Choose the right form of verb:
As soon as the rain _______, we went outside.
A
stop
B
stopped
C
had stopped
D
had been stopped
উত্তরের বিবরণ
Complete sentence:
As soon as the rain stopped, we went outside.
-
Bangla Meaning: বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে আমরা বাইরে চলে গেলাম।
নিয়ম:
-
যদি As soon as এর পূর্বে Past Indefinite Tense থাকে, তবে এর পরে থাকা ক্রিয়াও Past Indefinite Tense হবে।
-
অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে, দুইটি কাজই Past Indefinite Tense-এ থাকবে।
-
সুতরাং, শূন্যস্থানে সঠিক ক্রিয়া হবে: stopped
অন্য উদাহরণ (Future Indefinite + As soon as + Present Indefinite):
-
I shall ring you up as soon as I arrive.
উৎস:

0
Updated: 17 hours ago
The Sun Rising is a famous poem written by
Created: 1 month ago
A
T. S. Eliot
B
W. B. Yeats
C
John Donne
D
Alexander Pope
• The Sun Rising:
- It is a poem by John Donne.
- এই কবিতাটি Songs and Sonnets এর অন্তর্ভুক্ত হয়ে ১৬৩৩ সালে কবির মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল।
- তাঁর অধিকাংশ কবিতাগুলোর মত এই কবিতাটিরও মূল উপজীব্য বিষয় হচ্ছে কবির প্রেমিকাকে ঘিরে তাঁর ভালোবাসার বহিঃপ্রকাশ।
- কবিতায় কবি সূর্যকে উদ্দেশ্যে করে বলেন, সূর্য যেনো তার রশ্মি দিয়ে তাদের ঘরকে আলোকিত এবং বিছানাকে উষ্ণ রাখেন।
- কারণ এতে করে তিনি এবং তার প্রেমিকা একে অপরের সাথে সারাদিন সেখানে থাকতে পারবেন এবং তাদের কাজে যেতে হবে না।
• John Donne:
- John Donne, Renaissance যুগের একজন কবি।
- Metaphysical poetry এর জনক বলা হয় John Donne কে।
- তিনি আধ্যাত্বিক কবিতার সূচনা করেছিলেন তাই তাকে Father of Metaphysical poetry বলা হয়।
- এছাড়াও তিনি Poet of Love and Religious হিসেবেও পরিচিত।
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর John Done এর কবিতা দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন।
• তাঁর বিখ্যাত কিছু কবিতা হচ্ছে:
- The Good Morrow,
- The Canonization,
- The Flea,
- The Sun Rising,
- A Valediction: Forbidding Mourning.

0
Updated: 1 month ago
'Mirabell' is the male protagonist of-
Created: 2 weeks ago
A
As You Like It
B
A Pair of Blue Eyes
C
The Way of the World
D
Pride and Prejudice
“Mirabell” হলো William Congreve-এর নাটক The Way of the World এর বিখ্যাত পুরুষ প্রধান চরিত্র।
-
The Way of the World:
-
William Congreve রচিত 5 acts বিশিষ্ট একটি নাটক।
-
প্রথম প্রকাশিত 1700 সালে।
-
এটি Comedy of Manners ধারার নাটক, যা তৎকালীন সমাজব্যবস্থা, রীতিনীতি এবং বিশেষ করে প্রেম ও বিবাহ সম্পর্কিত বিষয়গুলোকে উপহাসের মাধ্যমে উপস্থাপন করে।
-
কাহিনী কেন্দ্র করে Millamant এবং Mirabell-এর প্রচেষ্টা, Millamant-এর aunt-এর অনুমতি নিয়ে তাদের বিবাহ সম্পন্ন করার জন্য।
-
নাটকে বিভিন্ন ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরসের মাধ্যমে গল্প এগিয়ে চলে।
-
-
Main Characters:
-
Mirabell (male protagonist)
-
Millamant (female protagonist)
-
Fainall, Marwood, Lady Wishfort, Mrs. Arabella Fainall, Petulant ইত্যাদি।
-
-
William Congreve (1670–1729):
-
Restoration Period-এর একজন স্বনামধন্য নাট্যকার।
-
বিশেষভাবে পরিচিত Comedy of Manners-এর জন্য।
-
তার নাটকে চমৎকার comic dialogue, লিঙ্গসংক্রান্ত ব্যঙ্গ ও সমাজের ভণ্ডামি ফুটে ওঠে।
-
-
Famous Plays:
-
Love for Love
-
The Way of the World
-
The Double Dealer
-
The Old Bachelor
-

0
Updated: 2 weeks ago
Who is not a Victorian poet?
Created: 3 weeks ago
A
Mathew Arnold
B
Alexander Pope
C
Robert Browning
D
Alfred Tennyson
Alexander Pope কি Victorian কবি?
-
Alexander Pope Victorian যুগের কবি নন।
-
তিনি ছিলেন The Augustan Age (যেটিকে Age of Pope ও বলা হয়)-এর সবচেয়ে পরিচিত কবি।
-
এই যুগে তিনি তার লেখনীর মাধ্যমে সাহিত্য জগতে বড় প্রভাব বিস্তার করেছিলেন।
-
Pope মূলত Mock-Heroic কবি হিসেবেও পরিচিত।
Alexander Pope-এর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
-
The Rape of the Lock – বিখ্যাত Mock-Heroic কবিতা
-
Duncan
-
The Dunciad – প্রধান Mock-Heroic কবিতা
-
The New Dunciad
-
Windsor-Forest
-
An Epistle to Dr. Arbuthnot
-
An Essay on Criticism
-
An Essay on Man
-
Eloisa to Abelard
-
Epistle to the Right Honourable Richard Earl of Burlington
-
Memoirs of Martinus Scriblerus
অন্যদিকে, Victorian Period-এর স্বনামধন্য কবি হলেন:
-
Mathew Arnold
-
Robert Browning
-
Alfred Tennyson
উৎস: Britannica

0
Updated: 3 weeks ago