'কি চাহ শঙ্খচিল' মুক্তিযুদ্ধ বিষয়ক কোন ধরনের সাহিত্যকর্ম?
A
কাব্যগ্রন্থ
B
নাটক
C
উপন্যাস
D
চলচ্চিত্র
উত্তরের বিবরণ
মমতাজ উদ্দীন আহমেদ রচিত ‘কি চাহ শঙ্খচিল’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, যেখানে বীরাঙ্গনার জীবনকাহিনি কেন্দ্রীয় বিষয় হিসেবে ফুটে উঠেছে। ১৯৮৩-৮৪ সালে রচিত এই নাটকে প্রেম, স্বাধীনতা ও প্রতিবাদের অনন্য সমন্বয় ঘটেছে।
-
নাটকটি মুক্তিযুদ্ধ বিষয়ক এবং বীরাঙ্গনার গল্প তুলে ধরেছে।
-
শঙ্খচিল এখানে প্রতীকী রূপে ব্যবহৃত হয়েছে, যা একাত্তরের অশুভ শক্তি তথা শকুনের প্রতিচ্ছবি।
-
নাটকের প্রধান চরিত্র রৌশনারা হানাদারদের দ্বারা লাঞ্ছিত হওয়ার আগেই সন্তানসম্ভবা হয়।
-
রৌশনারার স্বামী লোভের বশে বীরাঙ্গনা স্ত্রীর নাম ভাঙিয়ে অর্থ উপার্জন করে।
-
নাটকটির মূল বক্তব্য হলো—বাংলার স্বাধীনতা অর্জিত হয়েছে অসংখ্য আত্মত্যাগ ও ত্যাগস্বীকারের বিনিময়ে।
উৎস:

0
Updated: 18 hours ago
'রাজলক্ষ্মী' চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-
Created: 4 months ago
A
বঙ্কিমচন্দ্র
B
শরৎচন্দ্র
C
তারাশংকর
D
নজরুল ইসলাম
• 'রাজলক্ষ্মী' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের 'শ্রীকান্ত' উপন্যাসের অন্তর্ভুক্ত একটি চরিত্র।
• 'শ্রীকান্ত' উপন্যাস:
- 'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। উপন্যাসটি চারটি খণ্ডে রচিত।
- প্রথম খণ্ড মাসিক 'ভারতবর্ষে' (১৯১৬-১৭)' শ্রীকান্তের ভ্রমণ কাহিনি নামে প্রকাশিত হয়।
- লেখকের নাম মুদ্রিত হয় 'শ্রী শ্রীকান্ত শর্মা'।
- ২য় ও ৩য় খণ্ডও মাসিক 'ভারতবর্ষে' প্রকাশিত হয়।
- তবে ৪র্থ খণ্ড প্রকাশিত হয় 'বিচিত্র' পত্রিকায়।
- 'শ্রীকান্ত' উপন্যাসের বিখ্যাত কিশোর চরিত্র হচ্ছে- 'ইন্দ্রনাথ'।
উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো:
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।
এ উপন্যাসের বিখ্যাত কিছু উক্তি:
- 'মধু থাকলেই মৌমাছি এসে জোটে তারা দেশ-বিদেশের বিচার করে না।'
- 'বড় প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলিয়া দেয়।'
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, শরৎচন্দ্র রচনাবলী এবং 'শ্রীকান্ত' উপন্যাস।

0
Updated: 4 months ago
'আঞ্চলিক ভাষার অভিধান' সম্পাদনা করেন কে?
Created: 18 hours ago
A
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
B
মুহম্মদ এনামুল হক
C
ড. মুহম্মদ শহীদুল্লাহ্
D
সুকুমার সেন
ড. মুহম্মদ শহীদুল্লাহ ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন খ্যাতিমান বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক। তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ‘জ্ঞানতাপস’ নামে পরিচিত এবং তাঁকে ‘চলিষ্ণু অভিধান’ বলেও অভিহিত করা হয়।
-
১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর বিখ্যাত উক্তি:
“আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।” -
১৯৫৯ সালে তিনি ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ রচনা করেন।
-
তিনি বাংলা একাডেমির ‘আঞ্চলিক ভাষার অভিধান’ সম্পাদনা করেন, যা প্রথম প্রকাশিত হয় ১৯৬৫ সালে। এটি বাংলা ভাষার প্রথম ও অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক ভাষার অভিধান।
তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
-
ভাষা ও সাহিত্য
-
বাঙ্গালা ব্যাকরণ
-
বাংলা সাহিত্যের কথা ইত্যাদি
উৎস:

0
Updated: 18 hours ago
কোনটি ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস?
Created: 5 days ago
A
রেইনকোট
B
খোয়াবনামা
C
দোজখের ওম
D
চিলেকোঠার সেপাই
চিলেকোঠার সেপাই ও আখতারুজ্জামান ইলিয়াস
-
‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসটি বিশিষ্ট কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস রচিত। এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
-
উপন্যাসটি উনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত।
-
প্রধান চরিত্র ওসমান, যে কোনো বাড়ির চিলেকোঠায় থাকলেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের সঙ্গে মিলিত হয়েছিল।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত অন্যান্য গ্রন্থ:
-
উপন্যাস:
-
চিলেকোঠার সেপাই
-
খোয়াবনামা
-
-
গল্পগ্রন্থ:
-
খোয়ারি
-
দুধেভাতে উৎপাত
-
দোজখের ওম
-
উল্লেখযোগ্য তথ্য:
-
‘রেইনকোট’ তার মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
-
‘খোয়াবনামা’ উপন্যাসে গ্রাম বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন, ফকির-সন্ন্যাসী বিদ্রোহ, আসামের ভূমিকম্প, তেভাগা আন্দোলন, ১৯৪৩ সালের মন্বন্তর এবং পাকিস্তান আন্দোলনসহ অসাম্প্রদায়িক দাঙ্গার ঐতিহাসিক উপাদান নিপুণভাবে উপস্থাপন করা হয়েছে।

0
Updated: 5 days ago