বর্তমানে বাংলাদেশে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ্য করা যায়?
A
দুই
B
তিন
C
চার
D
পাঁচ
উত্তরের বিবরণ
স্থানীয় সরকার হলো রাষ্ট্রের ভৌগলিক অবস্থানের ভিত্তিতে বিভক্ত ক্ষুদ্রতর শাসন কাঠামো, যা কেন্দ্রীয় সরকারের বর্ধিত ও সহায়ক অংশ হিসেবে কাজ করে। এটি নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় এবং কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখে।
-
বাংলাদেশে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান:
১. জেলা পরিষদ
২. উপজেলা পরিষদ
৩. ইউনিয়ন পরিষদ
উল্লেখযোগ্য তথ্য:
-
শহরে পৌরসভা ও সিটি কর্পোরেশন রয়েছে।
-
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদ ও জেলা পরিষদ alongside বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা, পৌরসভা ও সিটি কর্পোরেশনও বিদ্যমান।
-
গ্রামীণ এলাকার স্থানীয় সরকার হলো ইউনিয়ন ও উপজেলা পরিষদ।
-
ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার কাঠামোর সর্বশেষ ও কার্যকরী স্তর হিসেবে বিবেচিত।
উৎস:
0
Updated: 1 month ago
বর্তমানে বয়স্ক ভাতার পরিমাণ কত টাকা? [আগস্ট,২০২৫]
Created: 1 month ago
A
৫০০ টাকা
B
৬৫০ টাকা
C
৭০০ টাকা
D
১০০০ টাকা
চলতি অর্থবছরে বাংলাদেশে বয়স্ক ভাতা কর্মসূচি বৃহৎ জনসংখ্যাকে সমর্থন প্রদান করছে এবং আগামী অর্থবছরে এই পরিসর আরও বৃদ্ধি পাবে।
-
চলতি অর্থবছরে ৬০ লাখ ১ হাজার জন উপকারভোগী
-
এ জন্য বরাদ্দ: ৪,৩৫১ কোটি টাকা
-
আগামী অর্থবছরে উপকারভোগী সংখ্যা বৃদ্ধি পেয়ে হবে ৬১ লাখ
-
বরাদ্দ বৃদ্ধি: ৪৪০ কোটি টাকা, মোট বরাদ্দ ৪,৭৯১ কোটি ৩১ লাখ টাকা
-
বর্তমানে মাসিক ভাতার পরিমাণ: ৬৫০ টাকা
-
পূর্বে মাসিক ভাতা ছিল: ৬০০ টাকা
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
Created: 1 month ago
A
৯.৩১%
B
১০.৫৫%
C
১১.২৩%
D
১২.৭৯%
মৎস্য উৎপাদন (২০২৪) অনুযায়ী বাংলাদেশের মৎস্য খাতের তথ্য নিম্নরূপ:
-
মোট উৎপাদন: ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন
-
মিঠা পানিতে উৎপাদন: ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন
-
লোনা পানিতে উৎপাদন: ৬,২৮,৬২৩ মেট্রিক টন
-
-
প্রধান মাছের উৎপাদন ভাগ (%):
-
ইলিশ: ১০.৫৫%
-
চিংড়ি: ৫.১৯%
-
মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল): ২২.৬৪%
-
এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প ইত্যাদি): ১১.৩০%
-
অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া): ৩.১৩%
-
তেলাপিয়া: ৮.৭৬%
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ – ৩,৪৫,০০১ মেট্রিক টন
২. কুমিল্লা – ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
৩. যশোর – ২,৪৮,০৮৯ মেট্রিক টন -
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম – ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
২. খুলনা – ৮,২২,৩৬১ মেট্রিক টন
৩. রাজশাহী – ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে?
Created: 1 month ago
A
৭২ অনুচ্ছেদে
B
৭৭ অনুচ্ছেদে
C
৭৯ অনুচ্ছেদে
D
৮২ অনুচ্ছেদে
বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির বিধান রয়েছে।
-
সংসদ ন্যায়পালের পদ প্রতিষ্ঠার জন্য আইন প্রণয়ন করতে পারবে।
-
সংসদ আইনের মাধ্যমে ন্যায়পালকে মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের কার্য সম্পর্কিত তদন্ত পরিচালনার ক্ষমতা এবং অন্যান্য দায়িত্ব প্রদান করা যেতে পারে। ন্যায়পাল সেই ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
-
ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রস্তুত করবেন, যা সংসদে উপস্থাপন করা হবে।
অন্যদিকে:
-
৭২ নং অনুচ্ছেদ: সংসদের অধিবেশন
-
৭৯ নং অনুচ্ছেদ: সংসদ-সচিবালয়
-
৮২ নং অনুচ্ছেদ: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
উৎস:
0
Updated: 1 month ago