Who of the following is an American writer?
A
Oscar Wilde
B
D. H. Lawrence
C
William Sydney Porter
D
W. Somerset Maugham
উত্তরের বিবরণ
William Sydney Porter, যিনি O. Henry নামে খ্যাত, একজন বিখ্যাত আমেরিকান ছোটগল্পকার ছিলেন, যিনি ১৯ শতকের শেষ ভাগ ও ২০ শতকের শুরুর দিকে সাহিত্যজগতে তার চমকপ্রদ ও মানবিক গল্পগুলোর জন্য জনপ্রিয়তা লাভ করেছিলেন।
-
O. Henry (1862-1910): তাঁর প্রকৃত নাম William Sydney Porter।
-
তিনি লেখালেখি শুরু করেছিলেন জেলখানায় থাকার সময়, যেখানে তিনি ব্যাংকে হিসাবরক্ষণের ভুলের কারণে ছিলেন।
-
"O. Henry" নামটি তার ছদ্মনাম (pen name)।
-
তিনি প্রধানত নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে গল্প লিখতেন।
-
তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার দেখা যায়।
-
বিশিষ্ট ছোটগল্পসমূহ:
-
Heart of the West
-
The Gift of the Magi
-
The Last Leaf
-
The Ransom of Red Chief
-
The Furnished Room
-
The Trimmed Lamp
-
The Four Million
-
Whirligigs
-
The Voice of the City
-
Source:

0
Updated: 17 hours ago
She invited ten friends, ________ turned up for the party.
Created: 1 month ago
A
all of whom
B
all of them
C
they all
D
whom all
Correct Answer:
👉 all of whom
Complete Sentence:
She invited ten friends, all of whom turned up for the party.
Bangla Translation:
সে দশজন বন্ধুকে দাওয়াত দিয়েছিল, যাদের সবাই পার্টিতে এসেছিল।
Analysis:
-
এখানে দুটি clause আছে, তাই এদের যুক্ত করতে Relative pronoun ব্যবহার করতে হবে।
-
Relative pronoun সাধারণত conjunction-এর কাজও করে।
-
অপশন all of them এবং they all-এ কোন relative pronoun নেই।
-
who all ব্যাকরণের নিয়ম অনুসারে সঠিক নয়।
-
তাই শূন্যস্থানে সঠিক relative pronoun হলো all of whom।

0
Updated: 1 month ago
'He prayeth best, who loveth best.’ —Who said it?
Created: 1 week ago
A
John Milton
B
John Donne
C
Lord Byron
D
S.T. Coleridge
Samuel Taylor Coleridge, একজন প্রখ্যাত ইংরেজ কবি ও সাহিত্য সমালোচক, তাঁর চিন্তাভাবনা ও কবিতার মাধ্যমে মানবতা, প্রাকৃতিক সৌন্দর্য ও জ্ঞানকে গুরুত্ব দিয়েছেন।
তিনি বিশ্বাস করতেন যে সত্যিকারের প্রার্থনা ও ভালোবাসা সব জীবের প্রতি সমান হওয়া উচিত। তাঁর সাহিত্য ও উক্তিগুলো মানবিকতা, জ্ঞান এবং প্রেরণার গভীর ধারণা প্রকাশ করে।
-
উক্তি থেকে মূল বার্তা: "He prayeth best, who loveth best" নির্দেশ করে যে সবচেয়ে সঠিক প্রার্থনা তিনি করেন যিনি সমস্ত জীব—ছোট-বড়—ভালবাসেন। ঈশ্বর যিনি আমাদের ভালোবাসেন, তিনিই সমস্ত সৃষ্টি ভালোবাসেন।
-
অন্যান্য উল্লেখযোগ্য উক্তি:
-
"Common sense in an uncommon degree is what the world calls wisdom."—সাধারণ বুদ্ধিমত্তা যদি অস্বাভাবিক মাত্রায় প্রকাশ পায়, তাকে জ্ঞান হিসেবে গণ্য করা হয়।
-
"Silence does not always mark wisdom."—নীরবতা সর্বদা জ্ঞান প্রদর্শন করে না।
-
"He who is best prepared can best serve his moment of inspiration."—যিনি সৎভাবে প্রস্তুত, তিনি তার অনুপ্রেরণার মুহূর্তে সেরা সেবা দিতে পারেন।
-
-
জীবনকাল: 1772 থেকে 1834।
-
প্রধান কাজসমূহ:
-
Biographia Literaria
-
Christabel
-
Dejection: An Ode
-
Frost at Midnight
-
Kubla Khan
-
Lyrical Ballads
-
On the Constitution of the Church and State
-
The Rime of the Ancient Mariner
-

0
Updated: 1 week ago
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
Created: 1 month ago
A
flimsy
B
coarse
C
gracious
D
Friendly
What may be considered ''courteous'' in one culture may be arrogant in another.
- প্রদত্ত বাক্যে বলা হচ্ছে, যেটি এক সংস্কৃতিতে বিনয় বা সৌজন্য প্রকাশক অন্য সংস্কৃতিতে সেটি অহমিকা বা অহংকারের অর্থ প্রদান করে। অন্যভাবে বলা যায়, এক দেশের গালি অন্য দেশের বুলি।
- এখানে, courteous (adjective) শব্দটি দ্বারা মূলত: বোঝাচ্ছে ভদ্র; নম্র; সজ্জনসুল আচরণ।
- অপশনে প্রদত্ত চারটি শব্দের মধ্যে, কেবলমাত্র gracious (adjective) ব্যক্তি ও ব্যক্তিগত আচরণ) সদয়; উদার; ভদ্র; সৌজন্যময় দ্বারাই এই অর্থ প্রকাশ পাচ্ছে।
• অন্য অপশনগুলোর মধ্যে -
ক) flimsy (adjective) [noun] [Uncountable noun]
- (বস্ত্র) হালকা ও পাতলা; ফিনফিনে; (বস্তু) পলকা; ভঙ্গুর; ঠুনকো; (লাক্ষণিক) ঠুনকো অজুহাত/যুক্তি। ফিনফিনে পাতলা কাগজ যেমন, বহুসংখ্যক অনুলিপি তৈরি করার জন্য মুদ্রাক্ষরযন্ত্রে ব্যবহৃত কাগজ।
খ) coarse (adjective)
- মোটা; অসূক্ষ্ম; (খাদ্য) সাধারণ; নিকৃষ্টমানের; বাজে; অমার্জিত; অনিষ্ট।
ঘ) Friendly (adjective)
- বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।
Source: Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 month ago