সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত কোন গ্রন্থটি বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে বাজেয়াপ্ত করা হয়?
A
স্পেন বিজয় কাব্য
B
তারাবাঈ
C
অনল প্রবাহ
D
স্বজাতি প্রেম
উত্তরের বিবরণ
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত ‘অনল প্রবাহ’ মুসলিম জাগরণমূলক একটি কাব্য, যা ১৯০০ সালে প্রকাশিত হয়। কাব্যটি মুসলমানদের দুরবস্থা ও অধঃপতন তুলে ধরে এবং ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভ ও রোষ প্রকাশ করেছে। কাব্যটির মূল বার্তা হলো: “যা চলে গেছে তার জন্য শোক বৃথা, বরং জাতির হৃতগৌরব উদ্ধারের প্রচেষ্টা মুখ্য।”
-
প্রথম সংস্করণে কবিতা ছিল নয়টি:
-
অনল-প্রবাহ
-
তুর্যধ্বনি
-
মূর্ছনা
-
বীর-পূজা
-
অভিভাষণ: ছাত্রগণের প্রতি
-
মরক্কো-সঙ্কটে
-
আমীর-আগমনে
-
দীপনা
-
আমীর-অভ্যর্থনা
-
-
১৩১৫ বঙ্গাব্দে (১৯০৮) প্রকাশিত দ্বিতীয় সংস্করণ ছিল পরিবর্তিত ও বর্ধিত।
-
বর্ধিত সংস্করণের কারণে তৎকালীন বাংলার সরকার বইটি বাজেয়াপ্ত করে এবং সিরাজীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তিনি ফরাসি অধিকৃত চন্দননগরে ৮ মাস আত্মগোপন করেন এবং পরে আত্মসমর্পণ করলে বৃটিশ সরকারের বিরুদ্ধে বিদ্বেষ প্রচারের অভিযোগে দুই বছরের সশ্রম কারাদণ্ড লাভ করেন।
সিরাজীর অন্যান্য সাহিত্যকর্ম:
-
উপন্যাস: রায়নন্দিনী, তারাবাঈ, ফিরোজা বেগম
-
প্রবন্ধ: স্বজাতি প্রেম, তুর্কি নারী জীবন, স্পেনীয় মুসলান সভ্যতা
-
কাব্যগ্রন্থ: অনল প্রবাহ, উচ্ছ্বাস, উদ্বোধন, স্পেন বিজয় কাব্য
-
ভ্রমণকাহিনি: তুরস্ক ভ্রমণ
উৎস:

0
Updated: 18 hours ago
'বত্রিশ সিংহাসন' গ্রন্থটি রচনা করেন কে?
Created: 1 month ago
A
রামরাম বসু
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
D
রামমোহন রায়
বত্রিশ সিংহাসন
-
‘বত্রিশ সিংহাসন’ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
-
এটি ১৮০২ সালে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অনূদিত কাহিনি সংকলন।
-
বাংলা গদ্যের আদিপর্বের ইতিহাসে এই রচনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
-
তিনি ছিলেন সংস্কৃত পন্ডিত, ভাষাবিদ ও লেখক।
-
উইলিয়াম কেরীর সুপারিশে তিনি ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পন্ডিত নিযুক্ত হন।
-
এছাড়াও তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পন্ডিত হিসেবেও কাজ করেছেন।
-
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে তিনি সর্বাধিক গ্রন্থের রচয়িতা।
তার রচিত গ্রন্থসমূহ
-
বত্রিশ সিংহাসন
-
রাজাবলী
-
হিতোপদেশ
-
বেদান্তচন্দ্রিকা
-
প্রবোধচন্দ্রিকা প্রভৃতি
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া

0
Updated: 1 month ago
”হাজার বছর ধরে” উপন্যাসের মূল প্রতিপাদ্য-
Created: 4 weeks ago
A
বিরহ ও রোমান্সধর্মী
B
আবহমান বাংলার জীবন ও জনপদ
C
ঐতিহাসিক প্রক্ষাপট
D
পদ্মাপাড়ে জেলে জিবন
হাজার বছর ধরে
-
জহির রায়হানের শ্রেষ্ঠ উপন্যাস হলো ‘হাজার বছর ধরে’।
-
প্রকাশকাল: ১৯৬৪ সাল।
-
উপন্যাসটির মূল প্রতিপাদ্য → আবহমান বাংলার জীবন ও জনপদ।
-
এই উপন্যাসের জন্য তিনি আদমজি পুরস্কার লাভ করেন।
-
উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র, বাকিরা মৃত ও বিবর্ণ।
জহির রায়হান
-
তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী ও চলচ্চিত্র পরিচালক।
-
জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলার মজিপুর গ্রামে।
-
প্রকৃত নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
-
পাকিস্তানি সেনাদের গণহত্যা নিয়ে তিনি নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’।
-
ভাষা আন্দোলনের অভিজ্ঞতায় রচিত তাঁর উল্লেখযোগ্য উপন্যাস → ‘আরেক ফাল্গুন’।
-
জহির রায়হান নির্মিত প্রথম রঙিন চলচ্চিত্র → ‘সঙ্গম’।
-
১৯৭২ সালের ৩০ জানুয়ারি তিনি মিরপুর থেকে নিখোঁজ হন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম

0
Updated: 4 weeks ago
বাংলা সাহিত্যে গদ্যরীতির সূচনা হয় কবে থেকে?
Created: 4 days ago
A
আঠারো
B
সপ্তদশ
C
ষোল
D
পঞ্চদশ
বাংলা গদ্যের উৎপত্তি আধুনিক যুগের আগ পর্যন্ত সাহিত্যগুণসমৃদ্ধ কোনো গদ্যরচনার প্রমাণ পাওয়া যায় না। প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় ১৫৫৫ সালে কোচবিহারের রাজার লেখা আসামরাজকে একটি পত্র। ষোল শতক থেকে গদ্যরীতি শুরু হলেও উনিশ শতকের পূর্ব পর্যন্ত তা মূলত নিতান্ত প্রয়োজনীয় কাজে সীমাবদ্ধ থাকে, ফলে ভাষাগত দিক থেকে গদ্যের উৎকর্ষ সাধন সম্ভব হয়নি।
উৎস:

0
Updated: 4 days ago