'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
উত্তরের বিবরণ
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:
0
Updated: 1 month ago
'রোগী পথ্য সেবন করে।' - এটি কোন বাচ্যের উদাহরণ?
Created: 1 month ago
A
কর্মকর্তৃবাচ্য
B
ভাববাচ্য
C
কর্তৃবাচ্য
D
কর্মবাচ্য
কর্তৃবাচ্য হলো সেই ধরনের বাক্য, যেখানে কর্তার অর্থ-প্রধান্য রক্ষিত থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়। এই ধরনের বাক্যে ক্রিয়াপদ সর্বদা কর্তার সাথে মিলিত থাকে। কর্তৃবাচ্যে সাধারণত—
-
কর্তা প্রথমা বা শূন্য বিভক্তিতে থাকে।
-
কর্ম দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তিতে থাকে।
উদাহরণ:
-
ছাত্ররা অঙ্ক করছে।
-
শিক্ষক ছাত্রদের পড়ান।
-
রোগী পথ্য সেবন করে।
0
Updated: 1 month ago
‘বিভাবরী’ শব্দের অর্থ -
Created: 1 month ago
A
যুদ্ধ
B
অজানা
C
রাত্রি
D
সূর্য
বিভাবরী শব্দের অর্থ হলো রাত্রি।
বিভাবরী এর সমার্থক শব্দ:
-
রাত্রি
-
রজনী
-
ক্ষণদা
-
নিশা
-
যামিনী
অন্যান্য শব্দ ও তাদের অর্থ:
-
অচিন = অচেনা, অজানা
-
আহব = যুদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি "দক্ষ” অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 months ago
A
পাকা আম খেতে মিষ্টি
B
পাকা সোনায় খাদ থাকে না।
C
শাড়িটির রং পাকা
D
ছেলেটি অংকে পাকা
ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।
0
Updated: 2 months ago