সংবিধানের কোন অনুচ্ছেদে আইনের ব্যাখ্যা দেয়া আছে?
A
১৪৯ নং অনুচ্ছেদে
B
১৫১ নং অনুচ্ছেদে
C
১৫২ নং অনুচ্ছেদে
D
১৫৩ নং অনুচ্ছেদে
উত্তরের বিবরণ
বাংলাদেশের সংবিধানের ১৫২ নং অনুচ্ছেদ আইনের সংজ্ঞা ও কিছু প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রদান করে।
-
আইন: কোনো আইন, অধ্যাদেশ, বিধি, প্রবিধান, উপআইন, বিজ্ঞপ্তি বা অন্যান্য আইনগত দলিল এবং বাংলাদেশে আইনের ক্ষমতাসম্পন্ন যেকোনো প্রথা বা রীতি।
-
অধিবেশন (সংসদ-প্রসঙ্গে): সংবিধান প্রবর্তনের পর, বা সংসদ একবার স্থগিত বা ভেঙে গেলে যখন প্রথম মিলিত হয়, সেই সময় থেকে সংসদ স্থগিত বা ভেঙে যাওয়া পর্যন্ত চলা বৈঠকসমূহ।
-
অবসর-ভাতা: আংশিকভাবে প্রদেয় হোক বা না হোক, যে কোনো অবসর-ভাতা যা কোনো ব্যক্তিকে বা তার ক্ষেত্রে প্রদান করা হয়; এছাড়া ভবিষ্যত তহবিলের চাঁদা বা সংযোজিত অতিরিক্ত অর্থ এবং অবসরকালীন বেতন বা আনুতোষিক অন্তর্ভুক্ত।
প্রাসঙ্গিক অন্যান্য অনুচ্ছেদ:
-
১৪৯ নং অনুচ্ছেদ: প্রচলিত আইনের হেফাজত।
-
১৫১ নং অনুচ্ছেদ: রহিতকরণ।
-
১৫৩ নং অনুচ্ছেদ: প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ।
উৎস:
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত বিধান উল্লেখ রয়েছে?
Created: 1 month ago
A
৫৮ অনুচ্ছেদ
B
৫৯ অনুচ্ছেদ
C
৬৯ অনুচ্ছেদ
D
৬৮ অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানের ৫৯ অনুচ্ছেদে স্থানীয় সরকার সম্পর্কিত মৌলিক বিধান প্রদান করা হয়েছে, যা তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে করা হয়েছে।
সংবিধানে স্থানীয় সরকার সম্পর্কিত বিধান:
-
স্থানীয় সরকারকে প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান এবং জনগণের অংশগ্রহণের গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
-
সংবিধানে স্থানীয় সরকার সংক্রান্ত ৪টি অনুচ্ছেদ রয়েছে: অনুচ্ছেদ ৯, ১১, ৫৯ এবং ৬০।
-
এসব অনুচ্ছেদে স্থানীয় সরকারের ভূমিকা ও কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।
অনুচ্ছেদ অনুযায়ী সংক্ষিপ্ত বিবরণ:
-
অনুচ্ছেদ ৯: স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং কৃষক, শ্রমিক ও মহিলাদের জন্য বিশেষ প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
-
অনুচ্ছেদ ১১: প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
-
অনুচ্ছেদ ৫৯: প্রজাতন্ত্রের প্রতিটি প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসন নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত সংস্থার উপর ন্যস্ত করা।
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানকে স্থানীয় প্রয়োজনে কর আরোপ, বাজেট প্রস্তুতকরণ এবং নিজস্ব তহবিল রক্ষণের ক্ষমতা প্রদান করা হয়েছে।
৫৯ অনুচ্ছেদের মূল বিধান (সংক্ষেপে):
১. আইনানুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রতিটি প্রশাসনিক ইউনিটের স্থানীয় শাসনের ভার প্রদান করা হবে।
২. সংসদ আইনের মাধ্যমে নির্ধারিত নিয়ম অনুযায়ী, এই প্রতিষ্ঠানসমূহ যথোপযুক্ত প্রশাসনিক ইউনিটে নিম্নলিখিত দায়িত্ব পালন করবে:
-
(ক) প্রশাসন ও সরকারি কর্মচারীদের কার্য পরিচালনা
-
(খ) জনশৃঙ্খলা রক্ষা
-
(গ) জনসাধারণের কার্য ও অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
0
Updated: 1 month ago
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত টাকা? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
৫০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
১০০০ টাকা
চলতি অর্থবছরে বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি বৃহৎ জনসংখ্যাকে সমর্থন প্রদান করছে এবং আগামী অর্থবছরে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।
-
চলতি অর্থবছরে ৬০ লাখ ১ হাজার জন উপকারভোগী
-
এ জন্য বরাদ্দ: ৪,৩৫১ কোটি টাকা
-
আগামী অর্থবছরে উপকারভোগী সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৬১ লাখ
-
বরাদ্দ বৃদ্ধি: ৪৪০ কোটি টাকা, মোট বরাদ্দ ৪,৭৯১ কোটি ৩১ লাখ টাকা
-
বর্তমানে মাসিক ভাতার পরিমাণ: ৬৫০ টাকা
-
পূর্বে মাসিক ভাতা ছিল: ৬০০ টাকা
0
Updated: 1 month ago
জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভগুলো দ্বারা কোন সময়কালকে প্রতীকায়িত করা হয়েছে?
Created: 2 months ago
A
১৯৪৭-১৯৭১
B
১৯৫২-১৯৭১
C
১৯৫০-১৯৭১
D
১৯৬২-১৯৭১
জাতীয় স্মৃতিসৌধ
-
জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে, সাভার থানার নবীনগরে।
-
এটি নির্মাণ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য।
-
স্মৃতিসৌধের উচ্চতা ১৫০ ফুট।
-
নির্মাণ কাজ ১৯৮২ সালের আগস্ট মাসে সম্পন্ন হয়।
-
মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
-
মূল সৌধ গঠিত কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভূজাকৃতির স্তম্ভ দিয়ে।
-
স্মৃতিসৌধে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে তুলে ধরা হয়েছে সাতটি গুরুত্বপূর্ণ ঘটনা:
-
১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন
-
১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন
-
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন
-
১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
-
১৯৬৯ সালের গণ-অভ্যূত্থান
-
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
-
0
Updated: 2 months ago