“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”.
This is taken from the drama-
A
King Lear
B
Othello
C
Hamlet
D
The Merchant of Venice
উত্তরের বিবরণ
“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so” লাইনটি Shakespeare রচিত নাটক Hamlet থেকে নেওয়া হয়েছে। এটি Act 2, Scene 2-এ অন্তর্ভুক্ত এবং Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
Hamlet
-
Hamlet হলো Denmark-এর রাজপুত্র।
-
Shakespeare-এর ট্রাজেডিগুলোর মধ্যে এটি সবচেয়ে প্রসিদ্ধ।
-
অন্যান্য ট্রাজেডির মতো এটিও 5 acts-এ বিভক্ত।
-
লেখা হয়েছিল ১৫৯৯-১৬০১ সালের মধ্যে এবং প্রকাশিত হয় ১৬০৩ সালে।
-
কাহিনী: Hamlet জার্মানি থেকে দেশে ফিরে আসে তার বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং চাচাই তার বাবার খুনী। সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা ঘটে এবং শেষাংশে Hamlet-এর মৃত্যুর মাধ্যমে ট্রাজেডিটি সমাপ্ত হয়।
প্রধান চরিত্রগুলো:
-
Hamlet
-
Ophelia
-
Claudius
-
Gertrude
-
Horatio
-
Polonius
Hamlet-এর বিখ্যাত উক্তি:
-
"To be or not to be, that is the question."
-
"Frailty, thy name is woman."
-
"Brevity is the soul of wit."
-
"Listen to many, speak to a few."
-
"Though this be madness, yet there is method in't."
-
"Conscience does make cowards of us all."
-
"One may smile, and smile, and be a villain."
-
"There's a divinity that shapes our ends, Rough-hew them how we will."
-
“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so.”
-
"There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy."
William Shakespeare (1564–1616)
-
English poet, dramatist ও actor।
-
'English National Poet' হিসেবে পরিচিত।
-
Stratford-upon-Avon-এ জন্মগ্রহণের কারণে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
-
অনেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
-
Shakespeare-এর খ্যাতি মূলত Drama এবং Sonnet-এর জন্য।
-
মোট ৩৭ টি play এবং ১৫৪ টি sonnet রচনা করেছেন।
-
এছাড়া তিনি Long narrative poem-ও লিখেছেন।
উল্লেখযোগ্য নাটকসমূহ:
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
As You Like It
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
উৎস:

0
Updated: 17 hours ago
Volpone by Ben Jonson is a-
Created: 1 week ago
A
five-act comedy
B
three-act tragedy
C
three-act comedy
D
five-act tragedy
Volpone – Five-Act Comedy by Ben Jonson
১. Volpone সম্পর্কে
-
প্রকাশিত: ১৬০৭
-
ধরণ: Five-act Comedy
-
ধরনের ফিকশন: Beast Fable
-
Beast Fable হলো প্রোজ/ভার্সে লেখা ছোট গল্প বা কাহিনি, যা সাধারণত কোনো নৈতিক শিক্ষা (moral) প্রদান করে।
-
গল্পে প্রাণী চরিত্রগুলোকে মানুষের মতো উপস্থাপন করা হয় এবং মানুষের সমস্ত অনুভূতি ও উদ্দেশ্য প্রতিফলিত হয়।
-
-
মূল বিষয়:
-
Volpone (“Fox”), একজন ধনী ভেনিসীয়, উত্তরাধিকারী না থাকায় ধনী হওয়ার জন্য লোভের উপর খেলা রচনা করেন।
-
২. গুরুত্বপূর্ণ চরিত্র
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
৩. লেখক: Ben Jonson (1572–1637)
-
English Stuart dramatist, lyric poet, literary critic
-
পরিচিতি: Father of Comedy of Humours
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone

0
Updated: 1 week ago
The repetition of beginning consonant sound is know as-
Created: 4 weeks ago
A
personification
B
onomatopoeia
C
alliteration
D
rhyme
Literary Devices (Figures of Speech)
Alliteration (অনুপ্রাস)
-
যখন পাশাপাশি ব্যবহৃত শব্দগুলোর শুরুতে একই ব্যঞ্জনধ্বনি বারবার আসে, তখন তাকে Alliteration বলে।
-
সহজভাবে বলতে গেলে—একই consonant sound বারবার পুনরাবৃত্তি হওয়াই Alliteration।
উদাহরণ:
-
"The fair breeze blew, the white foam flew,
The furrow followed free."
এখানে ‘f’ এবং ‘b’ ধ্বনির পুনরাবৃত্তি হয়েছে। -
"Puffs, powders, patches, Bibles, billet-doux."
এখানে ‘p’ তিনবার এবং ‘b’ দুইবার এসেছে, তাই এটি Alliteration-এর উদাহরণ।
Personification (ব্যক্তিরূপ দান)
-
যখন জড় বস্তু, প্রাণহীন জিনিস বা বিমূর্ত ধারণাকে মানুষের গুণাবলি দেওয়া হয়, তখন তাকে Personification বলে।
-
অর্থাৎ কোনো lifeless object বা idea-কে জীবন্ত সত্তার মতো প্রকাশ করা।
উদাহরণ:
"There lies the port: the vessel puffs her sail:" (Tennyson, Ulysses)
এখানে জাহাজকে (vessel) একজন জীবন্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে।
Rhyme (ছন্দ/অন্ত্যমিল)
-
দুই বা ততোধিক শব্দের শেষে একই রকম ধ্বনি থাকলে সেটাকে Rhyme বলে।
-
কবিতায় Rhyme পাঠকের কানে সুরেলা শোনায় এবং stanza বা স্তবকের গঠনকে একত্র করে।
Onomatopoeia (অনুকার শব্দ)
-
কোনো শব্দ যদি সেই শব্দের আসল শব্দধ্বনি অনুকরণ করে তৈরি হয়, তবে তাকে Onomatopoeia বলে।
-
বাংলায় একে অনুকার অব্যয় বলা হয়।
উদাহরণ:
-
বৃষ্টির ঝমঝম
-
ঘড়ির টিকটক
-
বাতাসের শনশন
যেমন ইংরেজিতে বলা হয়—“The clock goes tick-tock.” → এখানে tick-tock শব্দটি ঘড়ির শব্দকে অনুকরণ করছে।
উৎসঃ An ABC of English Literature

0
Updated: 4 weeks ago
Who has written the play 'Volpone'?
Created: 1 month ago
A
John Webster
B
Ben Jonson
C
Christopher Marlowe
D
William Shakespeare
‘Volpone’ – Ben Jonson-এর একটি বিখ্যাত কমেডি নাটক
-
‘Volpone’ হল ইংরেজি সাহিত্যের একটি পরিচিত কমেডি নাটক, যেটি লিখেছেন Ben Jonson।
-
এই নাটকটি Beast Fable হিসেবে পরিচিত।
-
Beast Fable বলতে এমন ধরনের ছোট গল্প বা ছড়া বোঝায়, যেখানে প্রাণীদের মানুষরূপে দেখানো হয় এবং সাধারণত একটি নীতিকথা বা শিক্ষা থাকে।
-
‘Volpone’ নাটকে বিভিন্ন প্রাণীকে মানুষের চরিত্রে উপস্থাপন করা হয়েছে, যেমন Volpone হলো এক চালাক খেঁকশিয়াল (fox), যে মানুষের মতো আচরণ করে।
‘Volpone’ নাটকের প্রধান চরিত্রগুলো
-
Volpone – নাটকের মূল চরিত্র, এক ধূর্ত ধনী ব্যক্তি
-
Mosca – Volpone-এর দালাল ও চতুর সহকারী
-
Celia – এক নির্যাতিত নারী চরিত্র
-
Bonario – এক সৎ ও সাহসী যুবক
-
Corvino, Voltore, Corbaccio – লোভী ও ধূর্ত কিছু চরিত্র যারা Volpone-এর ধনলাভের আশায় নানা ফাঁদে জড়িয়ে পড়ে
লেখক পরিচিতি: Ben Jonson
-
পূর্ণ নাম: Benjamin Jonson (১৫৭২–১৬৩৭)
-
তিনি ছিলেন একজন ইংরেজ নাট্যকার, কবি ও সমালোচক।
-
William Shakespeare-এর পর, James I-এর শাসনামলে তিনিই সবচেয়ে গুরুত্বপূর্ণ নাট্যকার হিসেবে বিবেচিত।
-
অনেকেই তাকে ইংরেজি কমেডি নাটকের জনক বলেন।
Ben Jonson-এর বিখ্যাত কিছু নাটক
-
Every Man in His Humour (১৫৯৮)
-
Volpone (১৬০৫)
-
Epicoene; or, The Silent Woman (১৬০৯)
-
The Alchemist (১৬১০)
-
Bartholomew Fair (১৬১৪)
তথ্যসূত্র: Britannica

0
Updated: 1 month ago