'চোখের বালি' উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র কোনটি?
A
চারুলতা
B
শান্তিলতা
C
আশালতা
D
কিরণলতা
উত্তরের বিবরণ
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত "চোখের বালি" বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস হিসেবে খ্যাত। এটি ১৯০৩ সালে প্রকাশিত হয় এবং বাংলা উপন্যাস ধারায় এক নতুন দিকের সূচনা করে। এই উপন্যাসে লেখক সমসাময়িক সমাজের পাত্রপাত্রী ব্যবহার করেছেন এবং কাহিনির চেয়ে মানবচরিত্রের জটিলতা ও মানসিক সংকটকে প্রধান করে তুলেছেন।
-
চোখের বালি প্রকাশিত হয় ১৯০৩ সালে।
-
এটি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
-
রবীন্দ্রনাথ এই উপন্যাসে কাহিনির পরিবর্তে চরিত্রের মানসিক সংকট, আশা-আকাঙ্খা, প্রেম ও দুঃখকে কেন্দ্র করে কাহিনি নির্মাণ করেন।
-
বিনোদিনী ছিলেন বিধবা, এবং তার জীবনসংগ্রাম ও মানসিক দ্বন্দ্ব উপন্যাসের কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
-
আশালতা ছিলেন মহেন্দ্রর স্ত্রী ও পতিব্রতা, কিন্তু মহেন্দ্র তার স্ত্রীর ভালোবাসা উপেক্ষা করে বিধবা বিনোদিনীর প্রতি আকৃষ্ট হন।
-
উপন্যাসে লেখক সমসাময়িক সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তুলেছেন।
প্রধান চরিত্রগুলো হলো:
-
বিনোদিনী
-
মহেন্দ্র
-
আশালতা
-
বিহারী
-
রাজলক্ষী প্রমুখ
উৎস:

0
Updated: 18 hours ago
আনোয়ার পাশা রচিত উপন্যাস কোনটি?
Created: 18 hours ago
A
রেইনকোট
B
চিলেকোঠার সেপাই
C
অলাতচক্র
D
রাইফেল রোটি আওরাত
‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) আনোয়ার পাশা রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত এবং ১৯৭৩ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: অধ্যাপক সুদীপ্ত শাহীন
-
অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র: ড. খালেক, ড. মালেক, ছাবেদ আলী, হাসমত, জামাল সাহেব প্রমুখ
অন্য মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যকর্ম:
-
‘চিলেকোঠার সেপাই’ – আখতারুজ্জামান ইলিয়াসের প্রথম উপন্যাস
-
‘রেইনকোট’ – আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প
-
‘অলাতচক্র’ – আহমদ ছফা রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
উৎস:

0
Updated: 18 hours ago
'তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?' কোন উপন্যাসে আছে?
Created: 6 days ago
A
বঙ্কিমচন্দ্রের 'কপালকুণ্ডলা'
B
রবীন্দ্রনাথের 'গোরা'
C
শরৎচন্দ্রের 'চরিত্রহীন'
D
বিভূতিভূষণের 'আরণ্যক'
‘তুমি অধম তাই বলিয়া আমি উত্তম না হইব কেন?’ লাইনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাস থেকে নেওয়া। এটি উপন্যাসের চরিত্র ও নৈতিক দ্বন্দ্বকে প্রকাশ করে।
-
উপন্যাসের অংশবিশেষ:
• যাত্রীরা নবকুমার ব্যতীত স্বদেশে ফেরার সিদ্ধান্ত নেন। নবকুমার সমুদ্রতীরে বনবাসে বিসর্জিত হন।
• যে ব্যক্তি পরের উপবাস নিবারণার্থে কাষ্ঠাহরণে যায় না, তাকে উপহাস করা হয়। বনবাসিত ব্যক্তি যতবারই বনবাসে পাঠানো হোক, তার স্বভাব অনুযায়ী সে পুনরায় কাষ্ঠাহরণে যাবে।
• নবকুমার নিজকে উত্তম হিসেবে দাবি করেন, কারণ তিনি অধম বলেই অন্যের সাথে তুলনা করেন না। -
‘কপালকুণ্ডলা’ সম্পর্কিত তথ্য:
• রচয়িতা: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; এটি তার দ্বিতীয় সার্থক উপন্যাস।
• প্রকাশিত: ১৮৬৬ সালে।
• কাহিনী কেন্দ্র করে এক অরণ্যের কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলা।
• বঙ্কিমের জীবদ্দশাতেই উপন্যাসের আটটি সংস্করণ হয়।
• উল্লেখযোগ্য চরিত্র: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক।
• উপন্যাসের সংলাপ “পথিক তুমি পথ হারাইয়াছ।” বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ হিসেবে বিবেচিত। -
অন্য গুরুত্বপূর্ণ উপন্যাসের তুলনামূলক বিশ্লেষণ:
• ‘গোরা’ (১৯১০) – রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম রাজনৈতিক উপন্যাস।
-
প্রকাশিত: ১৯০৮ সালে ‘প্রবাসী’ পত্রিকায়।
-
বিষয়: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, নারীমুক্তি।
-
চরিত্র: গোরা, সুচরিতা, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।
-
কাহিনী: ব্যক্তির সঙ্গে সমাজ, সমাজের সঙ্গে ধর্ম, ধর্মের সঙ্গে সত্যের দ্বন্দ্ব ও সমন্বয়।
• ‘চরিত্রহীন’ (১৯১৭) – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা।
-
বিষয়: প্রথা বহির্ভূত প্রেম ও নারীপুরুষ সম্পর্ক।
-
চরিত্র: চারটি নারী চরিত্র, প্রধান: সাবিত্রী ও কিরণময়ী।
• ‘আরণ্যক’ (১৯৩৯) – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচনা।
-
ভিত্তি: বনাঞ্চলে বাস্তব অভিজ্ঞতা ও অরণ্যবাসী মানুষের সংস্পর্শ।
-
বিষয়: মানুষ ও প্রকৃতির সম্পর্ক, দুঃখ-দারিদ্র্য, আশা ও আনন্দ।
-
কাহিনী: ডায়েরিরীতিতে উত্তমপুরুষের জবানিতে রচিত; অরণ্যের সৌন্দর্য, ভয়ালতা, বনবাসী সংস্কার ও আর্য-অনার্য সভ্যতার দ্বন্দ্ব।
-
উল্লেখযোগ্য চরিত্র: ভানুমতী, বনোয়ারী, দোবরু পান্না, বুদ্ধ সিংহ, খাম্বা।
-

0
Updated: 6 days ago
নিচের কোনটি জসীম উদ্দীনের রচিত গানের সংকলন নয়?
Created: 3 days ago
A
গাঙের পাড়
B
জারিগান
C
রঙ্গিলা নায়ের মাঝি
D
রাখালী
জসীম উদ্দীন
-
জন্ম: ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে
-
পরিচয়: প্রখ্যাত বাঙালি কবি ও শিক্ষাবিদ, কর্মজীবন শুরু পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে
-
উপাধি: 'পল্লিকবি'
গানের সংকলন:
-
রঙিলা নায়ের মাঝি
-
গাঙ্গের পাড়
-
জারিগান
কাব্যগ্রন্থ:
-
রাখালী (প্রথম কাব্যগ্রন্থ, প্রকাশিত ১৯২৭)
উৎস:

0
Updated: 3 days ago