'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
সাম্যবাদী
D
জিঞ্জির
উত্তরের বিবরণ
‘ধূমকেতু’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর অন্তর্গত।
-
অগ্নিবীণা হলো নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করেন।
-
কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
-
সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য নজরুলকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি লাভ করে।
-
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
-
উৎস:
0
Updated: 1 month ago
'পথের পাঁচালী' উপন্যাসটি প্রকাশিত হয় কবে?
Created: 2 months ago
A
১৯১৯ সালে
B
১৯২৯ সালে
C
১৯৩৯ সালে
D
১৯৪৯ সালে
• 'পথের পাঁচালী' উপন্যাস:
-
'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
-
এটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়।
-
উপন্যাসের পটভূমি বাংলাদেশের গ্রাম এবং তার পরিচিত মানুষের জীবন।
-
এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
-
উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
-
'পথের পাঁচালী'র নায়ক হলো বালক অপু।
প্রধান চরিত্র:
-
অপু
-
দুর্গা
-
ইন্দির ঠাকরুন
-
সর্বজয়া
অতিরিক্ত তথ্য:
-
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'পথের পাঁচালী' উপন্যাস।
0
Updated: 2 months ago
’বাবা যখন ছোট্ট ছিলেন’ কিশোর উপন্যাসটি কে রচনা করেন?
Created: 2 months ago
A
মাহমুদুল হক
B
নির্মলেন্দু গুণ
C
মুহম্মদ জাফর ইকবাল
D
শওকত আলী
নির্মলেন্দু গুণ
-
জন্ম: ১৯৪৫, নেত্রকোনার কাশবন গ্রামে।
-
সম্পূর্ণ নাম: নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী।
-
বাংলাদেশের কবিদের কবি বলা হয় তাঁকে।
-
১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রদান করা হয়।
-
এছাড়া ১৯৮২ সালে আলোল সাহিত্য পুরস্কার এবং ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।
তাঁর রচিত কিশোর উপন্যাস
-
কালো মেলা
-
বাবা যখন ছোট্ট ছিলেন
নির্মলেন্দু গুণের রচিত কাব্যগ্রন্থ
-
প্রেমাংশুর রক্ত চাই
-
না প্রেমিক না বিপ্লবী
-
পৃথিবীজোড়া গান
-
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী
-
চাষাভুষার কাব্য
-
নিশি কাব্য
-
কামকানন
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
রামায়ণের প্রথম বাংলা অনুবাদক -
Created: 1 month ago
A
বাল্মীকি
B
চন্দ্রাবতী
C
কৃত্তিবাস ওঝা
D
কবীন্দ্র পরমেশ্বর
রামায়ণ হলো একটি সংস্কৃত কাব্য, যা রচনা করেন বাল্মীকি। বাল্মীকি পূর্বে দস্যুবৃত্তি করতেন। বাংলা সাহিত্যে রামায়ণের প্রথম অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা, যিনি মধ্যযুগের অনুবাদ সাহিত্যের প্রথম সূচনা করেন। গিয়াসউদ্দিন আজম শাহের নির্দেশে কৃত্তিবাস রামায়ণ বাংলায় অনুবাদ করেন। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক ছিলেন চন্দ্রাবতী।
কৃত্তিবাস ওঝা:
-
সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক কবি।
-
জন্মস্থান: রাজশাহী জেলার প্রেমতলী নিকট, যা কিছু মতান্তরে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার গঙ্গাতীরবর্তী ফুলিয়া গ্রাম।
-
‘কৃত্তিবাসী রামায়ণ’ ১৮০২-০৩ সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রথমবার পাঁচ খণ্ডে মুদ্রিত হয়।
-
১৮৩০-৩৪ সালে জয়গোপাল তর্কালঙ্কারের সম্পাদনায় এর দ্বিতীয় সংস্করণ দু খণ্ডে প্রকাশিত হয়।
-
অদ্যাবধি রামায়ণের বিভিন্ন সংস্করণের মধ্যে শ্রীরামপুরের প্রথম সংস্করণের পাঠই সর্বোত্তম বলে বিবেচিত।
0
Updated: 1 month ago