'দেখা যায় না এমন' এক কথায় কী বলে?
A
ভূতপূর্ব
B
অদৃশ্য
C
অদৃষ্ট
D
অদৃষ্টপূর্ব
উত্তরের বিবরণ
শব্দার্থ ও তাদের অর্থ
-
দেখা যায় না এমন, দৃষ্টির অগোচর – অদৃশ্য
-
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
-
দেখা হয়নি এমন – অদৃষ্ট
-
যা পূর্বে দেখা যায় নি এমন – অদৃষ্টপূর্ব
উৎস:

0
Updated: 18 hours ago
গঠন অনুসারে শব্দ কয় প্রকার?
Created: 4 weeks ago
A
পাঁচ
B
তিন
C
দুই
D
চার
গঠন অনুসারে শব্দ ২ প্রকার। মৌলিক শব্দ: গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। সাধিত শব্দ: নীলাকাশ, প্রশাসন, চলন্ত, ডুবুরি ইত্যাদি।

0
Updated: 4 weeks ago
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
Created: 5 days ago
A
সায়র
B
নীরদ
C
পয়োধি
D
জলধি
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
অন্যদিকে,
-------------
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।
উৎস:

0
Updated: 5 days ago
ব্যাকরণে কী নিয়ে আলোচনা করা হয়?
Created: 2 weeks ago
A
কেবল ধ্বনি নিয়ে
B
ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে
C
শুধু শব্দ নিয়ে
D
শুধু ভাষার উৎপত্তি নিয়ে
ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ
ব্যাকরণ:
-
ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়।
-
ব্যাকরণের কাজ হলো ধ্বনি, শব্দ, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য নির্ণয় করা।
বাংলা ব্যাকরণ:
-
যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে।
-
প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় ১৭৪৩ সালে, পর্তুগিজ ভাষায়।
-
এর লেখক ছিলেন মানোএল দা আসসুম্পসাঁউ।
-
তিনি তাঁর বাংলা-পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে এই ব্যাকরণ রচনা করেন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)

0
Updated: 2 weeks ago