A
৩৯
B
৩২
C
৩৩
D
৩৪
উত্তরের বিবরণ
আর্সেনিক (As) একটি উপধাতু বা অর্ধধাতু, যার পারমাণবিক সংখ্যা ৩৩। এটি দেখতে ধূসর আভাযুক্ত সাদা রঙের এবং স্বভাবত ভঙ্গুর প্রকৃতির। প্রকৃতিতে আর্সেনিক প্রচুর পরিমাণে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়। এর আণবিক ভর ৭৪.৯২।
পারমাণবিক সংখ্যা কী?
কোনো মৌলের একটি পরমাণুর কেন্দ্রে (নিউক্লিয়াসে) যতটি প্রোটন থাকে, সেই সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। এটি সাধারণত Z দ্বারা প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ:
-
সোডিয়াম পরমাণুর নিউক্লিয়াসে ১১টি প্রোটন থাকায় সোডিয়ামের পারমাণবিক সংখ্যা: Z = 11
-
ক্লোরিন পরমাণুর ক্ষেত্রে এটি: Z = 17
পারমাণবিক সংখ্যা মৌলের স্বভাব ও ধর্ম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুর বাইরের শক্তিস্তরের ইলেকট্রন অংশগ্রহণ করে এবং এই ইলেকট্রন সংখ্যা পরিবর্তিত হতে পারে। কিন্তু পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যা, অর্থাৎ পারমাণবিক সংখ্যা কখনো পরিবর্তিত হয় না।
অন্যান্য কিছু মৌলের পারমাণবিক সংখ্যা
-
জার্মেনিয়াম (Ge) – পারমাণবিক সংখ্যা: ৩২
-
সেলেনিয়াম (Se) – পারমাণবিক সংখ্যা: ৩৪
-
ইট্রিয়াম (Y) – পারমাণবিক সংখ্যা: ৩৯
তথ্যসূত্র:
-
পাঠ্যপুস্তক: রসায়ন (নবম-দশম শ্রেণি), রসায়ন প্রথম পত্র (একাদশ-দ্বাদশ শ্রেণি) — হাজারী ও নাগ
-
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রকাশিত উপকরণ

0
Updated: 1 week ago