Usually, he doesn't mind _____ out with the cooking, but he is not going to wash the dishes.
A
help
B
for helping
C
to help
D
helping
উত্তরের বিবরণ
Complete sentence: সাধারণত, তিনি রান্নায় সাহায্য করতে আপত্তি করেন না, কিন্তু তিনি বাসন ধোবেন না।
-
mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
-
mind এর পরে ক্রিয়ার মূল রূপে 'ing' যোগ করতে হয়।
-
Structure: Subject + mind + verb+ing + object
-
-
উদাহরণ:
-
Do you mind me smoking?
-
Would you mind turning your radio down a little, please?
-
-
এছাড়াও worth, cannot help, with a view to, get used to, would you mind এবং যেকোনো preposition এর পর ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়াটি present form + ing আকারে ব্যবহৃত হয়।
Source:

0
Updated: 17 hours ago
Change the voice: 'Nobody trusts a traitor.'
Created: 1 week ago
A
A traitor is trusted.
B
A traitor should not be trusted.
C
Everybody hates a traitor.
D
A traitor is not trusted by anybody.
Active Voice এবং Passive Voice এর পার্থক্য বোঝার জন্য নিচের ব্যাখ্যাটি দেওয়া হলো। Active Voice-এ Subject কাজটি করে, আর Passive Voice-এ কাজটি Subject-এর ওপর করা হয়। Active থেকে Passive এ রূপান্তর করার কিছু নিয়ম আছে:
-
Active Voice-এর Subject Passive Voice-এ Object হয়।
-
Active Voice-এর Object Passive Voice-এ Subject হয়।
-
মূল Verb-এর সাথে be verb ব্যবহার করা হয় এবং Verb-এর Past Participle আকার বসানো হয়।
-
Object-এর আগে by বসানো হয়।
উদাহরণ হিসেবে, Active Voice-এ "Nobody trusts a traitor." বাক্যটির Passive Voice হবে:
-
A traitor is not trusted by anybody.
-
এখানে Nobody = not anybody।
-
একইভাবে, No one / None = not anyone।
আরেকটি উদাহরণ:
-
Active Voice: No one believes a deceiver.
-
Passive Voice: A deceiver is not believed by anyone.

0
Updated: 1 week ago
Who wrote the short story 'The Ant and the Grasshopper'?
Created: 1 week ago
A
Guy de Maupassant
B
W. Somerset Maugham
C
J. K. Rawlings
D
O' Henry
William Somerset Maugham ছিলেন একজন খ্যাতনামা ইংরেজ ঔপন্যাসিক, নাট্যকার এবং গল্পকার। তিনি বাস্তবধর্মী উপস্থাপনা, সূক্ষ্ম রসবোধ এবং মানবজীবনের জটিলতাকে সহজভাবে প্রকাশ করার জন্য সাহিত্যজগতে বিশেষভাবে পরিচিত।
তার বিখ্যাত ছোটগল্পগুলো হলো
-
The Ant and the Grasshopper
-
The Luncheon
তার উল্লেখযোগ্য উপন্যাসগুলো হলো
-
Of Human Bondage
-
The Sacred Flames
-
The Razor's Edge
-
Cakes and Ale
-
The Musician
-
The Moon and Sixpence
-
Lady Frederick

0
Updated: 1 week ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 1 month ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago