'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
মুহম্মদ এনামুল হক
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
সুকুমার সেন
উত্তরের বিবরণ
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘জ্ঞানতাপস’ নামে পরিচিত এবং তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলেও অভিহিত করা হয়।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর বিখ্যাত উক্তি:
“আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।” -
১৯৫৯ সালে তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন।
-
তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এটি বাংলা ভাষার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষার অভিধান।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago
সুনীল গঙ্গোপাধ্যায়ের দেশবিভাগের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
Created: 1 month ago
A
নীলকণ্ঠ পাখির খোঁজে
B
কালো বরফ
C
কেয়াপাতার নৌকো
D
পূর্ব-পশ্চিম
পূর্ব-পশ্চিম উপন্যাস সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য
-
রচনা: সুনীল গঙ্গোপাধ্যায়
-
প্রকাশ: ১৯৮৯; ধারাবাহিকভাবে ‘দেশ’ পত্রিকায় প্রকাশিত
-
পটভূমি: ১৯৪৭ সালের ভারতবর্ষের দেশবিভাগ
-
কাহিনি সংক্ষেপ:
-
দেশভাগের ফলে দুই বাংলার হাজার হাজার পরিবার তাদের ভিটে ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়।
-
উপন্যাসটি দুই খণ্ডে বিভক্ত, যেখানে দেশবিভাগের বিচ্ছেদবেদনা, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট চিত্রিত।
-
কাহিনি বিস্তৃতভাবে বাংলাদেশের বিক্রমপুর থেকে আমেরিকার নিউইয়র্ক পর্যন্ত চলে।
-
-
ধরন: ঐতিহাসিক প্রেক্ষাপটভিত্তিক উপন্যাস; দুই বাংলার পরিবারের জীবন ও সংগ্রাম কেন্দ্র করে।
অন্যান্য দেশবিভাগভিত্তিক উপন্যাস:
-
অতীন বন্দ্যোপাধ্যায় – নীলকণ্ঠ পাখির খোঁজে
-
মাহমুদুল হক – কালো বরফ
-
প্রফুল্ল রায় – কেয়াপাতার নৌকো
0
Updated: 1 month ago
'মহেন্দ্র এবং আশালতা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
নৌকাডুবি
B
শেষের কবিতা
C
ঘরে-বাইরে
D
চোখের বালি
‘হিতকরী’ পত্রিকা
-
‘হিতকরী’ পত্রিকা ১৮৯০ খ্রিস্টাব্দে কুষ্টিয়ার লাহিনীপাড়া থেকে মীর মশাররফ হোসেনের সম্পাদনায় প্রকাশিত হয়।
-
পরবর্তীকালে এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মোসলেম উদ্দীন খান।
-
এই পত্রিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হতো—
-
বাঙালি মুসলমানদের মাতৃভাষা বাংলাচর্চা, এবং
-
হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা।
-
অন্য উল্লেখযোগ্য পত্রিকা ও সম্পাদকগণ
-
হিতবাদী → কৃষ্ণকমল ভট্টাচার্য
-
সুধাকর → শেখ আবদুর রহিম
-
স্বদেশ → আহমদ ছফা
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'সীমানা ছাড়িয়ে' উপন্যাসটির রচিয়তা কে?
Created: 1 month ago
A
আনিস চৌধুরী
B
সৈয়দ মুজতবা আলী
C
জহির রায়হান
D
সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক ছিলেন বাংলা সাহিত্যের একজন বহুমুখী প্রতিভা, যিনি একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক হিসেবে সমধিক পরিচিতি অর্জন করেছিলেন। তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর সাহিত্যকর্ম কেবল বাংলাদেশের ভেতরেই নয়, আন্তর্জাতিক পরিসরেও সমাদৃত হয়েছে। তিনি ১৯৬৪ সালে রচিত “সীমানা ছাড়িয়ে” উপন্যাসের জন্য বিশেষভাবে পরিচিত।
তাঁর রচিত কাব্যনাট্যগুলো হলো
-
পায়ের আওয়াজ পাওয়া যায়
-
নুরুলদীনের সারাজীবন
-
এখানে এখন
তাঁর উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলো হলো
-
তাস
-
শীত বিকেল
-
আনন্দের মৃত্যু
-
প্রাচীন বংশের নিঃস্ব সন্তান
-
জলেশ্বরীর গল্পগুলো
সৈয়দ শামসুল হকের কবিতা গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো
-
একদা এক রাজ্যে
-
বৈশাখে রচিত পঙ্ক্তিমালা
-
পরানের গহীন ভিতর
-
বেজান শহরের জন্য কোরাস
-
কাননে কানে তোমারই সন্ধানে
-
আমি জন্মগ্রহণ করিনি ইত্যাদি
উৎস:
0
Updated: 1 month ago