'কি চাহ শঙ্খচিল' মুক্তিযুদ্ধ বিষয়ক কোন ধরনের সাহিত্যকর্ম?
A
কাব্যগ্রন্থ
B
নাটক
C
উপন্যাস
D
চলচ্চিত্র
উত্তরের বিবরণ
মমতাজ উদ্দীন আহমেদ রচিত ‘কি চাহ শঙ্খচিল’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, যেখানে বীরাঙ্গনার জীবনকাহিনি কেন্দ্রীয় বিষয় হিসেবে ফুটে উঠেছে। ১৯৮৩-৮৪ সালে রচিত এই নাটকে প্রেম, স্বাধীনতা ও প্রতিবাদের অনন্য সমন্বয় ঘটেছে।
-
নাটকটি মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বীরাঙ্গনার গল্প তুলে ধরেছে।
-
শঙ্খচিল এখানে প্রতীকী রূপে ব্যবহৃত হয়েছে, যা একাত্তরের অশুভ শক্তি তথা শকুনের প্রতিচ্ছবি।
-
নাটকের প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের দ্বারা লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়।
-
রৌশনারার স্বামী লোভের বশে বীরাঙ্গনা স্ত্রীর নাম ভাঙিয়ে অর্থ উপার্জন করে।
-
নাটকটির মূল বক্তব্য হলো—বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য আত্মত্যাগ ও ত্যাগস্বীকারের বিনিময়ে।
উৎস:
0
Updated: 1 month ago
'প্রেম-পারিজাত' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
Created: 1 month ago
A
ফররুখ আহমেদ
B
কায়কোবাদ
C
মীর মশাররফ হোসেন
D
বেগম রোকেয়া
কায়কোবাদ আধুনিক বাংলা মহাকাব্য ধারার শেষ কবি হিসেবে পরিচিত। তিনি ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা শাহামতউল্লাহ আল কোরেশী ছিলেন ঢাকার জেলা-জজ আদালতের উকিল। প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, সাহিত্যিক ছদ্মনাম ‘কায়কোবাদ’। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য বিরহবিলাপ প্রকাশিত হয়।
-
প্রধান কাব্যগ্রন্থসমূহ:
-
কুসুম-কানন
-
অশ্রুমালা
-
মহাশ্মশান (পানিপথের তৃতীয় যুদ্ধ, ১৭৬১, অবলম্বনে রচিত)
-
শিব-মন্দির
-
অমিয়ধারা
-
শ্মশান-ভস্ম
-
মহরম শরীফ
-
-
কবির মৃত্যুর পর প্রকাশিত কাব্য:
-
প্রেমের ফুল
-
প্রেমের বাণী
-
প্রেম-পারিজাত
-
মন্দাকিনী-ধারা
-
গওছ পাকের প্রেমের কুঞ্জ
-
0
Updated: 1 month ago
'সুদীপ্ত শাহীন’ - মুক্তিযুদ্ধভিত্তিক কোন উপন্যাসের চরিত্র?
Created: 2 months ago
A
রাইফেল রোটি আওরাত
B
যাত্রা
C
জাহান্নম হইতে বিদায়
D
নেকড়ে অরণ্য
‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাস
-
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
-
এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হলো অধ্যাপক সুদীপ্ত শাহীন।
-
অন্যান্য উল্লেখযোগ্য চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
-
উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
আনোয়ার পাশার অন্যান্য উপন্যাসসমূহ
-
নিশুতি রাতের গাথা
-
নীড় সন্ধানী
-
রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
২) বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
'মৈমনসিংহ গীতিকা' এর ভূমিকা কে রচনা করেছেন?
Created: 1 month ago
A
চন্দ্রকুমার দে
B
দীনেশচন্দ্র সেন
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
রামরাম বসু
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগানসমূহকে একত্রিত করে মৈমনসিংহ গীতিকা নামে পরিচিতি দেওয়া হয়। এই গীতিকা সংগ্রহ ও প্রকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মৈমনসিংহ নিবাসী চন্দ্রকুমার দে দীনেশচন্দ্র সেনের নির্দেশে এসব গান সংগ্রহ করেন। ১৯২৩ সালে দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মৈমনসিংহ গীতিকা প্রকাশিত হয়, যার ভূমিকা রচিত হয়েছে দীনেশচন্দ্র সেনের দ্বারা। মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
-
গীতিকা ও রূপকথার সংখ্যা: ১০টি
-
গীতিকা ও রূপকথাসমূহ:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
-
0
Updated: 1 month ago