'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
মুহম্মদ এনামুল হক
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
সুকুমার সেন
উত্তরের বিবরণ
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘জ্ঞানতাপস’ নামে পরিচিত এবং তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলেও অভিহিত করা হয়।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর বিখ্যাত উক্তি:
“আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।” -
১৯৫৯ সালে তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন।
-
তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এটি বাংলা ভাষার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষার অভিধান।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা ইত্যাদি
উৎস:

0
Updated: 18 hours ago
কোন বর্ণের নিজস্ব কোন ধ্বনি নেই?
Created: 4 weeks ago
A
ন
B
ম
C
ঞ
D
শ
ঞ (ঞ-কার) বর্ণের ধ্বনিগত ব্যবহার
-
নিজস্ব কোনো স্বতন্ত্র ধ্বনি নেই।
-
স্বতন্ত্র অবস্থায়:
ঞ বর্ণটি সাধারণত [অঁ] ধ্বনির মতো উচ্চারিত হয়। -
সংযুক্ত ব্যঞ্জনে:
ঞ বর্ণটি [ন্] ধ্বনির মতো উচ্চারিত হয়।
উদাহরণসমূহ
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জো]
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 4 weeks ago
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচিয়তা কে?
Created: 6 days ago
A
আনিস চৌধুরী
B
সৈয়দ মুজতবা আলী
C
জহির রায়হান
D
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম কেবল বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়েছে। তিনি ১৯৬৪ সালে রচিত “সীমানা ছাড়িয়ে” উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
উৎস:

0
Updated: 6 days ago
অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি?
Created: 3 weeks ago
A
প্রত্যয়
B
সন্ধি
C
সমাস
D
শব্দজোড়
অর্থতত্ত্ব
-
সংজ্ঞা: ব্যাকরণের সেই অংশ যেখানে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়। একে বাগার্থতত্ত্বও বলা হয়।
-
আলোচ্য বিষয়:
-
বিপরীত শব্দ
-
প্রতিশব্দ
-
শব্দজোড়
-
বাগধারা
-
শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা
-
-
অর্থাৎ, অর্থতত্ত্ব ব্যাকরণের সেই শাখা যা শব্দ ও বাক্যের অর্থবোধকে বিশ্লেষণ করে।
অন্য ব্যাকরণ শাখা:
-
ধ্বনিতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সন্ধি
-
রূপতত্ত্ব: প্রধান আলোচনা বিষয় – সমাস ও প্রত্যয়
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 3 weeks ago