Who wrote the novel 'The Rainbow'?
A
Joseph Conrad
B
H. G. Wells
C
James Joyce
D
D. H. Lawrence
উত্তরের বিবরণ
The novel: The Rainbow
-
এটি D. H. Lawrence রচিত একটি গুরুত্বপূর্ণ উপন্যাস।
-
প্রকাশিত হয় ১৯১৫ সালে।
-
প্রকাশের অল্প সময়ের মধ্যেই যৌন উপাদানের কারণে এটি obscene বা অশ্লীল এবং আপত্তিকর উপন্যাস হিসেবে ঘোষণা করা হয় এবং পরবর্তীতে নিষিদ্ধও করা হয়।
-
উপন্যাসটি আধুনিক সভ্যতা ও ঐতিহ্যের মধ্যে দ্বন্দ্ব এবং মানব মননের উপর এর প্রভাবকে কেন্দ্র করে লেখা।
-
লেখক বিবাহের মতো প্রথাকে ব্যর্থ ও অপ্রয়োজনীয় প্রমাণ করার চেষ্টা করেছেন।
-
Brangwen পরিবারের তিন প্রজন্মের কাহিনী উপন্যাসের মূল কেন্দ্রবিন্দু।
D. H. Lawrence (1885–1930)
-
পুরো নাম: David Herbert Lawrence
-
তিনি একজন ইংরেজ ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার এবং সাহিত্য সমালোচক ছিলেন।
-
তার উল্লেখযোগ্য প্রভাবশালী উপন্যাসসমূহ তাকে ২০শ শতাব্দীর একজন প্রধান ইংরেজ লেখক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
Famous Novels:
-
Lady Chatterley's Lover
-
Sons and Lovers
-
The White Peacock
-
The Rainbow
-
Women in Love
-
A Modern Lover ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
"Songs of Innocence" was written by -
Created: 1 month ago
A
Lord Byron
B
Jane Austen
C
G. B. Shaw
D
William Blake
“Songs of Innocence” হলো William Blake-এর লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা প্রকাশিত হয় ১৭৮৯ সালে। এটি শিশুদের সরলতা, নিষ্পাপতা এবং ধর্মীয় বিশ্বাস নিয়ে লেখা এবং পৃথিবীকে কোমল ও আত্মিক দৃষ্টিভঙ্গি থেকে উপস্থাপন করে। Blake-এর আরেকটি কাব্যগ্রন্থ Songs of Experience (1794) হলো এর প্রত্যুত্তর, যেখানে ২৬টি কবিতা রয়েছে। ১৭৯৪ সালে তিনি দুটি কাব্যগ্রন্থকে একত্রিত সংস্করণে প্রকাশ করেছিলেন।
-
Songs of Innocence-এ ১৯টি কবিতা রয়েছে।
-
কবিতাগুলি শিশুদের নির্দোষ দৃষ্টিভঙ্গি ও মানবিক ভাবনাকে কেন্দ্র করে।
William Blake (1757–1827)
-
ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক।
-
Early Romantic era-এর একজন প্রখ্যাত visionary।
-
তার মূল পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
Blake-এর কবিতা ও চিত্রশিল্পে ধর্ম, প্রতীকী ভাষা এবং কল্পনাশক্তি লক্ষ্য করা যায়।
-
জীবদ্দশায় কম জনপ্রিয় হলেও, মৃত্যুর পর ইংরেজ সাহিত্যে তিনি গুরুত্বপূর্ণ কবি হিসেবে স্বীকৃতি পান।
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion
0
Updated: 1 month ago
Which of the following is a correct sentence?
Created: 1 week ago
A
One of my friends are a lawyer
B
One of my friend is a lawyer
C
One of my friends are lawyer
D
One of my friends is a lawyer
সঠিক বাক্য হলো “One of my friends is a lawyer.” এটি subject-verb agreement-এর দিক থেকে grammatically সঠিক। তাই প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হলো ঘ) One of my friends is a lawyer।
বাক্যটির বিশ্লেষণ:
-
‘One of my friends’ phrase-এ মূল subject হলো ‘one’, যা একবচন। যদিও ‘friends’ বহুবচন, তবে বাক্যে verb-এর সঙ্গে ‘one’ এর মিল করতে হবে। তাই singular verb ‘is’ ব্যবহার করা হয়।
-
অর্থ: আমার এক বন্ধু আইনজীবী। বাক্যটি বলছে যে বন্ধুদের মধ্যে একজন ব্যক্তি আইনজীবী।
অন্য বিকল্পগুলো ভুল কারণ:
-
“One of my friends are a lawyer”: এখানে ‘are’ ব্যবহার করা হয়েছে, যা plural verb; কিন্তু মূল subject ‘one’ singular, তাই এটি ভুল।
-
“One of my friend is a lawyer”: ‘friend’ এর singular ব্যবহার করা হয়েছে, কিন্তু idiomatic ও grammaticalভাবে আমরা বলি ‘one of my friends’ কারণ বন্ধুদের মধ্যে একজনকে উল্লেখ করা হচ্ছে।
-
“One of my friends are lawyer”: verb ‘are’ ব্যবহার ভুল, এবং ‘a’ article বাদ পড়েছে; grammatically ভুল।
সুতরাং, subject-verb agreement এবং idiomatic expression অনুযায়ী, “One of my friends is a lawyer” হলো সঠিক বাক্য।
0
Updated: 1 week ago
A corrupt man cannot win the respect of others. [complex]
Created: 1 month ago
A
A man who is corrupt cannot respect others.
B
A man does not respect others who are corrupt.
C
A man who is corrupt cannot win the respect of others.
D
A man who can win the respect of others cannot be corrupt.
Simple sentence যেটি Adjective + Noun দিয়ে গঠিত, সেটিকে Complex sentence-এ রূপান্তরের নিয়মগুলো নিম্নরূপ:
-
Article বসাতে হবে।
-
Adjective-এর পরের noun রাখতে হবে।
-
Relative pronoun (who, which, that) ব্যবহার করতে হবে।
-
Tense অনুযায়ী verb বসাতে হবে।
-
Adjective রাখতে হবে।
-
প্রদত্ত noun-এর পর থেকে বাক্যের বাকী অংশ বসাতে হবে।
Structure:
Article + noun + relative pronoun + verb + adjective + remaining part of sentence
উদাহরণ:
Simple: A corrupt man cannot win the respect of others.
Complex: A man who is corrupt cannot win the respect of others.
Simple:
0
Updated: 1 month ago