"Economic slowdown" can be defined with the word-
A
Boom
B
Depreciation
C
Inflation
D
Stagflation
উত্তরের বিবরণ
Economic slowdown শব্দের সাথে সম্পর্কিত শব্দ হলো Stagflation।
Stagflation (Noun)
-
English Meaning: An economic situation in which prices keep rising but economic activity does not increase.
-
Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ; অর্থাৎ এমন সময়সীমা যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
Example:
-
The oil shock helped tip the US into stagflation with prices rising 13% a year.
অন্য বিকল্পসমূহ:
-
ক) Boom – বাজারের তেজিভাব; আকস্মিক ক্রয়বিক্রয় বৃদ্ধি; অর্থনীতির দ্রুত বৃদ্ধি, slowdown-এর বিপরীত।
-
খ) Depreciation – সম্পদের মানের অবচয় (সমগ্র অর্থনীতিতে নয়)।
-
গ) Inflation – মুদ্রাস্ফীতি; দাম বৃদ্ধি (স্লোডাউন ছাড়া ও হতে পারে)।
উৎস:
0
Updated: 1 month ago
Which Bennet daughter best represents flirtation and recklessness?
Created: 2 months ago
A
Jane
B
Elizabeth
C
Lydia
D
Mary
Lydia Bennet পরিবারের সবচেয়ে ছোট ও বেপরোয়া মেয়ে। সে সবসময় সৈন্যদের সঙ্গে সময় কাটায়, ফ্লার্ট করে এবং পরিবারকে লজ্জায় ফেলে। তার Wickham-এর সঙ্গে পালিয়ে যাওয়া কাহিনির সবচেয়ে বড় কেলেঙ্কারি। Austen দেখাতে চান—অতিরিক্ত প্রশ্রয় ও নিয়ন্ত্রণহীন স্বাধীনতা বিপজ্জনক হতে পারে। Lydia-ই এর প্রতীক।
1
Updated: 2 months ago
Which of the following is a synonym of “yield”?
Created: 1 month ago
A
Strict
B
Exhibit
C
Surrender
D
Strengthen
Yield একটি ক্রিয়া, যার অর্থ হলো আত্মসমর্পণ করা বা বিরোধিতা থেকে বিরত থাকা, পাশাপাশি প্রাকৃতিকভাবে উৎপাদন বা কোনো বস্তু সহজে বক্র বা নমনীয় হওয়া।
-
Correct Answer: Surrender
-
English Meaning:
-
(Of a substance) soft and easy to bend or move when you press it.
-
(Of a person) willing to do what others want
-
-
Bangla Meaning:
১) প্রাকৃতিক রীতিতে উৎপাদন করা বা উৎপন্ন হওয়া
২) আত্মসমর্পণ করা; বিরোধিতা করা থেকে বিরত থাকা; ত্যাগ করা; বশ্যতা স্বীকার করা -
Synonyms: Surrender (বশ্যতা স্বীকার করা), Produce (উৎপাদন করা), Return (ফিরিয়ে দেওয়া বা অনুগত হওয়া), Gentle (কোমল, নমনীয়)
-
Antonyms: Hard (কঠোর), Resistant (প্রতিরোধী), Rigid (দৃঢ়), Strict (কঠোর), Determined (স্থির সংকল্পযুক্ত)
-
Other Forms:
-
Yielding (adjective) – সহজেই বক্র বা নমনীয়; একরোখা নয়
-
Yieldingly (adverb) – নম্রভাবে বা বক্রভাবে
-
Yield (noun) – উৎপন্ন বস্তুর পরিমাণ
-
-
Other Options:
-
Exhibit – প্রদর্শন করা, জনসমক্ষে দেখানো
-
Strengthen – শক্তিশালী করা বা হওয়া
-
-
Example Sentences:
-
I know not which is most injurious to the yielding minds of the young.
-
It may, however, yield a more sequent conclusion if one minor change in the text be made.
-
0
Updated: 1 month ago
Who wrote the poem "Ode to the West Wind"?
Created: 2 months ago
A
Lord Byron
B
William Wordsworth
C
W. B. Yeats
D
P. B. Shelley
“Ode to the West Wind” কবিতাটি রচনা করেছেন P. B. Shelley (Percy Bysshe Shelley)।
সংক্ষিপ্ত বর্ণনা:
-
প্রকাশিত: ১৮২০
-
স্থান: Cascine wood, Florence, Italy
-
বিষয়বস্তু: পশ্চিম বায়ুর শক্তি, পরিবর্তনশীল প্রকৃতি, সৃষ্টিশীলতা ও আশাবাদ
-
বিখ্যাত লাইন: “O Wind, If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley:
-
জন্ম: ১৭৯২, ইংল্যান্ড
-
মৃত্যু: ১৮২২
-
পরিচিতি: Romantic poet, Revolutionary poet
-
সাহিত্যিক বৈশিষ্ট্য: কল্পনাপ্রসূত, বিপ্লবী, প্রকৃতি ও মানবিক অনুভূতির গভীর প্রকাশ
কবিতার গুরুত্ব:
-
Romantic যুগের শ্রেষ্ঠ কবিতা হিসেবে গণ্য
-
passionate language এবং symbolic imagery-র দৃষ্টান্ত
-
সমাজ ও প্রকৃতির প্রতি গভীর দৃষ্টিভঙ্গি প্রদর্শন
অন্যান্য উল্লেখযোগ্য কাব্য:
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
নাটকসমূহ:
-
Prometheus Unbound
-
The Cenci
0
Updated: 2 months ago