To travel the world is her dream.
The underlined part of the sentence is a/an—
A
Conjunctional phrase
B
Adjective phrase
C
Noun phrase
D
Adverb phrase
উত্তরের বিবরণ
Noun Phrase (নামপদসমষ্টি)
উদাহরণ: To travel the world is her dream.
-
এখানে “To travel the world” হলো Noun Phrase।
-
কারণ প্রদত্ত phrase টি verb (is) এর subject হিসেবে ব্যবহার হয়েছে এবং Noun এর কাজ সম্পন্ন করছে।
-
সাধারণত, যদি infinitive marker (to + verb) কোনো sentence-এ subject বা object হিসেবে ব্যবহার হয়, তখন তা Noun Phrase হিসেবে গণ্য হয়।
Noun Phrase সংজ্ঞা:
-
যে শব্দসমষ্টি Noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত এটি একটি Noun বা Pronoun-এর কাজ করে।
-
সাধারণত কেবল Adjective দ্বারা modify করা হয়।
Noun Phrase-এর বিভিন্ন ভূমিকা বাক্যে:
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
উৎস:

0
Updated: 17 hours ago
What does Lady Catherine symbolize in the novel?
Created: 3 weeks ago
A
True affection
B
Parental wisdom
C
Aristocratic arrogance
D
Feminist independence
Lady Catherine ধনী ও ক্ষমতাবান নারী। কিন্তু তার সব আচরণে অহংকার ও সামাজিক শ্রেণির দম্ভ প্রকাশ পায়। তিনি Darcy ও Elizabeth-এর বিয়েতে বাধা দিতে চান, কারণ Elizabeth নিম্নবিত্ত। Austen তার মাধ্যমে দেখান—উচ্চ শ্রেণির অহংকার কেমন করে সত্যিকারের গুণকে অস্বীকার করে। Lady Catherine হলো aristocratic arrogance-এর প্রতীক।

0
Updated: 3 weeks ago
Having finished his homework, he went out to play. The underlined part is an example of -
Created: 5 days ago
A
Past Participle
B
Perfect participle
C
Present participle
D
None of the above
Having finished his homework, he went out to
play. The underlined part is an example of - Perfect participle.
• Perfect participle গঠিত
হয়: having + past
participle (V3).
- Verb-এর Past
participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা
একই সাথে verb এবং adjective এর কাজ করে
তাকে Perfect
participle বলে।
- একটি কাজ হওয়ার পর
আরেকটি কাজ সংঘটিত হয়
এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্য having - এর পর finished (past participle form) বসাতে এটি perfect participle তথা participle হিসেবে গণ্য হবে।
• A participle is a verb that ends in -ing (present participle) or
-ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives,
describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

0
Updated: 5 days ago
Who wrote the poem Ode to the West Wind?
Created: 3 weeks ago
A
T.S. Eliot
B
P.B. Shelley
C
John Keats
D
William Wordsworth
English
A list of dramatists, poets, novelists, essayists, woman writers and critics
English Literature
Ode to the West Wind
-
প্রকাশ: 1820
-
কবি P. B. Shelley এর passionate language ও symbolic imagery-এর উদাহরণ
-
কবিতায় West Wind-এর কাছে সাহায্য আহবান করা হয়েছে
-
লেখা হয়েছে: Cascine wood, Florence, Italy
-
সম্ভবত Shelley তার পুত্র William-এর মৃত্যুশোকে লিখেছেন
-
West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতা সমাদর ও বৈপ্লবিক চিন্তার বিস্তার প্রতিফলিত
-
বিখ্যাত লাইন: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley
-
English Romantic poet
-
ব্যক্তিগত প্রেম ও সামাজিক ন্যায়ের জন্য লেখা কবিতা ইংরেজি সাহিত্যের শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য
Best Works:
-
Poems: Ode to the West Wind, Queen Mab, Alastor, Adonais, Ozymandias, To a Skylark
-
Drama: Prometheus Unbound, The Cenci

0
Updated: 3 weeks ago