক ও নৈতিক মূল্য ব্যাখ্যা করে তার বিপক্ষে আনা অভিযোগগুলোর যুক্তিসম্মত জবাব দেন। তিনি কবিতাকে মানব মন গঠনে সহায়ক এবং নীতিশিক্ষার এক সুন্দর মাধ্যম হিসেবে তুলে ধরেন। এজন্যই বইটির মূল উদ্দেশ্য ছিল—কবিতাকে সমালোচকদের বিরুদ্ধে রক্ষা করা।
0
Updated: 5 months ago
Fill in the gap with the right option: 'I can't carry ___________ longer; I need help.'
Created: 1 month ago
A
out along any
B
over alone any
C
on alone any
D
out alone.
The correct answer is গ) on alone any, completing the sentence as: I can't carry on alone any longer; I need help.
-
Carry on: একটি phrasal verb যার অর্থ continue doing, pursuing, or operating। এখানে বাক্যে এটি "চালিয়ে যাওয়া" অর্থে ব্যবহৃত হয়েছে।
Other options এবং তাদের সমস্যা:
-
ক) out along any – "carry out along" কোনো সঠিক phrasal verb নয়, তাই অর্থবোধক নয়।
-
খ) over alone any – "carry over" মানে ভিন্ন (স্থানান্তর করা বা স্থানান্তরিত হওয়া) এবং এই context-এ মানায় না।
-
ঘ) out alone – "carry out" মানে "সম্পাদন করা", এবং "any longer" অংশটি বাদ পড়ছে, ফলে বাক্য অসম্পূর্ণ থাকে।
Carry on একটি সাধারণ phrasal verb যা continue বা চালিয়ে যাওয়া বোঝায় এবং দৈনন্দিন কথোপকথনে বহুল ব্যবহৃত।
0
Updated: 1 month ago