The Character 'Alfred Doolittle' is taken from G. B. Shaw's play titled-
A
Mrs. Warren's Profession
B
Candida
C
Pygmalion
D
The Doctor's Dilemma
উত্তরের বিবরণ
Alfred Doolittle হলো G. B. Shaw রচিত Pygmalion নাটকের একটি জনপ্রিয় চরিত্র।
Pygmalion:
-
এটি G. B. Shaw রচিত একটি রোমান্টিক কমেডি নাটক।
-
নাটকটি পাঁচটি অঙ্কে (five acts) রচিত।
-
প্রথম প্রকাশিত হয় ১৯১৩ সালে।
-
নাটকটি মানবিক কমেডি হিসেবে প্রেম এবং ইংল্যান্ডের তৎকালীন সামাজিক শ্রেণিবিন্যাসকে কেন্দ্র করে রচিত।
প্রধান চরিত্রসমূহ:
-
Alfred Doolittle
-
Mrs. Higgins
-
Ezra D. Wannafeller
-
Eliza Doolittle
-
Henry Higgins
-
Colonel Pickering
-
Clara Eynsford Hill
-
Freddy Eynsford Hill ইত্যাদি
G. B. Shaw (1856–1950):
-
পুরো নাম: George Bernard Shaw
-
আধুনিক (Modern period) এর একজন আইরিশ নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
-
তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার লাভ করেন।
প্রখ্যাত নাটকসমূহ:
-
Pygmalion (Romantic play)
-
Major Barbara (Social satire)
-
Mrs. Warren's Profession
-
Arms and the Man (Romantic comedy)
-
Heartbreak House
-
Caesar and Cleopatra
-
Man and Superman (Comedy play)
-
The Doctor's Dilemma (Satire drama)
-
St. Joan of Arc ইত্যাদি
উৎস:

0
Updated: 17 hours ago
Identify the author of the quote:
"Books, the children of the brain."
Created: 1 week ago
A
William Wordsworth
B
Alexander Pope
C
William Shakespeare
D
Jonathan Swift
উত্তর হবে Jonathan Swift। উক্তিটি তাঁর রচনা A Tale of a Tub থেকে নেওয়া হয়েছে।
A Tale of a Tub
-
এটি ১৬৯৬ থেকে ১৬৯৯ সালের মধ্যে লেখা হয় এবং প্রথম প্রকাশিত হয় ১৭০৪ সালে।
-
তিন খণ্ডে বিভক্ত এই সাহিত্যকর্মটিকে Swift-এর প্রথম প্রধান রচনা হিসেবে ধরা হয়।
-
এটি ছিল সাহিত্য ও ধর্মকে উগ্র পাণ্ডিত্যের হাত থেকে রক্ষার এক প্রাণবন্ত রচনা।
-
তাঁর সকল ব্যঙ্গরচনার মধ্যে এটিই প্রথম এবং সবচেয়ে কঠিন বলে বিবেচিত।
Jonathan Swift
-
তিনি একজন Anglo-Irish লেখক ও ধর্মযাজক ছিলেন।
-
ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ Satirist হিসেবে খ্যাত।
-
তাঁর সবচেয়ে বিখ্যাত রচনা হলো Gulliver’s Travels, যা ১৮শ শতাব্দীর একটি প্রসিদ্ধ ব্যঙ্গরচনা।
-
Gulliver’s Travels মোট চার খণ্ডে বিভক্ত।
-
তিনি প্রায়ই Isaac Bickerstaff নামে ছদ্মনাম ব্যবহার করতেন।
প্রধান রচনাসমূহ
-
Gulliver's Travels (Novel)
-
The Battle of Books
-
A Tale of a Tub (Prose Satire)
-
A Modest Proposal (Satiric Essay)
-
Argument Against Abolishing Christianity (Essay)
-
A Journey to Stella (চিঠির সংকলন)
বিখ্যাত কিছু উক্তি
-
“Every man desires to live long, but no man wishes to be old.”
-
“Books, the children of the brain.”
-
“Poor Nations are hungry, and rich Nations are proud, and Pride and Hunger will ever be at Variance.”
-
“We are so fond of one another because our ailments are the same.”

0
Updated: 1 week ago
We resurfaced the floor because it wasn't even.
Here, the underlined word 'even' is a/an-
Created: 1 day ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Verb
• We resurfaced the floor because it wasn't even. (আমরা ফ্লোরটি নতুনভাবে
পলিশ করলাম কারণ এটি সমান
ছিল না।)
- Here, the underlined word 'even' is an adjective.
• Even (adjective)
- English Meaning: flat and smooth, or on the same level.
- Bangla Meaning: সমতল;
মসৃ; ভারসাম্যপূর্ণ।
• Even শব্দটি
adjective, adverb, verb হিসেবে
ব্যবহৃত হতে পারে।
- তবে Be verb -এর পরে সাধারণত
adjective বসে।
- তাই "even"
এখানে adjective.
অন্যদিকে,
• Even (adverb) - used to show that something is surprising, unusual,
unexpected, or extreme.
- যেমন: I don't even
know where it is.
• Even (verb) - to make two things equal: to make even.
- যেমন: That result
evens the series at two games apiece.
• প্রাচীন
(archaic) অর্থে 'Even' noun হিসেবেও ব্যবহৃত হয়।
- যেমন: a member of an indigenous people living in the
Kamchatka peninsula of eastern Siberia.

0
Updated: 1 day ago
I'm not conversant _____ the rules of chess.
Created: 5 days ago
A
of
B
on
C
with
D
off
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -
with.
- Complete sentence: I'm not conversant with the rules of chess.
• Conversant (with)/ be conversant with something:
English Meaning: to be familiar with, and have knowledge or experience of the
facts or rules of something.
Bangla Meaning: অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।
• অর্থাৎ, কোনো বিষয়ে অবগত থাকা বা জ্ঞান থাকা বোঝাতে Conversant এরপর
appropriate preposition হিসেবে with বসে।

0
Updated: 5 days ago