মধ্যপদলোপী কর্মধারয় সমাস নয় কোনটি?
A
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
B
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
C
ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
D
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
উত্তরের বিবরণ
সমাসের উদাহরণ ও সংজ্ঞা
-
দ্বিতীয়া তৎপুরুষ সমাস: ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী
-
মধ্যপদলোপী কর্মধারয় সমাস: যে সমাসে ব্যাসবাক্যের মাঝের পদ লোপ হয়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলা হয়।
-
উদাহরণসমূহ:
-
সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
-
হাসি মাখা মুখ = হাসিমুখ
-
ঝাল মিশ্রিত মুড়ি = ঝালমুড়ি
-
প্রাণ যাওয়ার ভয় = প্রাণভয়
-
স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ
-
-
উৎস:

0
Updated: 18 hours ago
'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
Created: 3 weeks ago
A
তৎপুরুষ
B
কর্মধারয়
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ সমাস
যখন পূর্বপদের “র/এর” বিভক্তি weg掉 (লুপ্ত) হয়ে পরের পদে যুক্ত হয়, তখন যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
🔹 যেমন:
-
পুষ্পের সৌরভ → পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
আরও কিছু উদাহরণ
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ারের ঘাট → খেয়াঘাট
এগুলো ছাড়াও জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্গত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 weeks ago
কোনটি ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়?
Created: 5 days ago
A
মনোরমা
B
পশুপতি
C
হেমচন্দ্র
D
কুন্দনন্দিনী
‘মৃণালিনী’ হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি ঐতিহাসিক উপন্যাস (১৮৬৯)।
-
উপন্যাসটির পটভূমি ত্রয়োদশ শতাব্দীর বাংলাদেশ এবং তুর্কি আক্রমণ।
-
কাহিনীর মূল কেন্দ্রে রয়েছে মগধের রাজপুত্র হেমচন্দ্রের সঙ্গে মৃণালিনীর প্রণয়, এবং দেশরক্ষার জন্য হেমচন্দ্রের সংকল্প ও ব্যর্থতা।
-
এছাড়াও, রহস্যময়ী নারী মনোরমার কাহিনি উপন্যাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
-
এই উপন্যাসে বঙ্কিমের দেশাত্মবোধ এবং ইতিহাস জিজ্ঞাসা প্রকাশিত হয়েছে।
-
ইতিহাসের ঘটনার প্রেক্ষাপটে হেমচন্দ্র-মৃণালিনী এবং পশুপতি-মনোরমার প্রেমকাহিনি উপন্যাসের কেন্দ্রীয় বিষয়।
-
উপন্যাসে ঐতিহাসিক উপাদান নিয়ে জীবনকেন্দ্রিক বর্ণনাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
নোট: কুন্দনন্দিনী ‘মৃণালিনী’ উপন্যাসের চরিত্র নয়, এটি ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র।

0
Updated: 5 days ago
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসটির গ্রন্থাকারে প্রকাশকাল-
Created: 1 week ago
A
১৯২৬ সাল
B
১৯৩৬ সাল
C
১৯৩৮ সাল
D
১৯৪৮ সাল
‘পদ্মানদীর মাঝি’
-
রচয়িতা: মানিক বন্দ্যোপাধ্যায়
-
প্রকাশকাল: ১৯৩৪ সালে পূর্বাশা পত্রিকায় ধারাবাহিক প্রকাশ, ১৯৩৬ সালে গ্রন্থাকারে প্রকাশিত
-
ধরণ: সামাজিক উপন্যাস
-
বিষয়: পদ্মা তীরবর্তী ধীবর-জীবন
-
বিখ্যাত সংলাপ: "আমারে নিবা মাঝি লগে?" – কপিলা কুবেরকে উদ্দেশ্য করে
প্রধান চরিত্র:
-
কুবের
-
কপিলা
-
মালা
-
ধনঞ্জয়
-
গণেশ
-
শীতলবাবু
-
হোসেন মিয়া
মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে:
-
জন্ম: ১৯০৮, বিহারের সাঁওতাল পরগনার দুমকা
-
পৈতৃক নিবাস: ঢাকা জেলার বিক্রমপুরের নিকট মালবদিয়া গ্রাম
-
প্রকৃত নাম: প্রবোধকুমার, ডাকনাম: মানিক
-
ছোটবেলায় রচনা: অতসীমামী, দিবারাত্রির কাব্য
-
মোট প্রকাশনা: প্রায় অর্ধশতাধিক উপন্যাস ও ২৪৪ গল্প
-
জনপ্রিয় উপন্যাস: পদ্মানদীর মাঝি, পুতুলনাচের ইতিকথা
উল্লেখযোগ্য অন্যান্য উপন্যাস:
-
জননী
-
চিহ্ন
-
দিবারাত্রির কাব্য
-
শহরবাসের ইতিকথা
-
অহিংসা
-
শহরতলী
-
সোনার চেয়ে দামি
-
স্বাধীনতার স্বাদ
-
ইতিকথার পরের কথা
-
আরোগ্য
ভাষান্তর: ইংরেজি, রুশ, চীনা, চেক, নরওয়েজিয়ান, সুইডিশ

0
Updated: 1 week ago