ঘোষ ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
A
দ, ত, থ
B
ব, প, ফ
C
ছ, শ, খ
D
জ, ঘ, হ
উত্তরের বিবরণ
ঘোষ ও অঘোষ ব্যঞ্জনধ্বনি
-
ঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি হয় এমন ধ্বনিকে ঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: ব, ভ, ম, দ, ধ, ন, র, ল, ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, ঙ, হ
-
ঘোষ ব্যঞ্জনগুচ্ছ: জ, ঘ, হ
-
-
অঘোষ ব্যঞ্জন: উচ্চারণের সময় ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম হয় এমন ধ্বনিকে অঘোষ ধ্বনি বলে।
-
উদাহরণ: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, ক, খ
-
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি শুদ্ধ?
Created: 1 month ago
A
ঝরনা
B
গ্রামীন
C
বিদুষি
D
বাল্মীকী
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ঝরনা' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: গ্রামীন।
- শুদ্ধ: গ্রামীণ।
- অশুদ্ধ: বিদুষি।
- শুদ্ধ: বিদুষী।
- অশুদ্ধ:বাল্মীকী।
- শুদ্ধ:বাল্মীকি।
0
Updated: 1 month ago
কোন শব্দটির শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
Created: 1 month ago
A
অধীনস্ত
B
সৌন্দর্যতা
C
বিলাসবহুল
D
প্রসারতা
‘বিলাসবহুল’ শব্দটির প্রয়োগ শুদ্ধ। এর অর্থ হলো আমোদ-প্রমোদের পর্যাপ্ত ব্যবস্থাযুক্ত। শব্দটি সাধারণত এমন স্থান, বাড়ি, সামগ্রী বা পরিবেশ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে আরাম ও উপভোগের উপকরণ প্রচুর থাকে।
অন্য বিকল্পগুলোর অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধ রূপ হলো—
-
সৌন্দর্যতা → সৌন্দর্য
-
প্রসারতা → প্রসার
-
অধীনস্ত → অধীন
0
Updated: 1 month ago
কোনটি অপপ্রয়োগ?
Created: 2 months ago
A
জ্ঞানবান
B
অধীন
C
গণনীয়
D
ঘূর্ণীয়মান
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
| অশুদ্ধ শব্দ | শুদ্ধ শব্দ |
|---|---|
| আবশ্যকীয় | আবশ্যক |
| একত্রিত | একত্র |
| অধীনস্থ | অধীন |
| করিতকর্মী | করিতকর্মা |
| গণ্যনীয় | গণনীয় |
| জ্ঞানমান | জ্ঞানবান |
| ঘূর্ণীয়মান | ঘূর্ণায়মান |
| পুজ্য | পূজ্য |
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 2 months ago