A
ইয়ুরি গ্যাগারিন, রাশিয়া
B
জন গ্লেন, যুক্তরাষ্ট্র
C
রিচার্ড এলড্রিন, যুক্তরাষ্ট্র
D
নীল আর্মস্ট্রং, যুক্তরাষ্ট্র
উত্তরের বিবরণ
১৯৬৯ সালের সেই ঐতিহাসিক মুহূর্তে চাঁদের মাটিতে প্রথমবারের মতো পা রাখেন যুক্তরাষ্ট্রের নভোচারী নিল আর্মস্ট্রং।
তাঁর পেছন পেছন কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয় ব্যক্তি হিসেবে চাঁদের বুকে অবতরণ করেন বাজ অলড্রিন। এ দুই সাহসী নভোচারী নাসার অ্যাপোলো-১১ অভিযানের অংশ হিসেবে এই অসাধ্য সাধন করেন।
তাঁদের সঙ্গে ছিলেন আরেক নভোচারী মাইকেল কলিন্স, যিনি মূলত চন্দ্রযানের কমান্ড মডিউলে থেকে চাঁদের কক্ষপথে ঘুরে বেড়ান। দায়িত্বের কারণে তিনি চাঁদের পৃষ্ঠে নামতে না পারলেও পুরো অভিযানে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিল, বাজ ও মাইকেল—এই তিন মহাকাশচারীই বিশ্ববাসীর কাছে চিরস্মরণীয় হয়ে আছেন এবং আজও মহাকাশ অভিযানের ইতিহাসে তাঁদের নাম গৌরবের সঙ্গে উচ্চারিত হয়।
তথ্যসূত্র: নাসা ও প্রথম আলো (প্রকাশিত: ২১ জুলাই, ২০১৯)

0
Updated: 1 week ago
প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয়?
Created: 1 week ago
A
২৭ মে
B
২৪ মে
C
৩০ মে
D
৩১ মে
টেস্ট টিউব বেবি সাধারণত একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘আইভিএফ’ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন-এর মাধ্যমে সম্ভব হয়। এই পদ্ধতিতে স্ত্রীর শরীর থেকে পরিণত ডিম্বাণু ল্যাপারোস্কোপির সাহায্যে অত্যন্ত যত্নের সঙ্গে সংগ্রহ করা হয় এবং
তা প্রক্রিয়াজাত করে পরীক্ষাগারে সংরক্ষণ করা হয়। একইভাবে স্বামীর শুক্রাণুও সংগ্রহ করে পরীক্ষাগারে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেরা গুণমানের শুক্রাণুগুলো বাছাই করা হয়।
এরপর নির্ধারিত সময়—প্রায় ২৪ থেকে ৪৮ ঘণ্টা ইনকিউবেটরে রেখে পর্যবেক্ষণ করা হয়। এই সময়ের মধ্যেই বোঝা যায় ভ্রূণ গঠনের প্রক্রিয়া সফল হয়েছে কি না। সফল ভ্রূণ তৈরি হলে তা একটি সূক্ষ্ম নলের সাহায্যে নারীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয়।
বাংলাদেশে প্রথমবারের মতো টেস্ট টিউব বেবির জন্ম ঘটে ২০০১ সালের ৩০ মে, ঢাকার সেন্ট্রাল হাসপাতালে। ওই শিশুর মা ফিরোজা বেগম ও বাবা আবু হানিফ, যাঁরা ১৬ বছর ধরে নিঃসন্তান ছিলেন, এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে একসঙ্গে তিনটি কন্যাসন্তান লাভ করেন।
উল্লেখযোগ্যভাবে, বিশ্বে প্রথম টেস্ট টিউব শিশুর জন্ম হয়েছিল ইংল্যান্ডে, ১৯৭৮ সালের ১১ নভেম্বর। শিশুটির নাম ছিল লুইস ব্রাউন, যিনি এই চিকিৎসা বিজ্ঞানের এক যুগান্তকারী ঘটনার প্রতীক হয়ে আছেন।
তথ্যসূত্র: প্রথম আলো ও এনটিভি নিউজ রিপোর্ট।

0
Updated: 1 week ago