আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
A
রেইনকোট
B
চিলেকোঠার সেপাই
C
অলাতচক্র
D
রাইফেল রোটি আওরাত
উত্তরের বিবরণ
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অধ্যাপক সুদীপ্ত শাহীন
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ
অন্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম:
-
‘চিলেকোঠার সেপাই’ – আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস
-
‘রেইনকোট’ – আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প
-
‘অলাতচক্র’ – আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উৎস:

0
Updated: 18 hours ago
‘লালসালু’ উপন্যাসের রচনাকাল কোনটি?
Created: 1 month ago
A
১৯৪৩ সালে
B
১৯৪৮ সালে
C
১৯৫২ সালে
D
১৯৭০ সালে
সৈয়দ ওয়ালীউল্লাহ তিনটি উপন্যাস রচনা করেন। যথা - লালসালু (১৯৪৮), চাঁদের অমাবস্যা (১৯৬৪) ও কাঁদো নদী কাঁদো (১৯৬৮)। লালসালু তার শ্রেষ্ঠ রচনা। উপন্যাসটি ফরাসি ভাষায় L Arbre Sams Maeme নামে ও ইংরেজি ভাষায় Tree Without Roots নামে প্রকাশিত হয়।

0
Updated: 1 month ago
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত উপন্যাস কোনটি?
Created: 3 days ago
A
পথের দাবী
B
গৃহদাহ
C
বড়দিদি
D
শ্রীকান্ত
‘বড়দিদি’ উপন্যাস:
-
প্রকাশকাল: ১৯১৩
-
রচয়িতা: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
প্রথম প্রকাশিত: সরলা দেবীর সম্পাদিত ‘ভারতী’ পত্রিকায়।
-
প্রাথমিক নাম: ‘শিশু’
-
উপন্যাসের মূল আকর্ষণ: নারী চরিত্রের সংযম ও মাধুর্য, শাস্ত্রশাসিত জীবন ও স্বাভাবিক প্রবৃত্তির মধ্যে টানাপোড়েন, এবং সহজ-সাবলীল ভাষা।
-
উল্লেখযোগ্য চরিত্র: সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, মাধবী, প্রমীলা
-
বড়দিদি চরিত্রের নাম: মাধবী
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সংক্ষিপ্ত পরিচয়:
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি জেলা
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (ভারতী পত্রিকায় ১৯০৭ সালে)
-
প্রথম প্রকাশিত গল্প: ‘মন্দির’, যার জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরস্কার লাভ
-
রাজনৈতিক উপন্যাস: ‘পথের দাবী’ (১৯২৬), ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
উৎস:

0
Updated: 3 days ago
‘মন্দির’ গল্পের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন পুরস্কার পান?
Created: 3 days ago
A
সাহিত্য একাডেমি পুরস্কার
B
আনন্দ পুরস্কার
C
কুন্তলীন সাহিত্য পুরস্কার
D
রবীন্দ্র পুরস্কার
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
জন্ম: ১৫ সেপ্টেম্বর ১৮৭৬, দেবানন্দপুর, হুগলি জেলা।
-
প্রথম প্রকাশিত গল্প: মন্দির (১৯০৩), যার জন্য তিনি কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
-
প্রথম প্রকাশিত উপন্যাস: বড়দিদি (১৯০৭, ভারতী পত্রিকা)।
-
রাজনৈতিক উপন্যাস: পথের দাবী (১৯২৬), যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
দেনা-পাওনা
-
বড়দিদি
-
বিরাজবৌ
-
পণ্ডিতমশাই
-
পরিণীতা
-
চন্দ্রনাথ
-
দেবদাস
-
চরিত্রহীন
-
গৃহদাহ
-
পথের দাবী
-
শেষ প্রশ্ন
-
শেষের পরিচয়
উৎস:

0
Updated: 3 days ago