To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
উত্তরের বিবরণ
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:
0
Updated: 1 month ago
Nun is -
Created: 2 months ago
A
Masculine gender
B
Feminine gender
C
Common gender
D
Neuter gender
• Nun
-
Bangla Meaning: মঠবাসিনী; সন্ন্যাসিনী
-
Gender: Feminine
-
Masculine counterpart: Monk (সন্ন্যাসী)
Source: Accessible Dictionary
0
Updated: 2 months ago
Omnipotent-
Created: 3 months ago
A
Feeble
B
Supreme
C
Impotent
D
Vulnerable
• Omnipotent (adjective)
- সর্বশক্তিমান।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Feeble (adjective)
- দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
খ) Supreme (adjective)
- সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
গ) Impotent (adjective)
- অক্ষম, নিবীর্য; অশক্ত; অসমর্থ; (পুরুষ) নপুংসক; ক্লীব; পুরুষত্বহীন; ভগ্নধ্বজ।
ঘ) Vulnerable (adjective)
- ক্ষতিগ্রস্ত হতে পারে এমন; আক্রম্য; অরক্ষিত।
• শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Supreme শব্দটি Omnipotent এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
0
Updated: 3 months ago
FEARLESS : DAUNT::
Created: 1 month ago
A
perplexed : enlighten
B
nondescript : neglect
C
avaricious : motivate
D
impassive : perturb
Analogy: FEARLESS : DAUNT :: impassive : perturb
-
FEARLESS অর্থ নির্ভীক বা শঙ্কাহীন।
-
DAUNT অর্থ নিরুৎসাহিত বা ভীত করা।
-
একটি fearless ব্যক্তি কখনো daunt করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত।
-
IMPASSIVE অর্থ নির্বিকার বা নিরাবেগ।
-
PERTURB অর্থ উত্তেজিত বা ব্যাকুল করা।
-
একটি impassive ব্যক্তি perturb করা যায় না; অর্থাৎ বৈশিষ্ট্যের বিপরীত।
-
Other options (for reference):
-
ক) perplexed : enlighten – হতবুদ্ধি : জ্ঞানদান করা; সম্পর্ক নেই।
-
খ) nondescript : neglect – সহজে শ্রেণিভুক্ত করা যায় না : অবহেলা; সম্পর্ক নেই।
-
গ) avaricious : motivate – লোভী : উদ্বুদ্ধ করা; সম্পর্ক নেই।
-
ঘ) impassive : perturb – নির্বিকার : উত্তেজিত করা; বৈশিষ্ট্যের বিপরীত, সঠিক মিল।
-
0
Updated: 1 month ago