সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেয়া আছে?
A
১৪৯ নং অনুচ্ছেদে
B
১৫১ নং অনুচ্ছেদে
C
১৫২ নং অনুচ্ছেদে
D
১৫৩ নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ আইনের সংজ্ঞা ও কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রদান করে।
-
আইন: কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি।
-
অধিবেশন (সংসদ-প্রসঙ্গে): সংবিধান প্রবর্তনের পর, বা সংসদ একবার স্থগিত বা ভেঙে গেলে যখন প্রথম মিলিত হয়, সেই সময় থেকে সংসদ স্থগিত বা ভেঙে যাওয়া পর্যন্ত চলা বৈঠকসমূহ।
-
অবসর-ভাতা: আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক, যে কোনো অবসর-ভাতা যা কোনো ব্যক্তিকে বা তার ক্ষেত্রে প্রদান করা হয়; এছাড়া ভবিষ্যত তহবিলের চাঁদা বা সংযোজিত অতিরিক্ত অর্থ এবং অবসরকালীন বেতন বা আনুতোষিক অন্তর্ভুক্ত।
প্রাসঙ্গিক অন্যান্য অনুচ্ছেদ:
-
১৪৯ নং অনুচ্ছেদ: প্রচলিত আইনের হেফাজত।
-
১৫১ নং অনুচ্ছেদ: রহিতকরণ।
-
১৫৩ নং অনুচ্ছেদ: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।
উৎস:

0
Updated: 19 hours ago
বিজিএমইএ এর বর্তমান সভাপতি কে? (সেপ্টেম্বর, ২০২৫)
Created: 6 days ago
A
খন্দকার রফিকুল ইসলাম
B
রুবানা হক
C
ইনামুল হক খান
D
মাহমুদ হাসান খান
বর্তমানে মাহমুদ হাসান খান বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত এবং ২০২৫–২০২৭ মেয়াদে বিজিএমইএ-এর নেতৃত্বে এসেছেন। (BSS)
বিজিএমইএ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
-
বিজিএমইএ-এর পূর্ণরূপ হলো বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন।
-
এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অন্যতম বৃহত্তম ট্রেড অ্যাসোসিয়েশন।
-
সংগঠনটি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
-
প্রতিষ্ঠার পর থেকে, বিজিএমইএ সরকারের নীতি সমর্থন, সদস্যদের সেবা, শ্রমিকদের অধিকার নিশ্চিতকরণ এবং কারখানায় সামাজিক সম্মতি প্রতিষ্ঠার মাধ্যমে পোশাক শিল্পের উন্নয়নে কাজ করে আসছে।
-
বিজিএমইএ বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে ব্র্যান্ড ও উন্নয়ন অংশীদারসহ স্থানীয় ও আন্তর্জাতিক স্টেকহোল্ডারদের সঙ্গে সহযোগিতা করে।
-
বর্তমানে বিজিএমইএ-এর নিবন্ধিত পোশাক কারখানার সংখ্যা প্রায় চার হাজার।

0
Updated: 6 days ago
২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্য কত?
Created: 5 days ago
A
৭.৫%
B
৬.৫%
C
৫.৫%
D
৮.৫%
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- 'বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়'।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
- বাজেটে করমুক্ত আয়সীমায় নতুন সংযুক্ত- "জুলাই যোদ্ধা"।

0
Updated: 5 days ago
‘রূপকথা’ কোন ফসলের জাত?
Created: 2 weeks ago
A
ভুট্টা
B
গম
C
ধান
D
আখ
রূপকথা ধানের জাত
-
রূপকথা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত একটি উচ্চ ফলনশীল ধান।
বিভিন্ন ফসলের উন্নত জাত
-
গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী, আকবর।
-
ধান: ইরাটম, ব্রি হাইব্রিড–১, চান্দিনা, হীরা, মালা, বিপ্লব, দুলাভোগ, মোহিনী, সুফলা, আশা, প্রগতি।
-
তামাক: সুমাত্রা, ম্যানিলা।
-
ভুট্টা: বর্ণালী, শুভ্রা, উত্তরণ।
-
আম: মহানন্দা, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙ্গা, ক্ষীরসাপাতি, মােহনভােগ।
-
টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
-
মরিচ: যমুনা।
-
বেগুন: শুকতারা, নয়নতারা, তারাপুরী, ইসলামপুরী, কাজলা, বিজয়, মুক্তকেশী, ঝুমকো।
-
আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা, চিনেলা।
-
তুলা: সিবি–১০, রূপালী, ডেলফোজ।
-
আনারস: জায়ান্ট কিউ, হানি কুইন, ঘোড়াশাল, জলঢুপি।
উৎস: কৃষি তথ্য সার্ভিস

0
Updated: 2 weeks ago