কোনটি বেশি স্থিতিস্থাপক?
A
ইস্পাত
B
রাবার
C
কাচ
D
পানি
উত্তরের বিবরণ
স্থিতিস্থাপকতা
কোনো বস্তুতে বল প্রয়োগ করলে যদি তার আকার, আয়তন কিংবা উভয়ই পরিবর্তিত হয় অর্থাৎ বস্তুটি বিকৃত হয়, এবং বল সরিয়ে নেয়ার পর যদি সেই বস্তু আবার আগের অবস্থায় ফিরে আসে—তাহলে এ ধর্মকে স্থিতিস্থাপকতা বলা হয়।
যেসব বস্তু বেশি বাধা দিতে পারে, অর্থাৎ বিকৃতি প্রতিরোধ করতে সক্ষম, তাদের স্থিতিস্থাপকতাও তুলনামূলকভাবে বেশি। উদাহরণস্বরূপ, লোহা রাবারের তুলনায় বেশি বাধা দেয়, তাই লোহার স্থিতিস্থাপকতা রাবারের চেয়ে বেশি।
স্থিতিস্থাপক সীমা
প্রত্যেক বস্তুই নির্দিষ্ট মাত্রার বাহ্যিক বল পর্যন্ত সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক আচরণ করে। এই নির্দিষ্ট মাত্রাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা।
বস্তুভেদে স্থিতিস্থাপক সীমার পরিমাণ ভিন্ন হয়। যেমন, ইস্পাতের স্থিতিস্থাপক সীমা খুব বেশি, অর্থাৎ এটি অনেক বেশি বল সহ্য করেও আগের অবস্থায় ফিরে যেতে পারে। অন্যদিকে, রাবারের স্থিতিস্থাপক সীমা তুলনামূলকভাবে কম।
তথ্যসূত্র: পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম (বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি), ড. শাহজাহান তপন।

0
Updated: 1 month ago
প্রকৃতিতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
Created: 2 months ago
A
পিতল
B
হীরা
C
ইস্পাত
D
গ্রানাইট
হীরকের ব্যবহার
-
কার্বন একটি অধাতু ও বিজারক প্রকৃতির মৌল।
-
কার্বনের কঠিন ও স্ফটিকাকার দানাদার রূপগুলোর মধ্যে হীরক (হীরা) ও গ্রাফাইট অন্যতম।
-
হীরক হলো প্রকৃতিতে পাওয়া সবচেয়ে কঠিন বা শক্ত পদার্থ।
-
এই কঠিনতা ও ধারযুক্ত গঠনের কারণে হীরক সাধারণত কাচ কাটার কাজে ব্যবহৃত হয়।
অতিরিক্ত তথ্য:
-
উল্লেখযোগ্যভাবে, প্রকৃতিতে পাওয়া সবচেয়ে শক্ত ধাতু হলো টাংস্টেন।
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।

0
Updated: 2 months ago
লোকভর্তি হল ঘরে শূন্য ঘরের চেয়ে শব্দ ক্ষীণ হয়, কারণ-
Created: 2 months ago
A
লোকভর্তি ঘরে মানুষের সোরগোল হয়
B
শূন্য ঘর নীরব থাকে
C
শূন্য ঘরে শব্দের শোষণ কম হয়
D
শূন্য ঘরে শব্দের শোষণ বেশি হয়
শব্দ হল একটি যান্ত্রিক এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ, যা বস্তুর কম্পনের মাধ্যমে সৃষ্টি হয়। যখন একটি ঘরে বেশি মানুষ বা আসবাবপত্র থাকে, তখন শব্দের অনেকাংশ সেগুলোর মাধ্যমে শোষিত হয়, ফলে শব্দের আওয়াজ কমে যায়।
তাই লোকভর্তি ঘরে শব্দের শোষণ বেশি হওয়ায় শব্দের গতি ও আওয়াজ ক্ষীণ অনুভূত হয়। অপরদিকে, শূন্য বা খালি ঘরে শব্দের শোষণ কম হওয়ায় শব্দ তুলনামূলকভাবে বেশি প্রবল শোনা যায়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 2 months ago
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
Created: 1 month ago
A
আর্লিবার্ড হল
B
এস্ট্রোলার হল
C
ওবেরী হল
D
কসমস
পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগের কৃত্রিম উপগ্রহ ছিল ইনটেলসেট-১, যেটি আর্লি বার্ড (Early Bird) নামেও পরিচিত।
এই উপগ্রহটি ১৯৬৫ সালের ৬ এপ্রিল মহাশূন্যে পাঠানো হয়।
নাসা এটি পৃথিবীর উপরে একটি নির্দিষ্ট কক্ষপথে (geosynchronous orbit) স্থাপন করে।
উৎস: নাসার ওয়েবসাইট

0
Updated: 1 month ago