বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশের অর্থনৈতিক ও জনসংখ্যাগত পরিস্থিতি নিম্নরূপ:
-
মাথাপিছু আয়: ২,৮২০ ডলার
-
মাথাপিছু জিডিপি: ২,৬৭১ মার্কিন ডলার
-
মোট জনসংখ্যা: ১৭১.৮৫ মিলিয়ন
বাংলাদেশের যৌতুক নিরোধ আইনের শাস্তি সর্বোচ্চ কত বছর?
A
১ বছর
B
৩ বছর
C
৫ বছর
D
৮ বছর
উত্তরের বিবরণ
বাংলাদেশে যৌতুক বন্ধের জন্য ‘যৌতুক নিরোধ আইন-২০১৮’ প্রবর্তিত হয়েছে।
যৌতুকের সংজ্ঞা: বৈবাহিক সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হিসেবে এক পক্ষ কর্তৃক অন্য পক্ষের কাছে দাবি করা অর্থসামগ্রী বা অন্য কোনো সম্পদ।
প্রযোজ্য সময়: এই দাবি বিয়ের আগে, বিয়ের সময় বা পরে করা হলেও যৌতুক হিসেবে গণ্য হবে।
বিস্তারিত ব্যতিক্রম:
মুসলমানদের ক্ষেত্রে দেনমোহর যৌতুক হিসেবে গণ্য হবে না।
বিয়ের আসরে অতিথিরা যদি নিজের ইচ্ছায় উপহার প্রদান করে, তবে তা যৌতুক নয়।
দণ্ডবিধি (৩ ও ৪ ধারা অনুযায়ী):
যৌতুক দাবি, প্রদান বা গ্রহণের জন্য সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড।
ন্যূনতম ১ বছরের কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড।
যৌতুক প্রদান বা গ্রহণে সহায়তা করা ব্যক্তিও একই দণ্ডের অধীনে দণ্ডিত হবেন।
উৎস:
0
Updated: 1 month ago
বিবিএস প্রকাশিত, বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমান কত? [ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
২,৮৫০ মার্কিন ডলার
B
২,৭২০ মার্কিন ডলার
C
২,৬৭১ মার্কিন ডলার
D
২,৬৬০ মার্কিন ডলার
0
Updated: 1 month ago
BADC এর প্রধান কাজ কী?
Created: 1 month ago
A
কৃষি গবেষণায় নেতৃত্ব প্রদান
B
সেচ প্রকল্প বাস্তবায়ন
C
কৃষি উপকরণ সরবরাহ
D
কৃষি ঋণ বিতরণ
বাংলাদেশের প্রধান সরকারি বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)। এটি কৃষি উপকরণ সরবরাহের দায়িত্বে নিয়োজিত সরকারি সংস্থা।
মূল কার্যক্রম:
বিভিন্ন ফসলের উন্নতমানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ
সেচ ব্যবস্থার উন্নয়ন
কৃষক পর্যায়ে মানসম্মত সার সরবরাহ
প্রতিষ্ঠা ও ইতিহাস: ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশ স্বাধীন হওয়ার পর BADC নামধারণ করে
প্রধান কার্যালয়: ঢাকার মতিঝিল
0
Updated: 1 month ago
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
Created: 2 months ago
A
২০১০ সালে
B
২০১২ সালে
C
২০০৯ সালে
D
২০১৬ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy):
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কৌশল প্রণয়ন করে।
কৌশলে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারের শুদ্ধাচার প্রতিষ্ঠায় ভূমিকা সংজ্ঞায়িত করা হয়েছে।
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।
0
Updated: 2 months ago