He entered ______ a turbulent political career.
A
in
B
upon
C
into
D
No preposition
উত্তরের বিবরণ
Complete sentence:
He entered upon a turbulent political career.
-
Bangla Meaning: তিনি এক অস্থির রাজনৈতিক জীবনে প্রবেশ করেন।
Phrasal verbs and meanings:
-
Enter on/upon something
-
English Meaning: To start to do something or become involved in something.
-
Bangla Meaning: কোনো কিছু করা শুরু করা বা কোনও কিছুতে জড়িত হওয়া।
-
-
Enter into something
-
English Meaning: To begin to discuss or deal with something.
-
Bangla Meaning: আলোচনা শুরু করা।
-
Example: The company is looking to enter into new markets to expand its customer base.
-
Enter (verb: transitive & intransitive) এর অন্যান্য অর্থ ও ব্যবহার:
-
আসা অথবা ভেতরে প্রবেশ করা
-
সদস্য হওয়া; যোগদান করা
-
enter into something (with somebody) – শুরু করা
-
enter on/upon – অধিকার লাভ করা; উপভোগ করতে শুরু করা
-
enter in/up – নথিভুক্ত করা
-
enter for; enter somebody for – প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে কারো নাম দেওয়া
-
সাধারণত, উপরের কারণ ছাড়া ‘Enter’ এর পরে preposition বসে না।
উৎস:

0
Updated: 17 hours ago
William Shakespeare wrote the play about-
Created: 1 day ago
A
King Henry
B
King John
C
King Richard
D
All of these
• William Shakespeare wrote plays about all of these:
King Henry, King John, and King Richard.
- William Shakespeare ইংরেজি
সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে পরিচিত। তিনি ইতিহাস থেকে
অনুপ্রাণিত হয়ে বেশ কয়েকটি
historical play (ঐতিহাসিক
নাটক) রচনা করেছেন।
- তিনি King Henry,
King John এবং King
Richard এই তিনজনকে রাজাকে নিয়ে ১০টি ঐতিহাসিক
নাটক রচনা করেছেন।
• King Henry → Henry IV (Part 1, 2), Henry V, Henry VI (Part
1, 2, 3), Henry VIII
• King John → King John
• King Richard → Richard II, Richard III
• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে
একজন English poet,
dramatist এবং actor.
- তাকে 'English
National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ
জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা
হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত
তাঁর Drama and Sonnet
-এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি
sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।
• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,
- The Two Gentlemen of Verona, etc.
• Tragi-comedy:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure.

0
Updated: 1 day ago
'Epithalamion' is related to -
Created: 1 month ago
A
Criticism of social norms
B
Depiction of war and heroism
C
Celebration of a wedding
D
A heroic epic

0
Updated: 1 month ago
William Blake belonged to which literary period?
Created: 1 week ago
A
Victorian
B
Renaissance
C
Modern
D
Romantic
William Blake ছিলেন একজন বিশিষ্ট ইংরেজ কবি, চিত্রশিল্পী এবং দার্শনিক, যিনি Romantic Period–এর একজন প্রধান প্রতিনিধি। তিনি কল্পনাশক্তি, ধর্মীয় চিন্তা এবং প্রতীকী ভাষার জন্য খ্যাতি অর্জন করেছিলেন। Blake–কে ইংরেজ সাহিত্যের অন্যতম মহান দৃষ্টিভঙ্গির অধিকারী হিসেবে বিবেচনা করা হয়। জীবদ্দশায় তিনি তুলনামূলকভাবে কম জনপ্রিয় ছিলেন, কিন্তু মৃত্যুর পর তার সাহিত্যিক গুরুত্ব সর্বজন স্বীকৃত হয়।
-
Blake–এর প্রধান পেশা ছিল engraver এবং watercolor artist/painter।
-
তিনি রোমান্টিক যুগের প্রারম্ভিক সময়ের একজন প্রখ্যাত visionary poet।
Best Works of William Blake
-
Songs of Innocence
-
Songs of Experience
-
The Marriage of Heaven and Hell
-
Milton, a Poem
-
The Divine Image
-
A Vision of the Last Judgment
-
Jerusalem
-
London
-
The Tyger
-
The Lamb
-
The Everlasting Gospel
-
The First Book of Urizen
-
Visions of the Daughters of Albion

0
Updated: 1 week ago