শুদ্ধ বানান কোনটি?
A
অর্দিক্ষীত
B
অদিক্ষীত
C
অদীক্ষিত
D
অদীক্ষীত
উত্তরের বিবরণ
শব্দ: অদীক্ষিত
-
শুদ্ধ বানান: অদীক্ষিত
-
পদবিভাগ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত
-
অর্থ: দীক্ষালাভ করেনি এমন
উৎস:

0
Updated: 18 hours ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 2 weeks ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 weeks ago
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
Created: 3 weeks ago
A
অপগত
B
পরাগত
C
সমীভবন
D
বিষমীভবন
দুটি সমবর্ণের মধ্যে একটি পরিবর্তিত হয়ে ভিন্ন ব্যঞ্জনে পরিণত হলে সেই পরিবর্তনকে বিষমীভবন বলে। বিষমীভবন এর উদাহরণ: লাল > নাল, শরীর > শরীল, ললাট˃নলাট ইত্যাদি।

0
Updated: 3 weeks ago
কোন বাক্যটি শুদ্ধ?
Created: 4 weeks ago
A
আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত
B
আবশ্যকীয় ব্যয়ে কার্পণ্য অনুচিত
C
আবশ্যকীয় ব্যয়ে কার্পন্য অনুচিত
D
আবশ্যক ব্যয়ে কার্পন্য অনুচিত
আবশ্যক মানে হলো ― যা অত্যন্ত জরুরি, অপরিহার্য, প্রয়োজনীয়।
-
আবশ্যকীয় শব্দটি প্রমিত বাংলা অভিধান অনুযায়ী ব্যবহারযোগ্য নয়; এটি অপ্রচলিত ও অশুদ্ধ রূপ।
-
কার্পণ্য অর্থ কৃপণতা, অতি কঞ্জুসি।
-
কার্পন্য শব্দটিও অশুদ্ধ, এর সঠিক রূপ হলো কার্পণ্য।
তাই শুদ্ধ বাক্য হবে:
“আবশ্যক ব্যয়ে কার্পণ্য অনুচিত।”

0
Updated: 4 weeks ago