বাংলাদেশ সরকার কত সালে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ পাস করে?
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
উত্তরের বিবরণ
পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ অনুযায়ী, প্রতিটি সন্তানকে তার মা-বাবার ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক।
-
বাংলাদেশ সরকার ২০১৩ সালের ২৫ অক্টোবর এই আইন পাস করে।
-
আইন অনুযায়ী, যদি কোনো মা-বাবার একাধিক সন্তান থাকে, তাহলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন।
-
এ দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্ট সন্তানরা শাস্তির আওতায় আসবেন।
৫ ধারার (১) অনুযায়ী শাস্তি:
-
প্রবীণ ব্যক্তি তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনলে এবং অভিযোগ প্রমাণিত হলে, সন্তানদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।
-
যদি সন্তানের স্ত্রী, ছেলেমেয়ে বা নিকটাত্মীয় বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব পালনে বাধা প্রদান করে, তবে তারা একই শাস্তির অধীন হবেন।
উৎস:
0
Updated: 1 month ago
২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির বৃহত্তম বাজার কোনটি?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
কানাডা
C
ইউরোপীয় ইউনিয়ন
D
যুক্তরাজ্য
বাংলাদেশের তৈরি পোশাক (RMG) খাত দেশের অর্থনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত, যা বৈশ্বিক বাজারে ব্যাপকভাবে পরিচিত। ২০২৪-২৫ অর্থবছরে এই খাত থেকে ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে এবং রপ্তানি খাতে ৮.৮৪% প্রবৃদ্ধি দেখা গেছে।
-
প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): বাংলাদেশের RMG রপ্তানির সবচেয়ে বড় বাজার, যেখানে রপ্তানি হয়েছে ১৯.৭১ বিলিয়ন ডলার (মোট রপ্তানির ৫০.১০%)।
-
যুক্তরাষ্ট্র: একক দেশ হিসেবে সর্বোচ্চ রপ্তানি, যা ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)।
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
-
ইইউ ভেতরের দেশ ভিত্তিক রপ্তানি:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
-
-
বিশ্ববাজারে অবস্থান: বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-এর ‘World Trade Statistics: Key Insights and Trends 2024’ প্রতিবেদনের অনুসারে, চীনের পর বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে নিজের অবস্থান বজায় রেখেছে।
0
Updated: 1 month ago
মারমা জাতিগোষ্ঠী গ্রামকে তাদের ভাষায় কী বলে?
Created: 2 months ago
A
রোয়া
B
পুঞ্জি
C
রোয়াজা
D
কার্বারি
মারমা
-
বাংলাদেশের পার্বত্য অঞ্চলের নৃগোষ্ঠীগুলোর মধ্যে জনসংখ্যার দিক থেকে মারমাদের অবস্থান দ্বিতীয়।
-
অধিকাংশ মারমা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় বসবাস করেন। 'মারমা' শব্দটি ‘ম্রাইমা’ থেকে উদ্ভূত।
-
পার্বত্য অঞ্চলে বোমাং সার্কেলের অন্তর্ভুক্ত মারমা সমাজের প্রধান বোমাং চিফ বা বোমাং রাজা।
-
প্রত্যেক মৌজায় বিভিন্ন গ্রাম থাকে, এবং গ্রামবাসী গ্রামের প্রধান মনোনীত করে।
-
মারমারা গ্রামকে তাঁদের ভাষায় ‘রোয়া’ এবং গ্রামের প্রধানকে ‘রোয়াজা’ বলে।
-
মারমাদের জীবিকার প্রধান উপায় কৃষি, এবং তাদের চাষাবাদের প্রধান পদ্ধতি জুম।
-
মারমারা বৌদ্ধ ধর্মাবলম্বী এবং এই ধর্মের অনুষ্ঠানাদি উদযাপন করে।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৮ম শ্রেণি।
0
Updated: 2 months ago
রাজনৈতিক দল কীসের উপর ভিত্তি করে গড়ে উঠে?
Created: 2 months ago
A
মত, পথ ও আদর্শের ভিত্তিতে
B
স্বজাতিবোধের ভিত্তিতে
C
সম্পর্কের ভিত্তিতে
D
ন্যায়নীতির ভিত্তিতে
বাংলাদেশে রাজনৈতিক দলের সমস্যাবলী:
- বাংলাদেশ একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র।
- গণতন্ত্রের আদর্শকে সফলভাবে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থাকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
- যেকোনো ধরনের মত, পথ ও আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশে রাজনৈতিক দল গড়ে উঠতে পারে।
- যেকোনো গোষ্ঠী বা দল প্রচলিত বিধির আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো রাজনৈতিক দল গঠন করতে পারে।
- বর্তমানে বিরাজমান এত অধিকসংখ্যক রাজনৈতিক দল কোন দেশের জন্য সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না।
- বাংলাদেশে রাজনৈতিক দলের অন্যতম সমস্যা হচ্ছে এ দলগুলো বিভিন্ন রকম।
- রক্ষণশীল, উদারনৈতিক, প্রগতিশীল, প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আছে যারা কোন পরিবর্তন চায় না।
- ধনিক শ্রেণি নিয়ে তাদের দল গঠিত। তারা পুরোমাত্রায় রক্ষণশীল। এই দল গুলোর সমর্থকগণ রক্ষণশীল।
- আবার কতগুলো দল আছে যারা বর্তমান সমাজ ভেঙ্গে নতুন সমাজ গড়তে চায়।
- এই দলের সমর্থকগণ প্রগতিশীল হিসেবে পরিচিত।
তথ্যসূত্র - পৌরনীতি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 2 months ago