The phrase "Put up with" means:
A
To prevent
B
To terminate
C
To tolerate
D
To protect
উত্তরের বিবরণ
Phrase: Put up with
-
Meaning: To tolerate or endure something
-
Bangla Meaning: সহ্য করা
Examples:
-
I'm too tired to put up with any nonsense.
-
I don't know how she puts up with him.
অন্য বিকল্পসমূহ:
-
ক) To prevent – প্রতিরোধ/নিবারণ করা
-
খ) To terminate – (আনুষ্ঠানিক) ইতি টানা; সমাপ্ত করা; সমাপ্ত হওয়া
-
ঘ) To protect – নিরাপদ/সুরক্ষিত রাখা
উৎস:

0
Updated: 17 hours ago
In which play does the character 'Brabantio' appear?
Created: 1 week ago
A
King Lear
B
Macbeth
C
Othello
D
The Merchant of Venice
Shakespeare-এর ‘Othello’ এবং চরিত্র Brabantio
১. চরিত্র
-
Brabantio – Desdemona-এর পিতা, নাটকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
২. নাটক: Othello
-
রচয়িতা: William Shakespeare
-
ধরণ: Tragedy
-
মূল গল্প:
-
Othello, একজন মূর সেনাপতি, ভেনিসে বসবাস করেন।
-
তার স্ত্রী Desdemona-এর প্রতি অতিরিক্ত ঈর্ষা এবং Iago-এর প্ররোচনায় Othello Desdemona কে সন্দেহ করে এবং হত্যার সিদ্ধান্ত নেয়।
-
নাটকে Othello Syndrome (অতিরিক্ত ঈর্ষার মানসিক ব্যাধি) দেখানো হয়েছে।
-
৩. গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ
-
Othello – নায়ক
-
Desdemona – নায়িকা
-
Brabantio – Desdemona-এর পিতা
-
Iago – খলনায়ক
-
Cassio – Othello-এর সহকারী
-
Emilia – Iago-এর স্ত্রী
৪. William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist, এবং actor।
-
পরিচিতি: English National Poet, Bard of Avon।
-
সাহিত্য জগতে অসামান্য স্থান দখল করেছেন।
-
লিখিত কাজ: ৩৭টি নাটক এবং ১৫৪টি sonnet।
৫. উল্লেখযোগ্য নাটকসমূহ
-
Hamlet, Macbeth, King Lear, Othello, Julius Caesar, The Tempest, Much Ado About Nothing, A Midsummer Night’s Dream, Measure for Measure, Antony and Cleopatra, As You Like It, The Taming of the Shrew, All’s Well That Ends Well, Richard III।

0
Updated: 1 week ago
Synonym of 'Equivocate' -
Created: 2 weeks ago
A
Prevaricate
B
Vacillate
C
Confront
D
Both A & B
Equivocate [verb]
-
English Meaning: To speak in a way that is intentionally not clear and confusing to other people, especially to hide the truth.
-
Bangla Meaning: দ্ব্যর্থবাক্য ব্যবহার করা; বাক্চাতুরী করা।
-
Synonyms: Prevaricate (অসত্য বা আংশিক অসত্য বলা), Vacillate (দ্বিধা করা), Temporize (গড়িমসি করা), Fudge (অর্থহীন অজুহাত দেওয়া), Hedge (এড়ানো), Quibble (কথার মারপ্যাঁচ করা)।
-
Antonyms: Confront (মুখোমুখি হওয়া), Tell the truth (সত্য বলা), Be frank (স্পষ্টবাদী হওয়া), Speak your mind (আসল কথা বলা), Be blunt (সরাসরি বলা)।
-
Example Sentences:
-
The law students squirmed and equivocated to avoid confronting my question.
-
The applicant seemed to be equivocating when we asked him about his last job.
-
Source: Live MCQ Lecture.

0
Updated: 2 weeks ago
Jean-Paul Sartre is -
Created: 1 week ago
A
French author
B
American author
C
German author
D
Russian author
Jean-Paul Sartre, পূর্ণ নাম Jean-Paul Charles Aymard Sartre, ছিলেন একজন French author, দার্শনিক, নাট্যকার, ঔপন্যাসিক এবং রাজনৈতিক কর্মী। তিনি মূলত existentialism এবং phenomenology দর্শনের অন্যতম প্রধান প্রবক্তা হিসেবে পরিচিত।
১৯৬৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন। তাঁকে এই পুরস্কার প্রদান করা হয়েছিল “তার এমন কর্মের জন্য, যা চিন্তায় সমৃদ্ধ, স্বাধীনতার চেতনা এবং সত্যের অনুসন্ধানে পরিপূর্ণ, এবং যা আমাদের যুগে গভীর প্রভাব ফেলেছে।”
তার রচনায় বর্ণবাদ, উপনিবেশবাদ এবং সামাজিক ন্যায়বিচার বিষয়গুলো গভীরভাবে আলোচিত হয়েছে, যা সমকালীন দর্শন ও সাহিত্যে গভীর প্রভাব ফেলেছে। তার প্রথম উপন্যাস Nausea একজন যুবকের অস্তিত্বের দৈবিকতা ও জীবনের অর্থহীনতা নিয়ে লেখা। অন্যদিকে, তার গুরুত্বপূর্ণ দার্শনিক রচনা Being and Nothingness-এ (প্রদত্ত লেখায় “Bring” থাকলেও সঠিক শব্দ Being) মানবচেতনা ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করা হয়েছে।
Jean-Paul Sartre এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
Nausea
-
Being and Nothingness: An Essay on Phenomenological Ontology
-
No Exit
-
The Roads to Freedom
Source:

0
Updated: 1 week ago