শুদ্ধ বানান কোনটি?
A
অর্দিক্ষীত
B
অদিক্ষীত
C
অদীক্ষিত
D
অদীক্ষীত
উত্তরের বিবরণ
শব্দ: অদীক্ষিত
-
শুদ্ধ বানান: অদীক্ষিত
-
পদবিভাগ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ: দীক্ষালাভ করেনি এমন
উৎস:

0
Updated: 18 hours ago
'গির্জা' কোন ভাষার অন্তর্গত শব্দ?
Created: 3 weeks ago
A
ফারসি
B
পর্তুগিজ
C
ওলন্দাজ
D
পাঞ্জাবি
‘গির্জা’ শব্দের উৎস: বাংলা একাডেমীর আধুনিক বাংলা অভিধান অনুসারে, ‘গির্জা’ শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে।
-
অর্থ: খ্রিষ্টধর্ম অনুসারীদের উপাসনালয় বা প্রার্থনালয়।
-
কিছু গুরুত্বপূর্ণ পর্তুগিজ উৎসের বাংলা শব্দ:
-
আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, বালতি ইত্যাদি।
-
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

0
Updated: 3 weeks ago
'Look before you leap' এর সঠিক অনুবাদ কোনটি?
Created: 1 week ago
A
লাফ দেওয়ার আগে তাকাও।
B
ভাবিয়া করিও কাজ।
C
দেখে তারপর লাফ দাও।
D
আকাশকুসুম ভাবিও না।

0
Updated: 1 week ago
'অরবিন্দ' শব্দের অর্থ কী?
Created: 2 weeks ago
A
সূর্য
B
যোদ্ধা
C
বন
D
পদ্ম
'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 2 weeks ago