You may go out to play provided you finish your homework first.
Here, the underlined word is a/an-
A
preposition
B
conjunction
C
adverb
D
verb
উত্তরের বিবরণ
Complete sentence:
You may go out to play provided you finish your homework first.
-
এখানে underlined word provided একটি conjunction।
Provided / Provided (that) [Conjunction]
-
English Meaning: on condition that; with the understanding; if
-
Bangla Meaning: Provided (that) = এই শর্তে (যে)
ব্যাখ্যা:
-
শর্ত বোঝাতে Provided / Provided that ব্যবহার করা হয়।
-
দুইটি clause সংযুক্ত করতে এটি conjunction হিসেবে কাজ করে।
উদাহরণ:
-
The teacher will allow extra time provided you have a valid reason.
-
The flight will take off provided that the weather is good.
উৎস:

0
Updated: 17 hours ago
The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means-
Created: 1 month ago
A
amazingly
B
shockingly
C
steadily
D
rapidly
Exponentially (adverb)
English Meaning: Referring to an increase, it means growing more and more quickly.
Bangla Meaning: দ্রুতগতিতে
অন্য সংক্রান্ত শব্দের অর্থ:
-
amazingly (adverb) – বিস্ময়করভাবে
-
shockingly (adverb) – অত্যধিকভাবে; বাজেভাবে; সাংঘাতিক
-
steadily (adverb) – নিয়মিতভাবে
-
rapidly (adverb) – দ্রুতবেগে
ব্যবহার উদাহরণ:
-
The noise level in Dhaka city has increased exponentially.
এখানে “exponentially” শব্দের অর্থ হলো দ্রুতগতিতে (rapidly)।
উৎস: Accessible Dictionary – Bangla Academy

0
Updated: 1 month ago
What type of play is George Bernard Shaw's 'Pygmalion'?
Created: 3 days ago
A
Tragedy
B
Horror
C
Humane Comedy
D
Historical play
Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কের Humane Comedy নাটক।
-
প্রথম মঞ্চস্থ হয় ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায়, এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
-
নাটকের মূল বিষয় হলো প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।
George Bernard Shaw:
-
আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
-
১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
-
কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অসামান্য।
-
Pygmalion নাটক থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়েছে।
সর্বাধিক উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
Pygmalion
-
Man and Superman
-
Arms and the Man
-
Saint Joan
-
The Doctor’s Dilemma
-
Mrs. Warren’s Profession
-
Caesar and Cleopatra
-
Candida
-
The Devil’s Disciple
উৎস:

0
Updated: 3 days ago
The word 'equivocation' refers to -
Created: 1 week ago
A
stating like an author
B
two contradictory things in the same statement
C
free expression of opinions
D
a true statement
Equivocation (Noun) শব্দটি এমন একধরনের ভাষা ব্যবহারকে বোঝায় যেখানে অস্পষ্টতা বা দ্ব্যর্থকতা থাকে। এর মাধ্যমে সত্যকে আড়াল করা বা সরাসরি কোনো বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া থেকে বিরত থাকা যায়। একইসাথে এতে একে অপরের বিপরীত দুটি ধারণা একই বক্তব্যে প্রকাশ পেতে পারে। বাংলায় একে বলা হয় কথার দুটি অর্থ হয় এমন ভাব বা বাকচাতুরী।
-
Meaning:
-
The use of ambiguous language to conceal the truth or to avoid committing oneself
-
Prevarication
-
Two contradictory things in the same statement
-
-
বাংলা অর্থ: কথার দুটি অর্থ হয় এমন ভাব; বাকচাতুরী
-
Related expressions:
-
stating like an author = একজন লেখকের মত বর্ণনা করা
-
free expression of opinions = স্বাধীনভাবে মতামত ব্যক্তকরণ
-
a true statement = একটি সত্য বিবৃতি
-

0
Updated: 1 week ago