Find the gender of 'Emperor'.
A
Neuter
B
Masculine
C
Feminine
D
Common
উত্তরের বিবরণ
Emperor হলো পুরুষবাচক।
-
Emperor (noun)
-
English meaning: The sovereign or supreme male monarch of an empire.
-
Bangla meaning: সম্রাট
-
-
Feminine gender: Empress (রানী)
অন্যদিকে, Sovereign হলো common gender:
-
English meaning: a king or queen
-
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট
উৎস:
0
Updated: 1 month ago
Choose the correct spelling.
Created: 1 month ago
A
Genuflect
B
Genoflect
C
Ginuflect
D
Genufluct
Genuflect শব্দের অর্থ হলো কোনো পবিত্র বা ধর্মীয় সম্মান প্রদর্শনের জন্য নতজানু হওয়া, বিশেষ করে ক্যাথলিক চার্চে প্রবেশ বা প্রস্থান করার সময়।
English Meaning: to bend one or both knees as a sign of respect to God, especially when entering or leaving a Catholic church.
Bangla Meaning: নতজানু হওয়া
Example Sentence:
-
People were genuflecting in front of the altar.
উৎস:
0
Updated: 1 month ago
Wuthering Heights is a ______ by Emily Bronte.
Created: 2 months ago
A
satire
B
poem
C
short story
D
novel
Wuthering Heights
Novelist: Emily Brontë
-
Wuthering Heights উপন্যাসটি লেখা হয়েছে Emily Brontë দ্বারা।
-
প্রকাশকাল: ১৮৪৭ সালে।
-
লেখক এতে Ellis Bell ছদ্মনাম ব্যবহার করেছেন।
-
এটি ইংরেজি সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় রোমান্টিক উপন্যাস।
Summary
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র Heathcliff, একজন এতিম বালক।
-
Heathcliff অন্যের আশ্রয়ে বেড়ে ওঠে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw-এর সাথে প্রেমে পড়েন।
-
Catherine অন্যের সঙ্গে বিয়ে করলে Heathcliff হারানো এবং ক্ষোভপূর্ণ হয়ে ফিরে আসে।
-
ফিরে আসার পর Heathcliff ধন সম্পদ অর্জন করে এবং Wuthering Heights ক্রয় করে।
-
সে Catherine-এর পরিবার এবং প্রাক্তন প্রেমিকদের প্রতি প্রতিশোধ নেয়।
-
পরবর্তীতে Catherine মারা যায়, তার ভাই Hindley ও মারা যায়।
-
কাহিনী প্রজন্মের মাধ্যমে এগিয়ে যায়, এবং Heathcliff-এর সন্তানও শেষ পর্যায়ে গল্পে যুক্ত হয়।
Main Characters
-
Catherine Earnshaw
-
Cathy Linton
-
Edgar Linton
-
Heathcliff (central character)
-
Lockwood
Emily Brontë (1818–1848)
-
Charlotte Brontë-এর ছোট বোন।
-
Wuthering Heights তার একমাত্র উপন্যাস, যা মূলত তার পরিচয় স্থাপন করে।
-
মাত্র ৩০ বছর বয়সে মারা যান।
Notable Works
-
Wuthering Heights
-
Poems by Currer, Ellis, and Acton Bell
Sources:
-
Britannica
-
An ABC of English Literature – Dr. M. Mofizar Rahman
0
Updated: 2 months ago
“Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”. This extract is taken from the drama-
Created: 2 months ago
A
King Lear
B
Macbeth
C
As You Like It
D
Hamlet
Why, then, 'tis none to you, for there is nothing either good or bad, but thinking makes it so”.
- উল্লেখিত লাইনটি শেক্সপিয়ারের Hamlet নাটক থেকে নেওয়া।
- লাইনটি Act 2, Scene 2-এর অন্তর্ভুক্ত। Hamlet এই কথাটি Rosencrantz-কে উদ্দেশ্য করে বলে।
• Hamlet' in Shakespeare's Hamlet is a prince of - Denmark.
- Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature.
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5acts বিশিষ্ট।
- ১৫৯৯-১৬০১ সালের মধ্যে লেখা এই tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে।
- এর কেন্দ্রীয় চরিত্র Hamlet ছিলেন prince of Denmark যিনি জার্মানি থেকে নিজ দেশে ফিরে আসেন তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে এবং জানতে পারে যে তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী।
- সত্য উদঘাটনের পর বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে tragedy এর কাহিনি সামনে এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet এর মৃত্যুর মধ্যে দিয়ে এর সমাপ্তি ঘটে।
• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio,
- Polonius etc.
• Famous quotations of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend',
'There is divinity that shapes our end'.
Source: Britannica.
0
Updated: 2 months ago