'স্বভাবকবি' হিসেবে পরিচিত ছিলেন কোন পাঁচালিকার?
A
রামনিধি গুপ্ত
B
ফকির গরীবুল্লাহ
C
দাশরথি রায়
D
রামরাম বসু
উত্তরের বিবরণ
দাশরথি রায় ছিলেন উনবিংশ শতকের একজন স্বভাবকবি ও খ্যাতনামা পাঁচালিকার। তিনি ১৮০৬ সালে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাটোয়া মহকুমার বাঁধমুড়া গ্রামের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ‘দাশু রায়’ নামেও পরিচিত ছিলেন।
-
জন্ম: ১৮০৬, বাঁধমুড়া গ্রাম, কাটোয়া মহকুমা, বর্ধমান জেলা
-
তিনি স্বভাবকবি ও পাঁচালিকার হিসেবে পরিচিত ছিলেন।
-
১৮৩৬ সালে আখড়া গঠন করে ছড়া ও পাঁচালি রচনায় মনোনিবেশ করেন।
-
অল্পদিনের মধ্যেই নবদ্বীপের পণ্ডিতসমাজে খ্যাতি অর্জন করেন।
-
তাঁর গান রাগসুরে রচিত হতো এবং তাতে টপ্পা অঙ্গের ব্যবহার বিশেষভাবে লক্ষণীয়।
-
তিনি পাঁচালিকে বিভিন্ন শ্রেণির শ্রোতাদের উপভোগ্য করে তোলেন।
-
তাঁর রচিত পাঁচালি ‘দাশুরায়ের পাঁচালি’ নামে খ্যাত।
উৎস:
0
Updated: 1 month ago
'রাইফেল রোটি আওরাত' উপন্যাসের রচয়িতা কে?
Created: 3 months ago
A
হাসান হাফিজুর রহমান
B
জহির রায়হান
C
শহীদুল্লাহ কায়সার
D
আনোয়ার পাশা
রাইফেল রােটি আওরাত
- 'রাইফেল রােটি আওরাত' (১৯৭৩) আনােয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- অধ্যাপক সুদীপ্ত শাহীন এই উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র।
- এই উপন্যাসের অন্যান্য চরিত্রগুলাে হচ্ছে: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ।
- উপন্যাসটি মুক্তিযুদ্ধকালীন সময়েই রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
---------------------------
• আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা ছিলেন কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক।
- তাঁর জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।
- তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সিনিয়র লেকচারার।
- তাঁর সাহিত্যকর্মে গভীর দেশাত্মবোধ, মননশীলতা এবং প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চিন্তাচেতনার পরিচয় পাওয়ার যায়।
• আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।
• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
0
Updated: 3 months ago
‘মহুয়া’ পালার রচয়িতা কে?
Created: 1 month ago
A
চন্দ্রাবতী
B
দ্বিজ ঈশান
C
দ্বিজ কানাই
D
দ্বিজ বংশীদাস
'মহুয়া' পালা হলো ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত গানগুলোর মধ্যে অন্যতম, যা ময়মনসিংহ গীতিকার বৈশিষ্ট্য সুন্দরভাবে ফুটিয়ে তোলে। এই পালার রচয়িতা ছিলেন দ্বিজ কানাই, যিনি নমশূদ্রের ব্রাহ্মণ কবি ছিলেন। অধ্যাপক দীনেশচন্দ্রের ধারণা অনুযায়ী, দ্বিজ কানাই প্রায় ১৬৫০ খ্রিস্টাব্দের দিকে এই পালা রচনা করেছিলেন। কাহিনীর সঙ্গে কবির ব্যক্তিগত প্রেমবঞ্চনার বেদনার সাদৃশ্যও লক্ষ্য করা যায়।
মহুয়ার পালার প্রধান চরিত্র:
-
মহুয়া
-
নদের চাঁদ
-
হুমরা বেদে
-
সাধু
0
Updated: 1 month ago
প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ কোনটি?
Created: 2 months ago
A
মৃত্তিকা
B
প্রতিধ্বনি
C
প্রতিশোধ
D
কুয়াশা
প্রেমেন্দ্র মিত্র
-
প্রেমেন্দ্র মিত্র ছিলেন একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক ও সম্পাদক।
-
তিনি ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশীতে জন্মগ্রহণ করেন।
-
তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক হিসেবে পরিচিত ছিলেন।
-
কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে তিনি ১৯২০ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন।
তাঁর রচিত গল্পগ্রন্থসমূহ
-
পঞ্চশর
-
বেনামী বন্দর
-
পুতুল ও প্রতিমা
-
মৃত্তিকা প্রভৃতি
তাঁর রচিত উপন্যাসসমূহ
-
পাঁক
-
কুয়াশা
-
মিছিল
-
উপনয়ন
-
আগামীকাল
-
প্রতিশোধ
-
প্রতিধ্বনি ফেরে প্রভৃতি
উৎস:
১) বাংলাপিডিয়া
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
0
Updated: 2 months ago