"Economic slowdown" can be defined with the word-
A
Boom
B
Depreciation
C
Inflation
D
Stagflation
উত্তরের বিবরণ
Economic slowdown শব্দের সাথে সম্পর্কিত শব্দ হলো Stagflation।
Stagflation (Noun)
-
English Meaning: An economic situation in which prices keep rising but economic activity does not increase.
-
Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ; অর্থাৎ এমন সময়সীমা যখন মুদ্রাস্ফীতি দেখা দেয় কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
Example:
-
The oil shock helped tip the US into stagflation with prices rising 13% a year.
অন্য বিকল্পসমূহ:
-
ক) Boom – বাজারের তেজিভাব; আকস্মিক ক্রয়বিক্রয় বৃদ্ধি; অর্থনীতির দ্রুত বৃদ্ধি, slowdown-এর বিপরীত।
-
খ) Depreciation – সম্পদের মানের অবচয় (সমগ্র অর্থনীতিতে নয়)।
-
গ) Inflation – মুদ্রাস্ফীতি; দাম বৃদ্ধি (স্লোডাউন ছাড়া ও হতে পারে)।
উৎস:

0
Updated: 17 hours ago
In the sentence, "She is singing beautifully," the word "beautifully" is a/an -
Created: 1 month ago
A
Pronoun
B
Adjective
C
Adverb
D
Preposition
Correct Answer: Adverb.
• Adverb of manner: যে ধরনের adverb কোনো কাজ কীভাবে (how) সম্পন্ন হয়েছে তা নির্দেশ করে।
"How?" বা "কীভাবে?" প্রশ্নের উত্তর যেসব শব্দ দেয়, সেগুলো Adverb of manner।
→ বাক্যের "beautifully" শব্দটি গান গাওয়ার ধরন বা কীভাবে (how) গান গাওয়া হচ্ছে তা নির্দেশ করছে।
- এটি "She is singing how?" প্রশ্নের উত্তর হিসেবে কাজ করে এবং কাজটি সম্পন্ন হওয়ার ধরন নির্দেশ করে।
→ এই বাক্যে, "beautifully" শব্দটি "singing" ক্রিয়াকে বর্ণনা করছে (কেমনভাবে গান গাওয়া হচ্ছে?)।
- তাই এটি Adverb of manner।
- সুতরাং, "beautifully" একটি Adverb।
Example Sentences:
They danced gracefully.
He answered the question confidently.
We walked slowly to the park.

0
Updated: 1 month ago
To put the cart before the horse -
Created: 1 month ago
A
to offer a person what he cannot eat
B
to force a person to do something
C
to raise obstacle
D
to reverse the natural order of things
Put the cart before the horse
English Meaning: Doing something in the wrong order / doing something before its proper time.
Bangla Meaning: যা আগে করা উচিত, সেটা না করে পরের কাজ আগে করা / কাজের সঠিক ধারাবাহিকতা না মেনে উল্টোভাবে করা।
Example Sentence (English):
Aren’t you putting the cart before the horse by deciding what to wear for the wedding before you've even been invited?
Example Sentence (Bangla):
তোমাকে এখনো বিয়েতে দাওয়াতই দেওয়া হয়নি, অথচ তুমি এখনই ভাবছো কী পরবে – এটা তো অনেকটা আগে ঘোড়া না জুড়ে গাড়ি ঠেলে দেওয়ার মতো!
Source: Live MCQ Lecture.

0
Updated: 1 month ago
'Cynical' (antonym)
Created: 1 month ago
A
Pessimistic
B
Gullible
C
Equivocal
D
Liberal
Cynical (adjective)
-
অর্থ: নৈরাশ্যবাদী মনোভাবসম্পন্ন বা অন্যের ভালো কাজেও সন্দেহ খোঁজে।
Cynical-এর বিপরীতার্থক শব্দ (Antonyms): Gullible, Optimistic, Credulous ইত্যাদি।
Cynical-এর সমার্থক শব্দ (Synonyms): Pessimistic, Bitter, Distrustful, Skeptical, Suspicious, Disillusioned ইত্যাদি।
অপশনে দেওয়া শব্দগুলোর অর্থ
ক) Pessimistic (adjective) – হতাশাপ্রবণ; সবকিছুতে খারাপ দিক দেখতে অভ্যস্ত।
খ) Gullible (adjective) – সহজে বিশ্বাসপ্রবণ বা প্রতারণাযোগ্য।
গ) Equivocal (adjective) – দ্ব্যর্থবোধক, অস্পষ্ট বা সন্দেহজনক।
ঘ) Liberal (adjective) – উদার, দানশীল, মুক্তমনা।
বিশ্লেষণ
অর্থের দিক থেকে দেখা যায়—
-
Cynical মানে নৈরাশ্যবাদী বা সন্দেহপ্রবণ।
-
এর বিপরীতে Gullible মানে অত্যন্ত সহজে বিশ্বাস করে ফেলে।
অতএব, এখানে সঠিক বিপরীতার্থক শব্দ হলো Gullible। ✅
Source: Oxford Learner’s Dictionary এবং Accessible Dictionary (Bangla Academy)

0
Updated: 1 month ago